মুরসীর মৃত্যুদন্ডঃ এরদোগান এর মন্তব্য - আমার ভাবনা
লিখেছেন লিখেছেন সাদাচোখে ১৭ মে, ২০১৫, ০১:১১:০৮ রাত
আসসালামুআলাইকুম।
ব্লগ মূলতঃ আমার কাছে বিভিন্ন ঘটনা পরম্পরায় অন্তরে সৃষ্ট ক্ষোভ, দুঃখ, ক্রোধ, ভালবাসা ইত্যাকার অনুভূতি প্রশমনের টুলস্ হিসাবে কাজ করে। ৯৯% সময়ই আমি লিখার পর রিভাইজ করিনা। করলে পর সে পোষ্ট এর ঠিকানা হয় ড্রাফট পোষ্ট। সো আমার ড্রাফট পোষ্ট এর কলেবর বাড়তে বাড়তে লিটারেলী জ্যাম লেগে গেছে।
যাইহোক, একটু আগে মুরসীর মৃত্যুদন্ডের উপর ইয়াহুর একটা লিন্ক পড়ে ক্ষোভ প্রশমনের নিমিত্তে নতুন ব্লগ লিখুন এ ক্লিক। যে লিখায় রিসিপ তাইয়েফ এরদোগান এর কমেন্ট টিকে হেডলাইন করেছে এই ভাবে;
মিশর - প্রাচীন মিশরে ফিরছে।
Verdict on President Mursi
লিখাটি পড়ে দুঃখের পাশাপাশি আমি আমাদের ইসলামিক এ্যাক্টিভিস্ট ভাইদের জন্য অমন এক কষ্ট অনুভব করছিলাম - কেন আমার ভাইরা ওনাদের থট প্রসেস কে এমন একটা এ্যাডভান্স লেভেল এ নিচ্ছেন না - যাতে তারা মূল এ্যাক্টরের চরিত্র ও বৈশিষ্ট্য নির্নয় করতে পারবেন? আমার কাছে কেবল ই মনে হয় - ওনারা দুনিয়াবী বিষয়াবলীকে (পলিটিক্স, ইকোনোমিক্স, ডিফেন্স, জুডিশিয়ারী, ইডুকেশান, অধুনা রিলিজিয়ন (কোরান হাদীস নয়) ইত্যাদি) দুনিয়াবী স্ট্যান্ডার্ড শিক্ষা দিয়ে বিচার বিশ্লেষন করছেন, ক্যালকুলেশান করছেন, আলাপ আলোচনা করছেন, সচেতনতা সৃষ্টিতে ব্যস্ত আছেন। ওনারা কোন ভাবেই রি ডু - পুনঃ পর্যালোচনা করছেন না এবং সেই নিমিত্তে কোরান ও হাদীসকে সত্য ও মিথ্যার মানদন্ডে ফেলতে চাইছেন না।
সো ওনারা দেখতেই পারছেন নাঃ
১। একটা ডিসিপটিভ (প্রতারনাপূর্ন) শক্তি ওভার অল দুনিয়াকে পরিচালিত করছে। এই যেমন ঐতিহাসিক ক্লাইভ এর সিরাজউদ্দৌলা > মীরজাফর ও পরবর্তী ইতিহাস, বৃটেনের অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা > হেজাজ এর শরীফ হোসেন > সৌদ পরিবারের ইতিহাস।
২। সিমিলারলী আজকের মিশরের মোবারক > গনতন্ত্র > মুরসী > সিসিকে না এবং এখন সিসিকে হ্যা র গল্প কিংবা বাংলাদেশের যুদ্ধাপরাধী বিচার > ফাসীতে না > হেফাজত উপাখ্যান > সুষ্ঠ নির্বাচনের আন্দোলন > ২০১৪ এর নির্বাচন > অবরোধ > এবং সব শেষে সিটি কর্পোরেশান নির্বাচন এ ছায়া বৃটেনের প্রতারনায় ভরপুর আমেরিকার ইতিহাস।
৩। আমাদের ইসলামিক চিন্তাবিদরা আমাদের আলেমরা - কেন যে এই হঠকারী চরিত্রগুলো জনসন্মুখে আনতেই পারছেন না (হয়তো যারা পারছেন - আমাদের কান পয্যন্ত তা পৌছাচ্ছে না) - যাতে আমরা সচেতন হই।
৪। বৃহত পিকচারটি একটা সিংগেল ডেস্কটপে আনার জন্য কাজ করা দরকার - কিন্তু কে করবে? কে তা বহুভাষাভাষি মুসলিম এর দরবারে পৌছাবে? অথচ ১০০ বছর আগে লিটারেলী প্রত্যেক মুসলিম ই কিনা আরবী জানতাম। কে আমাদের কাছ হতে ঐ আরবী ভাষা ছিনিয়ে নিল?
৫। আমার কাছে মনে হয় গত ১০০ প্লাস বছরে, বিশেষ করে ফেরাউনের লাশ আবিষ্কারের পর হতে - বৃটেন, আমেরিকার ও ইসরাইলের সাথে বিশ্বের অপরাপর দেশের যে আন্তরাষ্ট্রীয় কিংবা বিশ্বসংস্থাকে ব্যবহার করে যা কিছু হয়েছে তার একটা বৈশিষ্ট্য কিংবা প্যাটার্ন দাঁড় করানো দরকার। এ্যাটলিস্ট কি ঘটনা সমূহ সামনে এনে।
আর তারপর কোরান ও হাদীসের আলোকে শয়তানের কারেক্টারস্টিক্স ও ক্যাপাসিটি এবং দজ্জালের কারেকটারস্টিক্স ও ক্যাপাসিটিকে দুটো আলাদা কলামে প্যারালালী দাঁড় করাতে পারলে - আমরা একটা চমৎকার আই ওপেনিং চিত্র পাব।
কাল কেয়ামতের কঠিন সময়ে আমি নিশ্চয়ই আফসুস করবো কেন আর একটু বেশী এবাদত বন্দেগী করিনি, কেন আর একটু বেশী নফল এবাদত করিনি কিংবা দ্বীন এর জন্য সময় দেইনি। কিন্তু আজ আমার আক্ষেপ হয় - কেন আমি কলেজ ভার্সিটির শিক্ষা নিয়েছি, কেন নূন্যতম ইসলামিক জ্ঞানটি নেইনি কেন কোরানের ভাষা আরবীটা রপ্ত করিনি। ওহ আল্লাহ আমার জন্য আরবী শেখাটা সহজ করে দিন।
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা কোন সার্টিফাইড স্বীকৃত ভাষা নয়। এটা একান্তই আমার সামর্থ্যানুযায়ী দ্রুতলয়ে - আমারই মনের ভাব প্রকাশের ভাষা।
আমার এই সীমাবদ্ধতা আপনাকে আহত করলে আমি দুঃখ প্রকাশ করছি।
ধন্যবাদ।
আমীন।
মুসলিমদের এমন দূর্দশার মূল কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া! ইসলাম জানার প্রধান মাধ্যম 'আরবী ভাষা' যা আমরা শিখতে পারিনি!
আল্লাহ আমাদের স হায় হোন-আমিন!!
ইসলাম বুঝে শুধু আপনার মত আরবী জানা কিছু গিরগিট প্রজাতির মিসকিন মুমিন।
কিন্তু সে সাথে ভাবার বিষয়, কে বা কারা কিভাবে আমাদেরকে আরবী শিখতে দেয়নি - তথা আরবীকে গ্রাজুয়ালী গৌন করেছে আর দুনিয়ার উন্নতি সুযোগ সুবিধাকে মুখ্য করেছে এবং তার জন্য আমাদের পিতা ও প্রপিতাকে সফটলী পুস করেছে - সেক্যুলার শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে।
আমিন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
আসসালামুআলাইকুম।
চালিয়ে যান ভাই। জাজাকাল্লাহ খাইর
ধন্যবাদ। আপনার লিখা গুলো গত কয়দিন পড়া হয়নি। আজ চেষ্টা করবো ইনশাল্লাহ্।
এ বিষয় সমূহ ফ্যাক্টচুয়ালী লিখার জন্য দরকার কোরান ও হাদীসের ভান্ডার। সবচেয়ে বেশী অভাব অনুভব করি আরবী না জানা। আপনার সংগ্রহ ও সংগ্রহ করার ক্যাপাসিটি আমার ভাল লেগেছে - আপনি যদি সময় করে এ নিয়ে গবেষনা করতেন এবং লিখালিখি করতেন খুব ভাল হত। আমি আগে বুড়া মিয়া নামে একজন ব্লগারকে পেয়েছিলাম - যার লিখার ক্যাপাসিটি আমার ভাল লেগেছিল।
ব্লগ যদি সামহাউ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান হত - তবে আমার জন্য অনেক সহজ হত।
