আমি অক্ষম; আমায় ক্ষমা কর হে....

লিখেছেন লিখেছেন রাফসান ২৪ আগস্ট, ২০১৩, ০১:৪৯:০৭ রাত

উম্মাহর এই করুন-অসহায় অবস্থা দেখে সকল মুসলমানদের মত আমারও চোখের পানির অবিরাম জলাধারা আর হৃদয়ের রক্তক্ষরনে জিবনের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে। কিন্তু এ উপলব্দিটা যে প্রকৃতপক্ষে আমার দুর্বলতা, সেটা বুঝি। এবং সেটাও

বুঝি এখন শুধু চোখের পানি ফেলার সময় নয়, সাথে প্রয়োজন হৃদয়ে জিহাদের আগুন প্রজ্জলিত করা। এখন শুধু কলমের ডগায় ফুলঝরি ছড়ানো আর পিসি'র কি-বোর্ডে, মোবাইলের বাটনে ঝংকার তোলার সময় নয়, সাথে প্রয়োজন বুকের তাজা তপ্ত খুন ডেলে দেয়া।

এখন আর দুর্বল-অক্ষমদের মত ফরিয়াদ করা নয়, এখন প্রয়োজন সিংহ শার্দুলের মত বজ্র হুংকার দেয়া।

কিন্তু আফসুস আমার মত অক্ষম-বুযদিলের চোখের পানি ফেলা ও কলমের ডগায় ফুলঝরি ছাড়া আর কী ঝরাতে পারি! আমার মত ভীতু ভিরু- কাপুরুষ হুহুকরে ফরিয়াদ ও গুমরে গুমরে কাঁদা আর আর্তনাদ

করা ছাড়া আর কী করতে পারি! আফসুস আমার মাঝে নেই ঈমানের শক্তি, আমার মনের মাঝে মরণজয়ি মুজাহিদদের সেই সাহস নেই! আমার

ধমনিতে নেই ইসলামের সেই বীর সেনানীদের মত তেজদ্দিপ্ত রক্তের উচ্ছ্বাস! আমি শুধু অক্ষমদের মত কাঁদতে পারি আর পারি কাপুরুষের মত লিখতে। তাই আজকের নিঃসঙ্গ, নির্জন গভীর রাতে চোখের পানির সাথে এই লেখা ও এই অল্প সময়টুকু অসহায় নির্যাতিত মুসলমানদের প্রতি উত্সর্গ করলাম। মহান প্রভূর কাছে প্রার্থনা করি তিনি যেন, সকল মুসলমানের ঈমানের শক্তিকে বাড়িয়ে দেন আর মজলুম মুসলমানদের সাহায্য করেন। আমিন

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File