মুরসীর মৃত্যুদন্ডঃ এরদোগান এর মন্তব্য - আমার ভাবনা

লিখেছেন লিখেছেন সাদাচোখে ১৭ মে, ২০১৫, ০১:১১:০৮ রাত

আসসালামুআলাইকুম।

ব্লগ মূলতঃ আমার কাছে বিভিন্ন ঘটনা পরম্পরায় অন্তরে সৃষ্ট ক্ষোভ, দুঃখ, ক্রোধ, ভালবাসা ইত্যাকার অনুভূতি প্রশমনের টুলস্‌ হিসাবে কাজ করে। ৯৯% সময়ই আমি লিখার পর রিভাইজ করিনা। করলে পর সে পোষ্ট এর ঠিকানা হয় ড্রাফট পোষ্ট। সো আমার ড্রাফট পোষ্ট এর কলেবর বাড়তে বাড়তে লিটারেলী জ্যাম লেগে গেছে।

যাইহোক, একটু আগে মুরসীর মৃত্যুদন্ডের উপর ইয়াহুর একটা লিন্ক পড়ে ক্ষোভ প্রশমনের নিমিত্তে নতুন ব্লগ লিখুন এ ক্লিক। যে লিখায় রিসিপ তাইয়েফ এরদোগান এর কমেন্ট টিকে হেডলাইন করেছে এই ভাবে;

মিশর - প্রাচীন মিশরে ফিরছে।

Verdict on President Mursi

লিখাটি পড়ে দুঃখের পাশাপাশি আমি আমাদের ইসলামিক এ্যাক্টিভিস্ট ভাইদের জন্য অমন এক কষ্ট অনুভব করছিলাম - কেন আমার ভাইরা ওনাদের থট প্রসেস কে এমন একটা এ্যাডভান্স লেভেল এ নিচ্ছেন না - যাতে তারা মূল এ্যাক্টরের চরিত্র ও বৈশিষ্ট্য নির্নয় করতে পারবেন? আমার কাছে কেবল ই মনে হয় - ওনারা দুনিয়াবী বিষয়াবলীকে (পলিটিক্স, ইকোনোমিক্স, ডিফেন্স, জুডিশিয়ারী, ইডুকেশান, অধুনা রিলিজিয়ন (কোরান হাদীস নয়) ইত্যাদি) দুনিয়াবী স্ট্যান্ডার্ড শিক্ষা দিয়ে বিচার বিশ্লেষন করছেন, ক্যালকুলেশান করছেন, আলাপ আলোচনা করছেন, সচেতনতা সৃষ্টিতে ব্যস্ত আছেন। ওনারা কোন ভাবেই রি ডু - পুনঃ পর্যালোচনা করছেন না এবং সেই নিমিত্তে কোরান ও হাদীসকে সত্য ও মিথ্যার মানদন্ডে ফেলতে চাইছেন না।

সো ওনারা দেখতেই পারছেন নাঃ

১। একটা ডিসিপটিভ (প্রতারনাপূর্ন) শক্তি ওভার অল দুনিয়াকে পরিচালিত করছে। এই যেমন ঐতিহাসিক ক্লাইভ এর সিরাজউদ্দৌলা > মীরজাফর ও পরবর্তী ইতিহাস, বৃটেনের অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা > হেজাজ এর শরীফ হোসেন > সৌদ পরিবারের ইতিহাস।

২। সিমিলারলী আজকের মিশরের মোবারক > গনতন্ত্র > মুরসী > সিসিকে না এবং এখন সিসিকে হ্যা র গল্প কিংবা বাংলাদেশের যুদ্ধাপরাধী বিচার > ফাসীতে না > হেফাজত উপাখ্যান > সুষ্ঠ নির্বাচনের আন্দোলন > ২০১৪ এর নির্বাচন > অবরোধ > এবং সব শেষে সিটি কর্পোরেশান নির্বাচন এ ছায়া বৃটেনের প্রতারনায় ভরপুর আমেরিকার ইতিহাস।

৩। আমাদের ইসলামিক চিন্তাবিদরা আমাদের আলেমরা - কেন যে এই হঠকারী চরিত্রগুলো জনসন্মুখে আনতেই পারছেন না (হয়তো যারা পারছেন - আমাদের কান পয্যন্ত তা পৌছাচ্ছে না) - যাতে আমরা সচেতন হই।

৪। বৃহত পিকচারটি একটা সিংগেল ডেস্কটপে আনার জন্য কাজ করা দরকার - কিন্তু কে করবে? কে তা বহুভাষাভাষি মুসলিম এর দরবারে পৌছাবে? অথচ ১০০ বছর আগে লিটারেলী প্রত্যেক মুসলিম ই কিনা আরবী জানতাম। কে আমাদের কাছ হতে ঐ আরবী ভাষা ছিনিয়ে নিল?

৫। আমার কাছে মনে হয় গত ১০০ প্লাস বছরে, বিশেষ করে ফেরাউনের লাশ আবিষ্কারের পর হতে - বৃটেন, আমেরিকার ও ইসরাইলের সাথে বিশ্বের অপরাপর দেশের যে আন্তরাষ্ট্রীয় কিংবা বিশ্বসংস্থাকে ব্যবহার করে যা কিছু হয়েছে তার একটা বৈশিষ্ট্য কিংবা প্যাটার্ন দাঁড় করানো দরকার। এ্যাটলিস্ট কি ঘটনা সমূহ সামনে এনে।

আর তারপর কোরান ও হাদীসের আলোকে শয়তানের কারেক্টারস্টিক্স ও ক্যাপাসিটি এবং দজ্জালের কারেকটারস্টিক্স ও ক্যাপাসিটিকে দুটো আলাদা কলামে প্যারালালী দাঁড় করাতে পারলে - আমরা একটা চমৎকার আই ওপেনিং চিত্র পাব।

কাল কেয়ামতের কঠিন সময়ে আমি নিশ্চয়ই আফসুস করবো কেন আর একটু বেশী এবাদত বন্দেগী করিনি, কেন আর একটু বেশী নফল এবাদত করিনি কিংবা দ্বীন এর জন্য সময় দেইনি। কিন্তু আজ আমার আক্ষেপ হয় - কেন আমি কলেজ ভার্সিটির শিক্ষা নিয়েছি, কেন নূন্যতম ইসলামিক জ্ঞানটি নেইনি কেন কোরানের ভাষা আরবীটা রপ্ত করিনি। ওহ আল্লাহ আমার জন্য আরবী শেখাটা সহজ করে দিন।

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320455
১৭ মে ২০১৫ রাত ০১:৩৫
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : কোরান ও হাদীসের আলোকে শয়তানের কারেক্টারস্টিক্স ও ক্যাপাসিটি এবং দজ্জালের কারেকটারস্টিক্স ও ক্যাপাসিটিকে দুটো আলাদা কলামে প্যারালালী দাঁড় করাতে পারলে - আমরা একটা চমৎকার আই ওপেনিং চিত্র পাব। ---------------- এই বাক্যটা কোন ভাষায় লেখা ? - দয়া করে বলবেন কি ?
১৭ মে ২০১৫ রাত ০৪:১১
261529
সাদাচোখে লিখেছেন : আপনার প্রশ্নটা - আমার মধ্যে ৩০/৩৫ বছর আগে - আমার ক্লাসের জোড় বেতওয়ালা বাংলা ব্যাকরন শিক্ষকের সুনজরে এলে যে ভীতি তৈরি করতো অমন বোধ তৈরী করেছে।

এটা কোন সার্টিফাইড স্বীকৃত ভাষা নয়। এটা একান্তই আমার সামর্থ্যানুযায়ী দ্রুতলয়ে - আমারই মনের ভাব প্রকাশের ভাষা।

আমার এই সীমাবদ্ধতা আপনাকে আহত করলে আমি দুঃখ প্রকাশ করছি।

ধন্যবাদ।
320476
১৭ মে ২০১৫ রাত ০২:৫০
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ আপনার জন্য আরবী শেখাটা সহজ করে দিন। আমীন।
১৭ মে ২০১৫ রাত ০৪:১২
261530
সাদাচোখে লিখেছেন : ওয়ালাইকুম আস্‌সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরাকাতুহু।

আমীন।
320481
১৭ মে ২০১৫ রাত ০৪:৫১
কাহাফ লিখেছেন :
মুসলিমদের এমন দূর্দশার মূল কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া! ইসলাম জানার প্রধান মাধ্যম 'আরবী ভাষা' যা আমরা শিখতে পারিনি!
আল্লাহ আমাদের স হায় হোন-আমিন!!
১৭ মে ২০১৫ রাত ০৯:৫৭
261720
নীলাঞ্জনা লিখেছেন : দুঃখ করে কি করবেন! পৃথিবীর ৯৭% মানুষ আল্লার আরবী ভাষা বুঝে না।
১৭ মে ২০১৫ রাত ১০:০২
261721
নীলাঞ্জনা লিখেছেন : তবে মধ্যপ্রাচ্যের আরবী ভাষাভাষি আবুলাহাব, আবু জেহেল, ইয়াজিদ, মুয়াবিয়া থেকে শুরু করে আজতক আরবীওয়ালারাও ইসলাম বুঝতে পারে না।

ইসলাম বুঝে শুধু আপনার মত আরবী জানা কিছু গিরগিট প্রজাতির মিসকিন মুমিন।
১৮ মে ২০১৫ রাত ০২:০৬
261759
সাদাচোখে লিখেছেন : @ কাহাফঃ আপনি যথার্থই বলেছেন। অবশ্যই আরবী না শেখা আমাদের ব্যার্থতা এবং আমরা এর দায় অস্বীকার করিনা।

কিন্তু সে সাথে ভাবার বিষয়, কে বা কারা কিভাবে আমাদেরকে আরবী শিখতে দেয়নি - তথা আরবীকে গ্রাজুয়ালী গৌন করেছে আর দুনিয়ার উন্নতি সুযোগ সুবিধাকে মুখ্য করেছে এবং তার জন্য আমাদের পিতা ও প্রপিতাকে সফটলী পুস করেছে - সেক্যুলার শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে।

আমিন।
ধন্যবাদ।
320543
১৭ মে ২০১৫ দুপুর ০১:৫০
হোসেন খিলজী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ মে ২০১৫ রাত ০২:০৭
261760
সাদাচোখে লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
ভালো থাকবেন।
আসসালামুআলাইকুম।
320696
১৮ মে ২০১৫ রাত ০২:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাইরে কাল kabita post karbo, pore niben..apnar likha darun hoece!! ধন্যবাদ..
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
266427
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম। ইনশাল্লাহ্‌।
320713
১৮ মে ২০১৫ সকাল ০৬:৪১
কায়সার আহমেদ (কায়েস) লিখেছেন : মাসাআল্লাহ। অসাধারণ লিখেছেন ভাই কিন্ত এখানেও অনেকে আপনের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য বুঝতে পারছে না।

চালিয়ে যান ভাই। জাজাকাল্লাহ খাইর
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
266428
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
ধন্যবাদ। আপনার লিখা গুলো গত কয়দিন পড়া হয়নি। আজ চেষ্টা করবো ইনশাল্লাহ্‌।
324596
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। যেসব বিষয় নিয়ে কথা বলা বাদ দিয়েছিলাম আপনার লেখা পড়ে সেসব বিষয় নিয়ে আবার কিছু বলতে ইচ্ছে হচ্ছে। আসলে ঈমান দূর্বল হয়ে পরেছে তাই ইসলাম নিয়ে লেখার এখন সাহস হয়না। কারণ এর পরে যে পরীক্ষায় পরব আমি তাতেই শেষ হব। আল্লাহ আপনাকে এসব বিষয়গুলো আরো গুছিয়ে পাঠকের সামনে তুলে ধরার তৌফিক দান করুক। আমীন।
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
266431
সাদাচোখে লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।

এ বিষয় সমূহ ফ্যাক্টচুয়ালী লিখার জন্য দরকার কোরান ও হাদীসের ভান্ডার। সবচেয়ে বেশী অভাব অনুভব করি আরবী না জানা। আপনার সংগ্রহ ও সংগ্রহ করার ক্যাপাসিটি আমার ভাল লেগেছে - আপনি যদি সময় করে এ নিয়ে গবেষনা করতেন এবং লিখালিখি করতেন খুব ভাল হত। আমি আগে বুড়া মিয়া নামে একজন ব্লগারকে পেয়েছিলাম - যার লিখার ক্যাপাসিটি আমার ভাল লেগেছিল।

ব্লগ যদি সামহাউ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান হত - তবে আমার জন্য অনেক সহজ হত।
০৪ জুন ২০১৫ রাত ১১:২৬
266543
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ধন্যবাদ ভাইয়া। আমার ফয়সাল ভাইয়া আমাকে বলেছিলেন, যদি দেখিস ঈমান দূর্বল তাহলে এসব নিয়ে লেখালেখি করবিনা তাহলে আল্লাহ কঠিন পরীক্ষায় ফেলবে। কারণ তুই যা প্রচার করছিস তার নেতৃত্ব দেয়ার মত যোগ্যতা তোর আছে কিনা? বিপদে তুই ধৈর্য্য ধরতে পারিস কিনা? এসব আল্লাহ অবশ্যই পরীক্ষা করবে তোকে বড় বিপদে ফেলে। কিন্তু ঈমান দূর্বল হলে, নিজের প্রতি আস্হা না থাকলে এসব নিয়ে না বলাই ভাল কারণ তুই সেই বিপদে ধৈর্য্য ধরতে পারবিনা পরে আরো ঈমানহারা হয়ে যাবি। ফয়সাল ভাইয়ার কথাটা সত্যি ছিল। আমি বেশ কিছু বিপদে পরেছিলাম কিন্তু সেই বিপদে ধৈর্য্য ধরার মত ঈমান সত্যিই আমার ছিলনা তাই আমি এখন এসব নিয়ে কথা বলতে চাইনা। আপনি আমাকে গণতন্ত্র নিয়ে একটা লেখার অনুরোধ জানিয়েছিলেন তাই সম্ভবত আমি সেটা নিয়ে কিছুটা লেখার সাহস করেছিলাম নাহলে সেটাও লেখতাম না। শুধু এটুকু বলতে পারি আপনি যা লিখছেন বা দাজ্জাল ও ইয়াজুজ-মাজুজ নিয়ে আপনার যে চিন্তাধারা তা অনেকটাই সত্যের কাছাকাছি। আপনি যেগুলো বলছেন তার প্রত্যেকটি কোরান-হাদিস দিয়ে সত্যতা যাচাই করা যায়। Good Luck Good Luck
324597
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : লেখাটা প্রিয়দের পড়ার আমন্ত্রণ জানালাম।
০৪ জুন ২০১৫ রাত ১০:২৭
266521
অবাক মুসাফীর লিখেছেন : আগেই পড়েছিলাম... Happy
324621
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ।ভাই আপনি যথাযথ বলেছেন। আমরা মুসলমান কিন্তু আমরা কোরানটাই বুঝি না বা বোঝবার চেষ্টা করি না।
আল্লাহ আমাদের মাফ করুন।
১০
324623
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
শেখের পোলা লিখেছেন : আরবী কোরআনের ভাষা আর কোরআনকে আল্লাহ তার ওয়াদা মোতাবেক অবশ্যই সহজ করে দিয়েছেন৷ফরাসী বিজ্ঞানী অনেক বয়সে কোরআন বোঝার জন্য আরবী শিখেছেন৷ এমন অনেকেই আছেন৷অতএব, আমরা কেন পারিনা? আপনার যৌক্তিক লেখাটি ভাল লাগল৷ধন্যবাদ৷
১১
324757
০৫ জুন ২০১৫ সকাল ০৫:৩৪
লজিকাল ভাইছা লিখেছেন : সুন্দর পোস্ট। বিষয় বস্তু ভাল কিন্তু শিরোনাম অন্য কিছু হলে ভাল হত।
১২
325137
১১ জুন ২০১৫ সকাল ০৯:২৫
মিশু লিখেছেন :
আসসালামু’আলাইকুম। জাযাকাল্লাহী খাইরান।
আলজিরিয়া দখলের শতবর্ষ পূর্তিতে ফরাসী ঔপনিবেশিক গভর্ণর বলেছিলেন, যদি আমরা তাদের উপর বিজয়ী হতে চাই তবে তাদের মাঝ থেকে আরবী কোরআন সরিয়ে ফেলা এবং তাদের জিহবা থেকে আরবী ভাষা সরিয়ে ফেলা এক অবশ্য করণীয় কর্তব্য।
তাই আমাদের জাগ্রত হওয়া দরকার ভোগ বিলাসীতা থেকে।
আমরা এখনও সচেতন হয়ে ভূমিকা রাখলে মহান আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন ইনশা’আল্লাহ।

এটি এক বহু বরকতসম্পন্ন কিতাব যা আমরা তোমার প্রতি নাযিল করেছি, যেন লোকেরা এর আয়াতগুলো সম্পর্কে চিন্তা-ভাবনা করে এবং জ্ঞান-বুদ্ধি ও বিবেকসম্পন্ন লোকেরা তা হতে সতর্কবাণী গ্রহণ করে।
সূরা সা’দ: ২৯
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১০
267276
সাদাচোখে লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।

আপনার মন্তব্য পড়তে গিয়ে চোখে ভাসছিল

কি ই না ভাল হত - যদি বাংলাদেশের আনাচে কানাচে কোন একটা ইসলামিক সংগঠন 'ইসলামীক ফ্রি স্কুল' চালাতো - যার টিচার হত কোন একটা মাদ্রাসার ১, ২, ৩, ৪ জন স্টুডেন্ট। যার ছাত্র হত যে কোন আগ্রহী ওয়াক ইন মানুষ (তা রিক্সা ওয়ালা হোক, কামলা হোক কিংবা ব্যবসায়ী কিংবা শহর ফেরত)। টিচিং এর দায়িত্ব হত প্রতিদিন মাত্র ২ হতে টা কোরানের ওয়ার্ড অর্থ সহ মুখস্থ করানো।

১ বছর ও লাগতো না অসংখ্য মানুষ কায় ক্লেশ ছাড়াই ৪০ - ৫০% কোরান এর অনুবাদ বুঝতে পারতো, নামাজে ইমাম এর তেলাওয়াত শুনে বরফের ন্যায় গলে গলে গুমরে গুমরে কাঁদতো।
১৩
326219
১৬ জুন ২০১৫ রাত ০৮:৩২
নারী লিখেছেন : আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক।এই ইচ্ছা আমারও।
১৬ জুন ২০১৫ রাত ০৮:৫০
268522
সাদাচোখে লিখেছেন : আমিন।
আসসালামুআলাইকুম।
১৪
342002
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪১
nirvik sottobadi লিখেছেন : সচেতনতা মুলক পোস্ট।
জাজাকাল্ললাহ...
প্রশ্ন, কে দায়িত্ব নেবে?
মুরসীর পর পরবর্তী আশা ছিল এরদোগান বাট তার অবস্থাও ইয়া নফসি, ইয়া নফসি!
দরকার মুসলমান হিসেবে আমাদের সকলের সঠীন জ্ঞান এবং মূনাফিকতা থেকে বেরিয়ে আসা, তাহলেই পাব সেই হারানো সম্মান ও মর্যাদা।
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১২
283346
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
আমার ধারনা মতে আমাদের উচিত আমাদের আলেম ওলামাদের কে এ্যাম্পাওয়ার করা, ওনাদেরকে সামনে আনার জন্য কাজ করা, ওনাদেরকে গভীর ঘুম হতে জাগিয়ে তোলা এবং আমাদের চোখ, আমাদের কান ও আমাদের চিন্তা ও ভাবনা ওনাদের সাথে শেয়ার করা - এতে করে ওনাদের কোরান ও হাদীসে জ্ঞান পূর্নতা পাবে এবং আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারবে।

স্যেকুলার জ্ঞান দিয়ে প্রয়োজনমত ইসলামকে এনে জগৎ সংসার চালানো যায়না - বরং ইসলামিক জ্ঞান কে আজকের পৃথিবীর উপর প্রতিফলিত করে জগৎ সংসার সহজে চালানো যায়।

চমৎকার বলেছেন, 'দরকার মুসলমান হিসেবে আমাদের সকলের সঠীন জ্ঞান এবং মূনাফিকতা থেকে বেরিয়ে আসা, তাহলেই পাব সেই হারানো সম্মান ও মর্যাদা।'

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File