ইসলাম নারীদের সম্মান দেয়নি !!!!!!!!!!!!!!
লিখেছেন লিখেছেন রাফসান ২৪ জুলাই, ২০১৩, ০২:৫১:২৪ দুপুর
ইসলাম নারীদের সম্মান দেয়নি! সামান্য ও দেয়নি। কারন একটা নারীর যখনজন্ম হয়, ইসলাম বলে "যার ঘরে প্রথমে কন্যা সন্তান হয় সেই ঘর বরকতময়"।
নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয় "যে তার মেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভাল পাত্র দেখে বিয়ে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
নারী যখন বিবাহিত, ইসলাম বলে"সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছেউত্তম"।
নারী যখন সংসারী, ইসলাম বলে "স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ। এমনকি স্ত্রীকে আদর করে মূখে এক লোকমা খাবারতুলে দেয়া ও"।
নারী যখন গর্ভবতী, ইসলাম বলে"গর্ভাবস্থায়যে নারী মারা যায় সে শহীদের মার্যাদা পা্য়"।
নারী যখন মা, ইসলাম বলে"মায়ের পদতলে সন্তানের বেহেশত"।
এবার বলুন ইসলাম আমাদের মা বোনদের কতটুকু সম্মান দিয়েছে? মুক্তমনা বোনদের বলছি...
বোন আমার মনে রাখবে! যারা তোমাদের স্বাধীনতার দোহাই দিয়ে এগিয়ে দেয় ওরা তোমাদের পণ্য মনে করে।নতুবা তোমাদের দিয়ে সাবান,গাড়ী ইত্যাদির বিজ্ঞাপন করত না। নিশ্চই সাবান গাড়ী ইত্যাদির চেয়ে তোমাদের মূল্য অনেক বেশী। যারা তোমাদের সমানধিকারের স্লোগান শিখিয়ে দেয় ওরা তোমার অধিকার হরন করে।কারন ইসলাম তোমাকে বঅগ্রাধিকার দিয়েছে।
যারা তোমাদের অশ্লীলতাকে,নগ্নতাকে পছন্দ করে ওরা তোমাদেরকে অপছন্দ করে। তাইত বিয়ের সময় তোমাদের বিয়ে না করে ভাল পাত্রী খুজতে বের হয়। যারা একসময় নগ্নতা্য় নিমজ্জিত ছিল. বিয়ের পর তারাই তোমাকে নগ্নতার খুটা দিয়ে আত্নহত্যা করতে বাধ্য করে।
বিষয়: বিবিধ
৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন