আজকাল কিছু মানুষের “Dialogue”

লিখেছেন লিখেছেন রাফসান ২১ এপ্রিল, ২০১৩, ০৯:২৪:৩৯ রাত

আজকাল কিছু মানুষের "Dialogue"--

সবকিছুতে ইসলাম নিয়ে আসেন কেন? সব কিছুতে ইসলাম আনবেন না!!

আমি বলিঃ আরে ভাই!!!!!!

সব কিছুতে আজ ইসলাম থাকলে রাজাকার কেন, কোনও অপরাধী পার পেত না।

সবকিছুতে আজ ইসলাম থাকলে ৪১ বছর আগেই রাজাকারের বিচার হত। কারো ভাগ্যে পরত শিরচ্ছেদ ! কারো ভাগ্যে পরত পাথর মেরে Slow Death!

সবকিছুতে আজ ইসলাম থাকলে " বায়তুল মাল" প্রতিষ্ঠিত হত। এখানে সব যাকাত ও অন্যান্য দান থাকত যেখান থেকে সর্বনিম্ন গরীবদের বিনা সুদ এ সাহায্য আসতো।দেশে দারিদ্রতা সর্বনিম্ন থাকত।। যেমন এখন কিছু ইসলামিক দেশে যাকাত দেয়ার লোক খুজতে হয়।

সবকিছুতে আজ ইসলাম থাকলে কোথাও ভেজাল জিনিষ থাকত না।ভেজালকারীদের হাত কাটা থাকত।

সবকিছুতে আজ ইসলাম থাকলে মানুষ নিজের পয়সায় রাস্তাঘাট , Overall infrastructure তৈরি করত। কারন ইসলাম অনুযায়ী মৃত্যুর পর তার এই তৈরি করা Infrastructure তার সওয়াব এর খাতা ভারি করতে থাকত।

সবকিছুতে ইসলাম থাকলে দুর্নীতি অনেক কম থাকত, এই আবুলরা সাহস পেত না।

সবকিছুতে ইসলাম থাকলে আজ কোনও ছেলে যৌতুক নিতে সাহস পেত না। ইসলাম এ যৌতুক এর কোনও বিধান নেই। বরং ছেলেদের মেয়ে বিয়ে করার জন্য উলটা মোহরানা দিতে হত।

সবকিছুতে ইসলাম থাকলে আজ প্রত্যেকটা ধর্ষণকারি ধর্ষণ করার আগে হাজার বার ভাবত।সবকিছুতে আজ ইসলাম থাকলে ধর্ষণের শাস্তির কথা চিন্তা করে ধর্ষণ অনেক অনেক কমে যেত।

সবকিছুতে আজ ইসলাম থাকলে Eve teaser নামে কেউ থাকত না। নারীকে উত্তক্ত করা যেনা এর শামিল। হয় ১০০ দোররা নয়ত পাথর মেরে হত্যা থাকত এর বিধান।

সবকিছুতে আজ ইসলাম থাকলে নেতারা রাতের অন্ধকারে বাড়ি বাড়ি ঘুরত আর দেখত তার জনগনেরা কোনও কষ্টে আছে কি না।

সবকিছুতে আজ ইসলাম থাকলে ছেলেদের চোখ মেয়েদের দেখা মাত্র মাটিতে থাকত। এটাই ইসলামের বিধান।

সবকিছুতে আজ ইসলাম থাকলে সাগর-রুনি, বিশ্বজিত, পুলিশ ও নিরীহ মানুষ এর এভাবে খুন হত না। দেশে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেশের কর্তার মুল লক্ষ থাকত। সে যে ধর্মেরই হোক না কেন।

সবকিছুতে আজ ইসলাম থাকলে মন্ত্রিপুত্ররা কোটি টাকার পাহাড় জমাত না। বরং একটু মদপানে দোররা খেয়ে মরার উপক্রম হত।

সবকিছুতে আজ ইসলাম থাকলে বছরের পর বছর পরে থাকা কোনও অভিযোগপত্রে এ তেলাপোকা এর ডিম পাওয়া জেত না।

সবকিছুতে আজ ইসলাম থাকলে আমার বোনদের Abortion কড়াতে বা কলঙ্কিনীর ছাপ নিয়ে থাকতে হত না। হয় বিয়ে নয় তো রোযা রাখতে হত। কোনও "LOVE Before Marriage" থাকত না।

সবকিছুতে আজ ইসলাম থাকলে কেউ উঁচু দালান এর মালিক আবার কেউ বস্তির সন্তান থাকত না।

সবকিছুতে আজ ইসলাম থাকলে মেয়েরা উত্তম পুরুষ আর ছেলেরা উত্তম স্ত্রী পেত। দুনিয়া পেত এক উত্তম সন্তান।

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File