ইরান-পি৫+১ চুক্তিঃ মধ্যপ্রাচ্যের পুনর্বিন্যাস, মুসলিম রক্তক্ষরন তরান্বিত?
লিখেছেন লিখেছেন সাদাচোখে ১৫ জুলাই, ২০১৫, ০৩:৫৬:৪৭ দুপুর
বিসমিল্লাহির রহমানুর রাহিম।
বহুল প্রতিক্ষীত ইরান বনাম পি৫+১ চুক্তি অবশেষে সমাপ্ত হল। এ চুক্তি যে পজেটিভলী সম্পন্ন হবে তার বেশ কিছু ইংগিত - ঐ সমস্ত বিশ্লেষকদের আলোচনায় ও লিখায় বিমূর্ত হয়ে উঠেছিল - যারা ইংলিশ স্পীকিং বৃটিশ ও আমেরিকার শঠতা, প্রতারনা, বন্ধু ও শত্রু সম্পর্ক বিনির্মান, শেইপিং ও রিশেইপিং সম্পর্কে ওয়াকেবহাল। যারা ঐ দুটি প্রতারনায় পরিপূর্ন দেশের সাথে ইসরাইলের গভীর ও নিবিড় নাড়ীর সম্পর্ক সন্মন্ধে পরিষ্কার একটি ধারনা রাখেন এবং সর্বোতভাবে উল্লেখিত দেশ তিনটির 'জেরুজালেম' কেন্দ্রিক - বিশ্বকে শাসন ও শোষন করার খায়েশ, অবসেশান ও সে খায়েশ হতে উদ্ভুত কার্যক্রমের প্রগ্রেস সম্পর্কে ওভারঅল ধারনা রাখেন।
এ চুক্তি সচেতন, সেন্সচুয়াল, প্রাকটিসিং, উম্মাহ প্রেমী মুসলিমদের জন্য বিরাট এক শক্ হিসাবে আবির্ভূত হয়েছে। এ চুক্তি মূলতঃ উল্লেখিত ক্যাটাগরীর মুসলিমদের জন্য আরো গভীর কষ্ট ও বেদনার বাতাবরন বয়ে আনতে যাচ্ছে। এ চুক্তি আগামী কয়েক বছরের মধ্যে উক্ত ক্যাটাগরীর মুসলিমদের দম বন্ধ করার মত অবস্থা সৃষ্টি করবে। বিশেষ করে গন হারে মুসলিম হত্যা, রাহাজানী, ফ্যাতনা ও ফ্যাসাদ এর দৃশ্য মিডিয়ায় আছড়ে পড়তে দেখে এবং সে সাথে হোপলেস ও সেন্সলেস মুসলিম লিডারশিপ এর এ্যাকশান ও রিএ্যাকশান দেখে। এ চুক্তি ট্রু মুসলিম মননে মৃত্যু কামনা যেমন অতিরিক্ত হারে জাগাবে তেমনি দুনিয়া বিমুখ করতে সাহায্য করবে - বলে আমার ধারনা।
এ মূহুর্তে পরিবর্তিত যে পরিস্থিতি সমূহ প্রায় দৃশ্যমানঃ
১। ইরান, ১৯৭৯ সাল উত্তর সময়ে - এই প্রথম তার স্বাধীন পলিসি মেকিং করার ক্যাপাসিটি হারাতে চললো এবং অচিরেই ইউএস ও বৃটিশ ইনফ্লুয়েন্সড পলিসি লাইন ফলো করতে বাধ্য হবে এবং পরবর্তিতে ডিকটেটেড পলিসি পালন করতে বাধ্য হবে। এর অর্থ হল ইরান থিয়োলজীক্যাল ডকট্রিন (ফেয়ার ও ট্রান্সপারেন্ট) এর পরিবর্তে গোঁজামিল এর ডকট্রিন ব্যবহার করবে - ঠিক যেমন আজকের মিশর, বাংলাদেশ কিংবা সৌদি পলিসি সমূহ বাস্তবায়ন করা হয়। এর অর্থ ইরান ইনডিস্ক্রিমিনেট পাওয়ার এক্সারসাইজ করবে পাকিস্থান, বাহরাইন, ইরাক, ইয়েমেন, সিরিয়া ও সর্বোপরী সৌদী আরব ও সমমনাদের বিপরীতে।
২। সৌদী আরব - অচিরেই বিভক্ত হবে - নূন্যতম হিজাজ তথা মক্কা ও মদীনা র কন্ট্রোল হারাবে সৌদী শিয়া মুসলিম দের কাছে। জায়োনিস্ট চামচা সৌদী-ওহাবী কোলাবরেটর রা - অচিরেই পলিসি চেইন্জ করবে এবং দুনিয়ার মুসলিমদেরকে জেহাদের ডাক দেবে এবং পরিনতিতে অসংখ্য ট্রু মুসলিম (এবং সে সাথে সহজ সরল সাধারন - দুনিয়া সম্পর্কে অন্ধকারে থাকা মুসলিম) এর মৃত্যু নিশ্চিত হবে।
৩। মেজরিটি সুন্নি মুসলিম অধ্যুষ্যিত 'হট-হেডেড' দেশসমূহ তথা পাকিস্থান, ইয়েমেন, সিরিয়া, সৌদী ও অন্যান্য মধ্যপ্রাচ্যের ক্লায়েন্ট স্টেইট সমূহে শিয়াদের টার্গেট করে - সিআইএ, এমআইসিক্স ও মোসাদের আক্রমন বাড়বে এবং ইরানের উপর প্রেশার বাড়বে ঐ সমস্ত দেশের শিয়াদের আমর্ড করার এবং পরিনতিতে শিয়া সুন্নির ফাইট অনিবার্য হয়ে পড়বে এবং উম্মাহর রক্ত ঝরবে - যা গত ১ যুগ চেষ্টা করেও আমেরিকা ও ইসরাইল করাতে পারেনি এখন তা বছর ঘুরতে না ঘুরতে সক্ষম হবে।
৪। ইরানকে অসম্ভব রকমের ধন ও সম্পদের অধিকারী বানানো হবে কিংবা বলা উচিত গ্লামার হিসাবে দেখানো হবে যাতে পংগপালের মত তথাকথিত নামমাত্র মুসলিমরা আকর্ষিত হবে এবং ইরানকে কেন্দ্র করে স্যেকুলার মিডিয়ার মাধ্যমে নতুন এক কোরাস বা জিগির তোলা হবে সেক্যুলার মুসলিম দেশগুলোতে। ইরান অচিরেই যিয়োনিস্ট কন্ট্রোলিং টুলস্ এর আওতায় পরিপূর্নভাবে আসবে তথা ব্যাংকিং, মুদ্রা, পেট্রোলিয়াম, এ্যানার্জি ও কমিউনিকেশান ইন্ফ্রাস্টাকচার ইত্যাদির আওতায় চলে আসবে - এবং ফলশ্রুতিতে রাষ্ট্র হিসাবে 'অবশ' কিংবা 'জড়' পদার্থে পরিনত হবে।
৫। ইরান ও ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ যে কোন সময়ের চেয়ে অধিকতর দৃৃঢ় করা হবে এবং পাকিস্থানকে শিয়া কিংবা অন্য কোন ইস্যুতে স্যান্ডউইচের মত চেপে ধরা হবে যাতে তারা লিবিয়া কিংবা ইরাক কিংবা সিরিয়ার মত নন নিউক্লিয়ার হতে বাধ্য হয় - কিংবা শিয়া সুন্নি গৃহযুদ্ধের মুখে দমবন্ধ করার মত অবস্থায় পতিত হয় - কিংবা ভুল কোন নিউক্লিয়ার চাল চালতে বাধ্য হয়।
আল্লাহ ভাল জানেন।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিশ্চয়ই আল্লাহ সত্য ও ভাল জানেন।
মানুষ ধারনা করতে পারে, বিচার বিশ্লেষন করতে পারে - কিন্তু তা শতভাগ ভুল যেমন হতে পারে তেমনি পারশিয়ালী সত্য ও হতে পারে আবার কখনো কখনো সঠিক ও হতে পারে।
নিশ্চয়ই আল্লাহ সত্য ও ভাল জানেন।
ইনশাল্লাহ।
এখানে
া
আমি দুঃখিত - এই ভদ্রলোকের স্বস্তা বক্তব্য পুরোটা শোনার মত ধৈর্য ধরতে না পারার জন্য।
শিয়া সুন্নি বিরোধ বৃদ্ধি করার জন্য ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে তাদের। এটাই উদ্দেশ্য। ইরানে সরকার কে অস্থিতিশিল করার প্রয়োজন ও তাই।
মন্তব্য করতে লগইন করুন