জামাত শিবিরের জন্য দেশ আফগানিস্থান না হলেও ২১ সালের ডিজিটাল করার টার্গেটে দেশ হবে হিন্দুস্থান। তাই দাড়ি টুপি ওয়ালা হচ্ছে টার্গেট।
লিখেছেন লিখেছেন আমিদ ১৪ মে, ২০১৩, ০৫:১৫:২১ বিকাল
৭৫ গেল ৮২ গেল ৮৫ গেল এর পর গেল ৯৬ ও গেল কোনো রিয়েকশন নাই। এর মধ্যে এই দাড়ি টুপি ওয়ালাদের সাথে থেকেই রাজনীতি করলো সরকার।
যখনি ১৩ আসলো তখই কাহানী ফতেহ আলী খানের ফ্লিমি স্টাইল হয়ে গেল। থাকতে হবে রাজনীতিতে। ২১ সালের ডিজিটাল টার্গেট এর জন্য দেশটাকে বানাবে ভারত কিংবা আমিরিকার মত ওপেন সেক্সুয়াল কানর্টি। টার্গেট পুরুনের জন্য দাড়ি টুপি ওয়ালাদের মাথা দের সরাতে হবে। তাই হাত এখন দাড়ি টুপি ওয়ালাদের দিকে।
বাহ ভাল তো ভাল না।
জামাত শিবিরের তান্ডবে দেশ আফগানিস্তান না হলেও। দাড়ি টুপি ওয়ালাদের মেরে দেশ করবে গুরুস্তান। আর ২১ সালের টার্গেটে দেশ করবে হিন্দুস্থান।
বিষয়: রাজনীতি
১৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন