মিলিয়নস্ অব মুসলিমের রক্তে - সৌদ পরিবারের শেষ গোসল এবং দাফন সম্পন্ন করতে ব্যস্ত ইউএস?
লিখেছেন লিখেছেন সাদাচোখে ০৬ জানুয়ারি, ২০১৬, ০৫:৩৬:৫৮ সকাল
বিসমিল্লাহির রহমানুর রাহিম।
আসসালামুআলাইকুম।
বিশ্বের জিও পলিটিকাল বিচার বিশ্লেষন, যখন স্যেকুলার লেন্স এর আলোকে দেখা হয়, তখন তার কেন্দ্র ইকোনোমিক্যাল ব্যারোমিটারকে কেন্দ্র করে আবর্তিত হয়। অন্যদিকে যখন স্প্রীচুয়াল লেন্স এর আলোকে দেখা হয়, তখন ইমোশন ও এ্যাপিলিয়েশান সবকিছুকে ছাড়িয়ে যায়। স্বভাবতঃই অমন বিচার ও বিশ্লেষন একচোখা হয়।
ধর্মীয় ভাবে সচেতন ও র্যাশানাল মানুষ মাত্রই জানেন গত ৩/৪ বছর ধরে মুসলিম মাইনরিটি শিয়া সেক্ট এর বিরুদ্ধে সুন্নী মেজরিটির নামে কয়েক ডজন স্যাবোটেজ এর ঘটনা ঘটেছে। এর শুরু হয়েছে ওয়াশিংটনের সৌদী এ্যাম্বাসেডরকে শিয়া ইরান হত্যা পরিকল্পনা করেছে এমন একটি খবর ফলাও করে প্রচারের মাধ্যমে। যা হালে পানি না পাওয়ায় - অপজিট এ্যাকশান শুরু হয়েছে। তার আলোকে লেবাননে ইরান এ্যাম্বাসিতে আক্রমন, বিভিন্ন দেশের শিয়া মসজিদে সুন্নীর নামে আক্রমন, আমেরিকান মিডিয়ার মাধ্যমে সৌদী ও তার্কি ও জর্ডানী ও কাতারি সুন্নীদের মাধ্যমে শিয়া সিরিয়ায় নিধন যজ্ঞের প্রচার, সর্বশেষ গত অর্ধ বছর ধরে ইয়েমেনী শিয়া নিধন যজ্ঞের প্রচার।
ইরানের ধর্মীয় ও পলিটিক্যাল এলিট পাওয়ারপুল একটি অংশ - অত্যান্ত ধৈর্যের সাথে, প্রাগমিটিজমের সাথে বার বার ওয়ার্নিং দিয়ে আসছে যে, জায়োনিস্ট আমেরিকা, বৃটেন ও ইসরাইল শিয়া ও সুন্নীর মধ্যে সিভিল ওয়ার বাধাঁতে একের পর এক ষঢ়যন্ত্র করছে। প্রায় সমরূপ ওয়ার্নিং আসছে নলেজেবল, সচেতন, মুসলিম স্কলার, এ্যাকাডেমিশিয়ান দের কাছ হতে।
কিন্তু দূর্ভাগ্যক্রমে জায়োনিস্টদের পা চাটা, এ্যাবসুলুট গোলাম, মুসলিম খেলাফাহ হননকারী সৌদ পরিবার - যার প্রানবায়ু এখন লিটারেলী ওয়াশিংটনের হাতে - সেই পরিবারটি এখন হোয়াইট হাউজের ডিকটেশান অনুযায়ী মুসলিম-মুসলিম ফাইট লাগাতে বদ্ধ পরিকর হয়ে কাজ করছে। ইচ্ছাকৃতভাবে তারা সৌদী শিয়া স্কলার নিমির আল নিমির সহ ৪৭ জন শিয়া পলিটিক্যাল এক্টিভিস্টকে সেন্সিটাইজড করে এক্সিকিউট করেছে এবং সর্বোচ্চ চেষ্টা করেছে - যাতে শিয়া গনমানুষ ক্ষুদ্ধ হয়ে উঠে। এমন অন্যায়ের বিরুদ্ধে নিজ নিজ দেশের সরকারকে প্রেসার করতে পারে। স্বভাবতঃই ইরান, ইয়েমেন, লেবানন সহ শিয়া মেজরিটির ভূখন্ড সমূহ উত্তপ্ত হয়ে উঠছে যখন - তখন আমেরিকার কাছে নতি স্বীকার করা কিছু দেশ ও সৌদীর পে -চেক এ তাড়িত আরো কিছু দেশ একের পর এক ইরানের সাথে সম্পর্কোচ্ছেদ করছে, এ্যাম্বাসী বন্ধ করে দিচ্ছে - সিম্পলী এই প্রত্যাশায় যে - ইরান রিএ্যাক্ট করতে বাধ্য হোক।
ইতোমধ্যে আমেরিকা সৌদ পরিবারকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের এ্যাডভান্স অস্ত্র দিয়েছে যখন সৌদ পরিবার ইয়েমেন এ আক্রমন করতে সন্মত হয়েছে। আর যখন নিমির আল নিমির এর মৃত্যুদন্ড কার্যকর করতে রাজী হয়েছে - তখন আরো ডিক্লেয়ারড ৩৬ মিলিয়ন ও নন ডিক্লেয়ারড আরো অস্ত্রের চালান দিতে সন্মত হয়েছে।
শিয়া ইরান জনগনের চাপ ও পলিটিক্যাল চাপ কে এড়িয়ে - এখনো যখন কোন সরাসরি আক্রমনাত্মক স্টেইটমেন্ট দেয়নি - তখন পশ্চিমা দেশ সমূহ আমেরিকা, কানাডা, ইউকে, জার্মানী, ইউএন একের পর এক বিবৃতি দেওয়া শুরু করেছে - এই নিমিত্তে যে - প্লিজ সৌদী ও ইরান প্লিজ সুন্নী ও শিয়া - বি কুল, ঠান্ডা হও, ফাইট করোনা ইত্যাদি ইত্যাদি।
আজকের মুসলমান গনমানুষ যখন কোরান-হাদীস, নামাজ রোজা ছেড়ে কুলুর বলদের ন্যায় ১০/১২/১৬ ঘন্টা কাজ করছে, টাকা, বিত্ত, পদ পদবী আর তথাকথিত দুনিয়ার সুখের পেছনে দৌড়াচ্ছে, যখন আলেম ওলামা ও মুসলিম লিডারশীপ রা প্রায় শীতনিদ্রার ন্যায় ঘুমের মধ্যে দিনাতিপাত করছে, অর্ধশিক্ষিত আল্লাহ ওয়ালা ইয়াং মুসলিমরা বিভিন্ন স্পাই এজেন্সীর হয়ে না জেনে না বুঝে অজান্তে কাজ করে চলেছে - তখন বিশ্ব প্রতারকের প্রতারনায় শিয়া সুন্নী গৃহ যুদ্ধ দোর গোড়ায় কড়া নাড়তে শুরু করেছে।
সংশ্লিষ্ট সচেতন মুসলিম লিডারশীপ কিংবা স্কলার রা যদি না সৌদ পরিবারকে আমেরিকার এই স্লেইভারী হতে বের করে না আনেন, সৌদ পরিবারের পে-রোল এ থাকা তথাকথিত দরবারী আলেম ওলামার কথায় চুপ থাকেন - তবে খুব শীঘ্রই আমরা দেখবো (আল্লাহ না করুক - এটাই প্রত্যাশা) শিয়া সুন্নীর সেক্রেটারিয়ান ফাইট, যার অবিশ্যম্ভাবী পরিনতি হিসাবে ১৫ - ২০% মুসলমানের রক্ত ধরাধামে মিশে যাবে। এর ফলাফল হিসাবে (১) অবশিষ্ট মুসলিম এর এক বিরাটাংশ ধর্মহীন ওয়েস্টার্ন খৃষ্টানের ন্যায় ধর্মহীন ইস্টার্ন মুসলিম এ পরিনত হবে, (২) সৌদ পরিবারকে (শাহ পরিবারের ন্যায় আমেরিকায় কিংবা ইউরোপের কোথাও) দাফন করা হবে, (৩) পাকিস্থান তার আনবিক শক্তি লিবিয়ার মত হারাতে বাধ্য হবে, (৪) সলিম দেশ সমূহ ইসরাইলের সাবসারবিয়েন্ট দেশ এ পরিনত হবে।
Part of the Game Plan Exposed
আল্লাহ ভাল জানেন।
সচেতন হোন - ফোকাস্ড থাকুন - বিভিন্ন ইভেন্টকে ক্লাসিফাই করে বিচার বিশ্লেষন করুন - ইউকে, আমেরিকা ও ইসরাইলের (দ্যা হার্ট এক্সিস অব ওয়ার্ল্ড অর্ডার) স্টেইটমেন্ট ও কাজ ও মিডিয়ার রিপোর্ট - ডিফলী চিন্তা না করে গ্রহন কিংবা বর্জন করবেন না।
বিষয়: বিবিধ
১৫৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন। আল্লাহ কোরান ও তার নবীর হাদিস আমাদের জন্য গাইড হিসাবে, আগামীদিনের সতর্ককারী হিসাবে এবং যখন যা করা উচিত - তা করার পথ নির্দেশ হিসাবে সাথে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আপনি যথার্থই বলেছেন।
মুসলিম উম্মাহর বিরুদ্ধে গত প্রায় এক শতাব্দি ধরে সৌদ পরিবার ওয়াশিংটন এর নির্দেশে যে পরিমান পাপ করেছে - তার যবনিকা হতে যাচ্ছে। ইনশাল্লাহ।
সে সাথে হয়তো আমরা প্রতক্ষ করবো রাসুলের সঃ সেই হাদিসের বাস্তবায়ন - যা ৮ বার বোখারীতে বলা হয়েছে - ওয়াইলুল্লিল --- আরব ------
কোন সন্দেহ নেই।
কঠিন মন্তব্য। বুঝতে পারিনি শুরুটা। অমন কিছু কিভাবে রিলেট করতে চাইছেন?
মন্তব্য করতে লগইন করুন