আম জনতা ও শিয়া সুন্নীর অমিল কি - তা জানে। কিন্তু মিল কি কি তা জানে কি? কেন জানে না?

লিখেছেন লিখেছেন সাদাচোখে ২০ জুলাই, ২০১৫, ০৭:৫৭:৩১ সকাল

বিসমিল্লাহির রহমানুর রাহিম

১। প্রায় ১৪০০ বছর ধরে মোহাম্মদ সঃ এর অনুসারী হিসাবে শিয়া ও সুন্নি মতাবলম্বি মুসলিম এর অবস্থান ইসলামের ইতিহাস দ্বারা প্রমানিত। আলী রাঃ এর প্রতি তথাকথিত অতি ভক্তি ও তা হতে উদ্ভুত ইসলামের মূল বিশ্বাসের বাহিরে অতিরিক্ত কিছু বিশ্বাসকে ধর্মে আত্মীকরনের মাধ্যমে শিয়ারা মূলতঃ সুন্নীদের হতে পৃথক হয়ে আছে। ঐতিহাসিকভাবে শিয়াদেরকে কখনো কোন মেইন স্ট্রীম আলেম কিংবা ওলামা কিংবা কনসেনসাস এর মাধ্যমে অমুসলিম ঘোষনা করেনি। বরং ইতিহাস প্রমান করে অসংখ্য শিয়া মুসলিম - ফ্যাক্টস, ফিগার ও যুক্তির কারনে শিয়া বিশ্বাস ত্যাগ করে সুন্নী বিশ্বাসে বিশ্বাসী হয়েছে - পলিটিক্যাল ও ধর্মীয় নেতৃবৃন্দ পাবলিকলী ডিফারেন্স নিয়ে কথা বলতে না করেছে।

২। ইসরাইলের এক্সপানশান কিংবা বিস্তৃতি, জেরুজালেম হতে আপ কামিং মসীহ (মূলতঃ মসীহ উদ দজ্জাল) এর বিশ্ব শাসনের অদম্য আকাংখাকে বেগবান করতে, এগিয়ে নিতে, বনী ইসরাইলের হারানো মর্যাদাকে সমুন্নত করতে - ইলুমিনাটি কিংবা শয়তান পূজারী জিয়োনিস্ট আন্দোলনের অধুনা পুরোহিতরা আমেরিকা ও তার ইভিল এক্সিস এ আবদ্ধ দেশ সমূহ (ন্যাটো) ৯/১১ নাটকের আড়ালে আফগানিস্থান (যদিও মূল টার্গেট ছিল পাকিস্থান এর নিউক্লিয়ার), ইরাক ও লিবিয়ায় (মূল টার্গেট সাদ্দাম ও গাদ্দাফির অনমনীয় থ্রেটেনিং কারেকটার/পারসোনালিটি) গনহত্যাযজ্ঞের মাধ্যমে দখল করে নিয়ে অর্থনৈতিক, মানবিক সকল সম্পদ ধ্বংশ করে দিয়েছে।

৩। ঐ প্রজেক্ট এর ২য় পর্বে সিরিয়াকে নিঃস্ব ও রিক্ত করতে গিয়ে - আমেরিকার অতি লোভ, আত্মবিশ্বাস এবং এ্যারোগেন্স হতে উদ্ভুত বেগুনি রশ্মি - রাশিয়া ও চায়নার অর্থনৈতিক ও পলিটিক্যাল বঞ্চনা বিশ্ববাসীর সামনে এমন খেলো হিসাবে উপস্থাপিত হয়েছে যে - সেই রাশিয়া ও চায়না বাধ্য হয়ে সিরিয়াকে সাপোর্ট করতে স্ট্যান্ড নিয়েছে এবং ফলশ্রুতিতে সিরিয়ায় গণরক্তক্ষরন চলছেই এবং যা রাসুলুল্লাহ সঃ এর শাম এর জন্য প্রার্থনাকে জাস্টিফাই করে। উম্মাহ তার ইতিহাসে বছরের পর বছর অমন হেল্পলেস রক্তক্ষরন আর কোনদিন দেখেনি।

৪। মসীহ এর শাসনের প্রতি অবসেসড জায়োনিস্ট ইলোমিনাটি রা সিরিয়া প্রজেক্ট এর পরাজয়কে জয়ে পর্যবসিত করতে গত ৩ বছর ধরে পরিকল্পিত ভাবে অনলাইন ও অফলাইন মিডিয়ায় শিয়া ও সুন্নি পক্ষদ্বয়কে মুখোমুখি করার জন্য কাজ করছে। তারা এ নিমিত্তে বাহরাইন ফ্রন্ট খুলেছে, সৌদী পূর্ব ফ্রন্ট খুলেছে, লেবানন, ওয়াশিংটন, জর্ডান সহ বেশ কিছু দেশে সৌদী ও ইরানী এ্যাম্বাসীকে কেন্দ্র করে আক্রমন চালিয়েছে এবং মিডিয়ায় প্রফাগান্ডা চালিয়েছে। সবশেষে বাধ্য হয়ে সৌদিকে প্রক্সি হিসাবে সামনে দাঁড় করিয়ে ইয়েমেনে সংঘাত লাগিয়েছে। উদ্দেশ্য একটাই শিয়া ও সুন্নির মধ্যকার ফাইট সংগঠন ও তার বিস্তৃতি। যাতে তারা শিয়াদেরকে অস্ত্র ও ট্যাকটিক্যাল সাপোর্ট যোগাবে ঠিক যেমন করে আহমদীয়াদেরকে বৃটেন সাপোর্ট যুগিয়েছিল গত শতাব্দীতে - এবং সুন্নীদেরকে শিয়াদের বিরুদ্ধে উত্তেজিত করবে মিডিয়া প্রফাগেশান এর মাধ্যমে - যাতে তারা শিয়া মাইনরিটিকে গনহত্যা করে আর ইরান বাধ্য হয়ে সুন্নীদের হার্টল্যান্ড সমূহে আক্রমন করে।

৫। পরিকল্পনাটি অনেকটা এমন যে - মাইনরিটি শিয়ারা অধুনা অস্ত্র ব্যবহার করে মেজরিটি সুন্নীদের অনেক মানুষ হত্যা করবে আর মেজরিটি সুন্নীরা নন রুলি হয়ে মাইনরিটি শিয়াদেরকে গনহারে জবাই করবে। বিশ্বব্যাপী মানুষরা মুসলিমদের নিঃশৃংসতা দেখবে এবং তাদেরকে ইভিল বই অন্য কিছু আর ভাববে না এবং ঐ সুযোগে ইসরাইল মধ্যপ্রাচ্যকে তার প্রটেকটরেট বানিয়ে নিয়ে শিয়া সুন্নী উভয় গ্রুপকে কীটপতংগের ন্যায় (ক্যামিক্যাল কিংবা বায়োলজীক্যাল অস্ত্র ব্যবহার করে) হত্যা করলেও বিশ্ব বিবেক বলে কোথাও কোন কিছু সাড়া শব্দ করবে না।

৬। আমি শিয়া সুন্নীদের বিষয়টি বোঝার জন্য অল্প কিছু পড়ার ও জানার চেষ্টা করছিলাম বেশ কিছু দিন ধরে। এ নিয়ে বেশ কিছু স্কলারের বক্তব্য শুনেছিলাম, কারো কারো সাথে আলোচনা ও করেছিলাম। আজ সন্ধ্যা হতে শিয়া ও সুন্নীর আকিদা ও প্রাকটিস এর মধ্যে ডিফারেন্স সমূহ চিহ্নিত করছিলাম। সবশেষে ভাবলাম দেখিতো গুগুল এ সার্চ দিয়ে 'শিয়া ও সুন্নীর মধ্যস্থিত সিমিলারিটিসগুলো কি কি'? ইন্টারেস্টিং ব্যাপার হল আমি ডিফারেন্স নিয়ে যত সাইট ও যতটা ডিটেইল পাই, সিমিলারিটিস নিয়ে তা পাই না। অবশেষে একটা পিডিএফ ফাইল পেলাম এই লিন্ক এঃ

Congrational Report

যেখানে Core Beliefs and Shared Practices - এই হেডিং এর আওতায় দুটো মাত্র প্যারাগ্রাফ পেলাম ও পড়লাম। আর ঐ দুটো প্যারাগ্রাফ পড়ার কারনে, তা হতে উদ্ভুত চিন্তা সমূহ বাধ্য করলো এই লিখাটি লিখতে।

৭। আমার প্রত্যাশা অতি সামান্যঃ ইসলাম কে ভালবাসেন ও উম্মাহ নিয়ে ভাবনা চিন্তা করেন অমন ব্যাক্তিত্ব রা এ বিষয়ে একটু নজর দিবেন। এ বিষয়ে তাদের ফলোয়ারদের ও নেটওয়ার্ক কে সাবধান করবেন - যাতে রাসুলুল্লাহ সঃ এর উম্মতের ৭৩ গ্রুপের মেজর দুটো গ্রুপ যেন নিজেদের মধ্যে রক্তপাতে না জড়িয়ে যায়, জিয়োনিস্ট ষঢ়যন্ত্রের ক্রীড়ানকে পরিনত না হয়, কালেমা পড়া মুসলিমরা একে অপরকে হত্যা করে নিজেদের জন্য জাহান্নামকে যেন অবধারিত না করে ফেলে।

আল্লাহ ই শুধু আলটিমেট সত্য জানেন।

বিষয়: বিবিধ

২৩৬৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330752
২০ জুলাই ২০১৫ সকাল ০৮:৫৭
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহই ভালো জানেন
২১ জুলাই ২০১৫ সকাল ০৬:২১
273110
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম। ঠিকই বলেছেন।
330756
২০ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৩
ইসলামী দুনিয়া লিখেছেন : শীয়াদের নিয়ে মুসলিমদের কোন মাথাব্যাথ্যা নেই। বুঝার জন্য আপনি ইরান,লেবানন,ইত্যাদিকে শীয়া বলতে পারেন, আর সৌদি,কুয়েত,আরব আমিরাত,বাহারাইন, উমানকে সুন্নী বলতে পারেন। কিন্তু শীয়া সুন্নির নামের সাথে ইসলামের সর্ম্পক নেই। ইসলামের সর্ম্পক হচ্ছে মুসলিমের সাথে। কারন আল্লাহর নবী সাঃ শীয়া সুন্নি ছিলেন না, বরং তিনি ছিলেন মুসলিম। ধন্যবাদ।
২১ জুলাই ২০১৫ সকাল ০৬:২৩
273111
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
আপনি যথার্থই বলেছেনঃ 'ইসলামের সর্ম্পক হচ্ছে মুসলিমের সাথে। কারন আল্লাহর নবী সাঃ শীয়া সুন্নি ছিলেন না, বরং তিনি ছিলেন মুসলিম'।

আল্লাহর শত্রুদের কাজ ই হল - আল্লাহর বান্দাহদের মধ্যে বিবেদ সৃষ্টি সাপেক্ষে নিধন করা, দূর্বল করা ও এ্যানস্লেইভ করা। ধন্যবাদ।
330759
২০ জুলাই ২০১৫ সকাল ১০:১৩
হতভাগা লিখেছেন : সুন্নী , শিয়া এসব ভাগে পরিচিত না হয়ে একজন মুসলমান হিসেবে পরিচিত হতে চাই ।
হতে চাই ৭৩ ভাগের যে ভাগটা জান্নাতে যাবে তার অংশ হতে ।

নিজে সঠিক পথে আছি মনে করলেও আল্লাহই জানেন আমরা আসলে কোন পথে আছি ।

আল্লাহ আমাদের সঠিক পথ পাবার , সে পথে থাকার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক যেন দান করেন - আমিন।
২১ জুলাই ২০১৫ সকাল ০৬:২৫
273112
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
আল্লাহর এ্যবসুলুট মার্সি ছাড়া এমন ফ্যাতনা ও ফ্যাসাদের যুগে আমাদের আসলেই অন্য কোন বিকল্প নেই।

আল্লাহ আমাদের সঠিক পথ পাবার , সে পথে থাকার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক যেন দান করেন - আমিন।
330778
২০ জুলাই ২০১৫ সকাল ১১:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
ইতিহাসে যে দেখা যায শিয়া সুন্নি বিরোধ ধর্মিয় খেকে রাজনৈতিক ই বেশি। যে ইরান এখন শিয়াদের কেন্দ্র তারা শিয়া মতবাদ গ্রহন করেছিলেন সাফাবিদ বংশেল শাসন অামলে।
২১ জুলাই ২০১৫ সকাল ০৬:৩৩
273113
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম। ঠিকই বলেছেন বিরোধ রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এর ভিন্নতা প্রসুত ছিল।

কিন্তু ইসলামের শত্রুরা সাফল্যের সাথে সে বিরোধকে ধর্মীয় বিরোধের রূপে উম্মাহর মধ্যে প্রতিস্থাপন করছে মিডিয়া দিয়ে। আমি প্রায় ১ ডজনের ও বেশী সৌদীবাসীর সাথে কথা বলেছিলাম গত রমজানে - যাদের প্রথম অভিব্যাক্তিই ছিল ইয়েমেনী শিয়ারা কুফর এবং সৌদি সরকার যথার্থ কাজ করেছে - কিন্তু তারা এর পটভূমি, এর যৌক্তিকতা ও যুদ্ধের বর্তমান অবস্থা ও তার ভবিষ্যত সম্পর্কে কোন আইডিয়াই রাখেনা, জানেনা। যা আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী 'ভীতিকর' মারাত্মক।
330913
২১ জুলাই ২০১৫ রাত ০২:৪২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন।
২১ জুলাই ২০১৫ সকাল ০৬:৩৩
273114
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।

আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন।
২১ জুলাই ২০১৫ সকাল ১১:২৯
273140
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু
331028
২১ জুলাই ২০১৫ রাত ০৯:৩৯
সময়ের কন্ঠ লিখেছেন : ইসলামে শিয়া সুন্নির কোন স্থান নেই। ইসলামের অনুসারীরা কেবলই মুসলিম।
331029
২১ জুলাই ২০১৫ রাত ০৯:৪২
সময়ের কন্ঠ লিখেছেন : আজকাল মানুষ বোঝে শিয়া বলতে ইরান। আর সুন্নি বলতে সৌদি আরব, সাদ্দাম হোসেন আর আই,এস। শিয়ারা উগ্রবাদী আর সুন্নিরা মার্কিণ-ইসরাইলবাদী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File