জনতার জাগরণ আসবেই

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২১ এপ্রিল, ২০১৩, ০৯:১৩:৩১ রাত



ইসলামী রেনেসাঁর পথটি ধরে

জনতার জাগরণ আসবেই।

মু'মিনের কওমী আন্দোলনে

বাকশালী মসনদ ভাসবেই।

হে নবীন ওঠো জেগে,

হে তরুণ ওঠো জেগে।।

দেখ আউলিয়া আম্বিয়ার পূত জনপদে

শকুনীরা মেলেছে ডানা

ফেরাউন রূপ ধরে বেহায়া নাস্তিক

বাকশালী দিচ্ছে হানা

ধরো বাশের লাঠি, চলো দৃপ্ত হাটি

ডাইনীর মসনদ নাশবেই।

হে নবীন ওঠো জেগে,

হে তরুন ওঠো জেগে।।

দেখ সত্যের নির্ভীক সেনা আজ কাঁদে

পাষাণের আঁধিয়ার জেলে,

চলো মুক্ত করে আনি সেই বীর সেনাকে

মৃত্যুকে পিছে ফেলে।

তস্কর শাসকের লাল চোখ উপরে

মানবতা সূর্য হাসবেই।

হে নবীন ওঠো জেগে,

হে তরুণ ওঠো জেগে।।

বিষয়: সাহিত্য

১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File