আল্লাহ আমাদের মাফ করুন।
আসসালামু’আলাইকুম। জাযাকাল্লাহী খাইরান।
আলজিরিয়া দখলের শতবর্ষ পূর্তিতে ফরাসী ঔপনিবেশিক গভর্ণর বলেছিলেন, যদি আমরা তাদের উপর বিজয়ী হতে চাই তবে তাদের মাঝ থেকে আরবী কোরআন সরিয়ে ফেলা এবং তাদের জিহবা থেকে আরবী ভাষা সরিয়ে ফেলা এক অবশ্য করণীয় কর্তব্য।
তাই আমাদের জাগ্রত হওয়া দরকার ভোগ বিলাসীতা থেকে।
আমরা এখনও সচেতন হয়ে ভূমিকা রাখলে মহান আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন ইনশা’আল্লাহ।
এটি এক বহু বরকতসম্পন্ন কিতাব যা আমরা তোমার প্রতি নাযিল করেছি, যেন লোকেরা এর আয়াতগুলো সম্পর্কে চিন্তা-ভাবনা করে এবং জ্ঞান-বুদ্ধি ও বিবেকসম্পন্ন লোকেরা তা হতে সতর্কবাণী গ্রহণ করে।
সূরা সা’দ: ২৯
আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।
আপনার মন্তব্য পড়তে গিয়ে চোখে ভাসছিল
কি ই না ভাল হত - যদি বাংলাদেশের আনাচে কানাচে কোন একটা ইসলামিক সংগঠন 'ইসলামীক ফ্রি স্কুল' চালাতো - যার টিচার হত কোন একটা মাদ্রাসার ১, ২, ৩, ৪ জন স্টুডেন্ট। যার ছাত্র হত যে কোন আগ্রহী ওয়াক ইন মানুষ (তা রিক্সা ওয়ালা হোক, কামলা হোক কিংবা ব্যবসায়ী কিংবা শহর ফেরত)। টিচিং এর দায়িত্ব হত প্রতিদিন মাত্র ২ হতে টা কোরানের ওয়ার্ড অর্থ সহ মুখস্থ করানো।
১ বছর ও লাগতো না অসংখ্য মানুষ কায় ক্লেশ ছাড়াই ৪০ - ৫০% কোরান এর অনুবাদ বুঝতে পারতো, নামাজে ইমাম এর তেলাওয়াত শুনে বরফের ন্যায় গলে গলে গুমরে গুমরে কাঁদতো।
আসসালামুআলাইকুম।
জাজাকাল্ললাহ...
প্রশ্ন, কে দায়িত্ব নেবে?
মুরসীর পর পরবর্তী আশা ছিল এরদোগান বাট তার অবস্থাও ইয়া নফসি, ইয়া নফসি!
দরকার মুসলমান হিসেবে আমাদের সকলের সঠীন জ্ঞান এবং মূনাফিকতা থেকে বেরিয়ে আসা, তাহলেই পাব সেই হারানো সম্মান ও মর্যাদা।
আমার ধারনা মতে আমাদের উচিত আমাদের আলেম ওলামাদের কে এ্যাম্পাওয়ার করা, ওনাদেরকে সামনে আনার জন্য কাজ করা, ওনাদেরকে গভীর ঘুম হতে জাগিয়ে তোলা এবং আমাদের চোখ, আমাদের কান ও আমাদের চিন্তা ও ভাবনা ওনাদের সাথে শেয়ার করা - এতে করে ওনাদের কোরান ও হাদীসে জ্ঞান পূর্নতা পাবে এবং আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারবে।
স্যেকুলার জ্ঞান দিয়ে প্রয়োজনমত ইসলামকে এনে জগৎ সংসার চালানো যায়না - বরং ইসলামিক জ্ঞান কে আজকের পৃথিবীর উপর প্রতিফলিত করে জগৎ সংসার সহজে চালানো যায়।
চমৎকার বলেছেন, 'দরকার মুসলমান হিসেবে আমাদের সকলের সঠীন জ্ঞান এবং মূনাফিকতা থেকে বেরিয়ে আসা, তাহলেই পাব সেই হারানো সম্মান ও মর্যাদা।'
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন