হে সুদর্শন যুবক...!
লিখেছেন লিখেছেন রাফসান ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৪৭:২৪ দুপুর
হে সুদর্শন যুবক...! তুমি কি জান তোমার চাইতে হাজারো সুদর্শন যুবক আছে যারা মুখভর্তি দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে? তুমি যখন গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুর,তখন তারা কাঁধে গাট্টি(বেডিং) নিয়ে মসজিদে মসজিদে ঘুরছে দ্বীনের মহব্বতে? তুমি তোমার বাবার টাকা খরচকরে fzs bike কিনো এর পিছনে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরার জন্য,তারা তার বাবার টাকা খরচ করে,বিদেশে সফরে বের হয় দ্বীনের টানে। নিজেকে তুমি কি মনে কর?তারাও তো পারত তোমার মত ক্লিন শেভড হয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতে...! কিন্তু না,তারা তোমার চাইতে সুদর্শন হলেও আল্লাহকে ভয় করে,আখিরাত কে ভয় করে।দোজখকে ভয় করে।আরে তুমি তো তোমার ঠিকানা করে নিচ্ছ জাহান্নামের সর্বনিম্ন স্তরে।আর তারা দিন রাত পরিশ্রম করছে দোজখথেকে মুক্তি পেতে।জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌছে যেতে।হে মুসলিম নামধারী যুবক আল্লাহকে ভয় কর।।।
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন