ভাবছি......
লিখেছেন লিখেছেন আমিদ ১৬ মে, ২০১৩, ০৭:৩২:১১ সকাল
আকাশে তাকিয়ে ভাবছি
যদি পাখি হতাম......
ওরে বেরাতাম,
ঐ পকান্ড নীল আকাশে,
ঘুরে বেরাতাম,
রাতের আকশে জলে ওঠা তারার দেশে।
সময় কাটাতাম
চাদের বুড়ির সাথে চরকা কেটে...।
বাতাসের মৃদু ছুঁয়াতে মনটা আন্দলিত হয়ে উঠল
আর ভাবলাম
ইস যদি প্রবল হাওয়া হতাম...
ইচ্ছে হলেই হারিয়ে যেতাম দুনিয়ার যে কোনো পান্তরে,
কখনো পাখিদের সাথে
আবার কখনো মেঘের সাথে।
আর বাতাস পাগল,
প্রতিটা মনকে দিতাম প্রশান্তির ছুঁয়া।
ঐ নীল সাগরের দিকে চেয়ে ভাবছি
যদি সাগরের মাছ হতাম...
লুকচুরি খেলতাম সাগরের মৎস কন্যার সাথে।
নীল তিমির সাথে ভাল সম্পর্ক গড়ে,
জলের রাজ্যটাকে করে নিতাম নিজের নামে,
প্রতিটা জলজ প্রানীকে দিতাম তার স্বাধীনতা,
প্রবাল গুলোকে বানিয়ে দিতাম
ক্ষুদ্র নীরহ মাছদের নিরাপদ বাসস্থান।
এভাবে আকাশের কথা ভেবেছি
ভেবেছি ঐ সুউচ্চ পাহার হওয়ার কথা
কখনো ভেবেছি
গ্রহ নক্ষত আরো আরো বিশাল কিছু হওয়ার কথা।
এভাবে ভাবতে ভাবতে কাটিয়ে দিয়েছি অনেকটা সময়...
এখন ভাবছি তো ভাবছি
ভেবেই চলছি...
জানিনা কবে এই ভাবার মুহূর্ত গুলো শেষ হবে
কবে হতে পারবো কাক্ষিত ভাবুক নাট্য মঞ্চের নটরাজ.........।।
বিষয়: সাহিত্য
১৫৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন