গোলাম মাওলা রনি, এমপি----আওয়ামী সরকারের আলোচিত- সমালোচিত এক নাম
লিখেছেন লিখেছেন রাফসান ২০ জুলাই, ২০১৩, ০৮:৪৪:০৭ রাত
গোলাম মাওলা রনি, এমপি----আওয়ামী সরকারের আলোচিত- সমালোচিত এক নামঃ
এলাকায় কোথাও গেলে সেখানে নামাজের ইমামতি তিনি নিজে করবেন। মাথায় টুপি রাখবেন। এই রকম কারনে ছাত্রলীগের ছেলেরা পিছনে তাকে জামায়াতের এমপি বলে উপহাস করেন। তবে তিনি আলোচিত-সমালোচিততার বক্তব্যের কারনে---------------
তার আলোচিত বক্তব্যগুলোতে একটু চোখ বুলান---
১. আবুল হোসেন এর দৌড় কাহিনীঃ
একবার মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধীদলীয় নেত্রী ছিলেনতখন তিনি চীন ভ্রমণে গেলেন। সেখানে হ্যাংঝো প্রদেশে ওয়েস্ট লেক আছে। ‘প্রধানমন্ত্রীর(শেখ হাসিনা) সঙ্গে সাবের হোসেন চৌধুরী ছিলেন, ওবায়দুল কাদের ছিলেন এবং সৈয়দ আবুল হোসেন (বর্তমান যোগাযোগমন্ত্রী)ছিলেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে রনি বলেন, প্রধানমন্ত্রী বললেন, ‘আমি বাঁশিতে একটা ফুঁ দেব। তোমরা তিনজন দৌড় দেবে। দৌড়ে যে ফার্স্ট হবে, তাকে আমি মন্ত্রী বানাব।’"
যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, তাই ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী উনারাও ...দৌড় দিলেন। কিন্তু সৈয়দ আবুল হোসেন টুক ইট ভেরি সিরিয়াসলি। সে জোরে দৌড় দিল, দৌড় দিয়ে সত্যিই সে ফার্স্ট হলো। ফিরে এসে তিনি প্রধানমন্ত্রীকেবলছেন, ‘আপনি আমাকে কমিটমেন্ট করেছেন, আমাকে মন্ত্রী বানাতে হবে এবং যোগাযোগমন্ত্রী।’"
২. পধানমন্ত্রীর একান্ত সচিব আবদুল মালেক প্রসঙ্গেঃ
'অসহায় এমপি বনাম শত কোটি টাকার লুটপাট' শিরনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি কলাম লিখে বেশ হৈ চৈ ফেলে দেন।
৩. কাদের মোল্লা ইস্যুঃ
কাদের মোল্লা তার জবানবন্দিতে বলেছেন, তিনি যুদ্ধকালীন তার জন্মভূমি ফরিদপুর জেলার সদরপুরে ছিলেন এবং মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছেন। সেখানকার বিখ্যাত মীর ধলামিয়া সাহেবের বাড়িতে থাকতেন এবং তার দুই মেয়েকে পড়াতেন। আমি ধলামিয়া পীর সাহেবকে চিনতাম এবং তার দুই মেয়েকেও চিনি। তাদেরকে তার স্বাক্ষী হিসেবে রাখা যেত। সেটা করা হয়নি। আপীলে তার সাজা অনেক কমে যেতে পারে।
৪. তারক রহমান গ্রেফতার ইস্যুঃ
তারেকের টিকিটি স্পর্শ করতে পারবে না কেউ'।
৫. গাজীপুর নির্বাচরনঃ
হায় সেলুকাস! তারা কোথায়, মাঠে গেলেই জুতাপেটা। কেন সন্মানজনক হারটাও হলোনা আমাদের?
৬. মখার ঝাকুনি তত্ত্বঃ
উনি যদি মন্ত্রী হন তবে বুদ্ধি প্রতিবন্ধী কে? :
৭. আল্লামা শফির তেঁতুল তত্ত্বঃ
আল্লামা শফির বক্তব্য যে মিডিয়ায় এনেছে সে সরকারেরই ক্ষতি করেছে।
যারা সেকুলার রাজনীতিতে বিশ্বাস করে। যে সব মেয়ে হাফহাতা ব্লাউজ, জিন্সের প্যান্ট পড়ে ঘুড়তে চায়। যে সকল মেয়েরা ওয়েস্টার্ণ মডেলে চলতে চায়। নামাজ কালাম পড়বে না। লিভ টুগেদার করবে । আজকে স্বামীকে তালাক দেবে , কালকে আরেক জনের সাথে ঘর করবে-তারাতো ধর্মের মধ্যেই নেই। ইসলামকেবল বিশ্বাসীদের জন্য। যে মুমিন নয় তার জন্য ধর্মপালন নয়। শফির বক্তব্য ছিল বিশ্বাসীদের জন্য ।সেখানকার তার ভক্তদের জন্য। ইসলাম তো অবিশ্বাসীদের বাধ্য করে না। এগুলো বিশ্বাসীদের জন্য। যারা নারীবাদী , যারা হিন্দু তাদের জন্য তো এ বক্তব্য ছিল না। এটা ছিল যারা ওয়াজ শুনতে এসেছিলেনতাদের জন্য।
৮. আল্লামা সাইদী ইস্যুঃ
'হে প্রিয় আল্লামা সাঈদী, আপনার কাছে মাফ চাই, আমরা আপনাকে চিনতে পারিনি।
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন