"মানবাধিকার কি শুধু ঐশিদের জন্য"!!!! 'ঐশি' বনাম 'আমি' একটি পর্যালোচনা

লিখেছেন লিখেছেন খামচি বাবা ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৫৫:৫৯ দুপুর

আমি! বলতে আমি Muhammad saiful

শিবিরের সাথি(সক্রীয় কর্মী)এর বেশি কিছু বলতে পারছিনা।

আর ঐশিকে তো সবাই চেনেন।অল্প বয়সে বখে যাওয়া মাদকাসক্ত এক মেয়ে,যে কিনা দুটি খুনের মামালার আসামী।

আমার এই লেখাটার মূল কারন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।সংবাদ সম্মেলন ডেকে যিনি মিডিয়ার সামনে বখাটে ঐশির জন্য মায়া কান্না জুরে দিলেন। নোংরা গোফওয়ালা লোকটা বল্লেন,ঐশি নাকি জাস্ট আ কিড.আরো অভিযোগ করলেন তাকে কেনো রিমান্ডে নেয়া হলো?টানাহেচরা করা হলো কেন?

আর সর্বশেষ দাবি করলেন কিশোর আইনে যাতে তার বিচার হয়।

যাই হোক,এবার আমার কথা বলিঃ শিবিরের এক মিছিল থেকে আমাকে গ্রেফতার করা হয়।ঘটনাটা ২০১১ সালের, যখন আমি ক্লাস টেনের ছাত্র,বয়স মাত্র ১৬।প্রিটেস্ট পরীক্ষার সময়।গ্রেফতার করার সাথে সাথে মিডিয়া আর সাধারন মানুষের সামনে বেধরক লাঠি দিয়ে মার আর সমান তালে চর থাপ্পর।থানায় নিয়ে হ্যন্ডকাফ পরিয়ে রাস্তায় নামিয়ে কিছুক্ষন মিডিয়া কভারেজ দিলো,অকথ্য ভাষায় গালি চলছিলো সর্বক্ষন।তার পর ভ্রাম্যমান আদালত নামধারী এক ডাইনি মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে দার করিয়ে কিছুক্ষন ফাও জিগ্ঙাসা করা হলো।তথ্য প্রমান কিছু না পেয়ে ভুয়া সাক্ষী ধরিয়ে মাত্র ২০ মিনিটে শেষ হলো বিচার কার্য।এক মাস না,দুই মাস না দেয়া হলো এক বছর কারাদন্ড।আম্মুর সামনে থেকে হ্যান্ডকাফ পরিয়ে কোমরে রশি বেধে নিয়ে যাওয়া হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে।১৮ বছর বয়স দেখিয়ে রাখা হলো মাদকাসক্ত আর ঐশির মত খুনের আশামীদের সাথে।দুই মাস দশ দিন পর জামিন পাই আমি।

সেদিন কোথায় ছিলো মানবাধিকার কমিশন চেয়ারম্যান এর টানাহেচরা নিয়ে উদ্বেগ, যখন টিভিতে আম্মু দেখছিলো আমাকে চর থাপ্পর মারতে।

কোথায় ছিলো কিশোর আইন যখন কোনো প্রমান সাক্ষী ছাড়া বিতর্কিত ভ্রাম্যমান আদালতে বিশ মিনিটে এক বছরের কারাদন্ড দেয়া হয়।

তাহলে কি মানবাধিকার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নাকি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাদে বাকিদের জন্য

http://www.facebook.com/muhammad.saiful.568?refid=17

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File