১৩ দফা দাবীকে বিকৃত করে প্রচার ও আমার কিছু কথা
লিখেছেন লিখেছেন সাঈদ আল হক তামজিদ ০৭ এপ্রিল, ২০১৩, ০৮:০৫:২১ রাত
লং মার্চের ১৩ দফা দাবীর পর
থেকে অনেক লোককেই বলতে শুনছি যে ,
বাংলাদেশ ইসলামী রাষ্ট্র
হলে নারীদের ঘরে বসে থাকতে হবে ।
নারীদের
নাকি পড়াশোনা করতে দিবেনা । কোন
দফায় বলা হয়েছে যে নারীদের
পড়াশোনা বন্ধ করতে হবে । বলা হয়েছে সহশিক্ষা বন্ধ করতে । এক সাংবাদিক বলছেন যে , এযুগে সহশিক্ষা বন্ধের কথা আমি চিন্তাই করতে পারিনা । আপনাদের মত লোকদেরকে বলি , আপনাদের বলা কথিত সভ্য সমাজ ইউরোপ আমেরিকার দিকে দৃষ্টি দিন । দেখুন তাদের ছেলে মেয়েদের অবস্থা । ওদের দেখার দরকার নেই ।আমাদের দেশেই দেখুন বোর্ড পরীক্ষায় সাধারণত কোন স্কুল কলেজ সবচেয়ে ভালো রেজাল্ট করে । সহশিক্ষায় ক্লাসে ১০০% উপস্থিতি পাবেন কিন্তু ভালো রেজাল্ট পাবেন । কথিত সভ্য সমাজ আমেরিকার সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টনও বলেছে যেসব ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে আলাদা পড়াশুনা হয় সেখানকার রেজাল্ট বেশি ভালো হয় । আপনারা তো ভালো মানুষ চান না । ভারত ১৬ বছরের ছেলে মেয়েদের নিজেদের সম্মতিতে সেক্স করার অনুমতি দিয়েছে কিছুদিন পর আপনারাও এ দাবী তুলবেন । আপনারা বলেন ইসলাম নারীদের ঘরে বসিয়ে রাখে । আমি যতটুকু
জানি ও বুঝি ইসলাম নারীদের পরিপূর্ণ
ও সঠিক দ্বীনি শিক্ষা গ্রহণ
করতে বলেছে ।
একটা সমাজে একটি পরিবার তো একজন
নারীর হাত ধরেই গড়ে ওঠে ।
সেখানে যদি একজন নারী শিক্ষিত
না হয় তাহলে নিশ্চিত ভাবে বলা যায়
যে সে পরিবারের কেউ ভালো হবে না ।
ইসলাম নারীদের কাজ করার
অনুমতি দিয়েছে । কিন্তু সেই
কাজটা হতে হবে শরীয়ত সম্মত ।
যেখানে ছেলে মেয়েদের অবাধ বিচরন
সেখানে মেয়ে কেন একজন মুসলিম
ছেলেদেরও কাজ করা উচিত না । একজন
মেয়ে যেহেতু একটি পরিবার
গড়ে তুলে সুতরাং তার প্রথম গুরুত্বপূর্ণ
কাজ তার পরিবারের ভালো মন্দ
দেখা । তার ছেলে মেয়েকে সঠিক
শিক্ষ + দ্বীনি শিক্ষা প্রদান করা ।
ধরলাম একটা মেয়ে MBA পাশ । তার
মানে এই না তাকে ব্যাংকে জব করতেই
হবে । দরকার হলে সে এমন একটা কাজ
করুক যাতে করে সে তার
পরিবারকে বেশি সময় দিতে পারবে ।
হতে পারে সেটা কোন স্কুল
বা কলেজে শিক্ষকতা করা ,
হতে পারে হাতের কাজ
শিখে তাতে বিভিন্ন মহিলাকে কাজ
শিখিয়ে বা তাদের মাধ্যমে কাজ
করিয়ে ছোট ব্যবসা করা ইত্যাদি ।
হয়তো এই ছোট ব্যাবসাই এক সময় বড়
আকার ধারন করবে । কিন্তু খেয়াল
রাখতে হবে পরিবারকে যাতে বেশি সময়
দেওয়া যায় ।
এখন আপনার কাছে যদি নারীদের কাজ
যদি হয় শরীর দেখিয়ে মডেলিং করা ,
পরিবারকে সময় না দিয়ে সকাল
৯টা থেকে রাত ৮টা পর্যন্ত
বাইরে থাকা তাহলে আমি বলবে মেয়েদের
ঘরে বসিয়ে রাখেন ।
আরো অনেক কথা বলার ছিল । কিন্তু
যে বোঝার সে অল্পতেই বুঝবে । আর
যে না বোঝার তাকে দুনিয়ার সমস্ত
কালি দিয়ে লিখে বোঝালেও
সে বুঝবে না বা না বোঝার ভান
করবে । কারণ
এটা না হলে তো সে মেয়েদের
সাথে মজা লুটতে পারবে না ।
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন