সার্বভৌমত্ব, গণতন্ত্র, পুজিবাদ, মানবাধিকার, সংসদ এর নীট আউটপুট।
লিখেছেন লিখেছেন সাদাচোখে ১৫ মে, ২০১৫, ০৪:৪১:৫৩ বিকাল
বিসমিল্লাহির রহমানুর রাহিম।
স্রষ্টা বরাবর তার সৃষ্টি ইনসানকে পরিষ্কারভাবেই জানিয়েছেন - এই ভূখন্ড যেখানে তুমি চরে বেড়াবে - তার আলটিমেইট মালিকানা কিংবা সার্বভৌমত্ব শুধু মাত্র আমার স্রষ্টার। আমার আইন, আমার অর্থনীতি, আমার দেওয়া অধিকার নয় বরং আমার দেয়া দায়িত্ব মেনে তোমরা বসবাস কর, পারস্পরিক সম্পর্ক বিনির্মান কর।
A written portrait of the Dajjalic World
কিন্তু আমাদের স্যেকুলার নীচু মন (অন্য স্বত্তার ইনফ্লুয়েন্সে - দজ্জাল বললাম না - ফোর্স করা স্বত্তেও, ইয়াজুজ মাজুজের প্রবৃত্তির কথাও বললাম না - যদিও তাদের কারেকটারস্টিক্স এ্যাডপ্ট করা স্বত্তেও) - স্রষ্টার ঐ ভূখন্ড সমূহ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করেই শুধু নেয়নি - স্রষ্টা বিরোধী শক্তির প্রতি নিজেকে সমর্পন করে দলিল দস্তাবেজ, মানচিত্র ও পতাকা বানিয়ে নিজেদের মালিকানা ও ক্লেইম করেছি। স্রষ্টার প্রতি লিটারেলী বুড়ো আংগুল দেখিয়ে নিজেদেরকে অধিকতর স্মার্ট, অধিকতর স্বয়ংসম্পূর্ন ভেবে ইচ্ছামত সুদভিত্তিক অর্থনীতি সাজিয়েছে (স্রষ্টার সাথে যুদ্ধ করার নিমিত্তে), আইন বানিয়েছি (স্রষ্টার আইনকে সেকেলে, বর্বর বলে), অধিকার সচেতন হয়েছি (দায়িত্বের কথা ভুলে) - এবং তার নীট রেজাল্ট চোখের সামনে দিবালোকের মত প্রস্ফুটিত হয়েছে এবং হচ্ছে এবং তারপর ও দুনিয়া, টাকা পয়সা, ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত যে ভাবতেই সময় পাচ্ছি না।
ভাবছি কাল যখন ঐ সব দ্বীপ কিংবা আর সব রাষ্ট্র পানির তলায় তলিয়ে যাবে কিংবা ধ্বংশ হয়ে যাবে - তখন কোথায় যাবে তাদের মানচিত্র আর কোথায় যাবে তাদের ভূখন্ড?
আল্লাহ আমাদেরকে ওনার সাইন সমূহ বোঝার তৌফিক দিন - এটাই হোক অব্যাক্ত কান্নার আকুল প্রার্থনা।
আল্লাহু আকবর।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রোহিঙ্গাদের জন্য আপনারা খামাখাই ইহুদী-নাসারার জাতিসংঘ, অং সুচি, আমেরিকা, বৃটেন, নরওয়ে, সুইডেন............ এর হাতে পায়ে ধরে হাউমাউ করে বিলাপ করেন। আপনাদের আল্লা আছেন্না? উনি তো হিন্দুদের মাটির মূর্ত্তি না যে অক্ষম। ওনার কাছে চান, হাত তুলে দোয়া-মোনাজাত করেন। উনি আসমান থেকে ঝাকে ঝাকে আবাবিল পাখি পাঠিয়ে মায়ানমারকে ঠান্ডা করে দিবেন। ঠিক বলেছি কিনা??
রহিঙ্গাদের এ মুহুত্বে করণীয় :
এর ওর দুয়ারে ঘুড়ঘুড় না করে ওদের উচিত হবে সৌদিআরব, দুবাই, কুয়েত, কাতার, পাকিস্তান, আফগানিস্তানে হিজরত করা। সেখানে বিত্ত বৈভবের অভাব নেই। তাছাড়া সব মুমিন ভাই ভাই।
কনক্লুশান টা আসছিল - তিনি (দজ্জাল? ইয়াজুজ মাজুজ?) তার পাসপোর্ট, ভিসা, আইন কানুন ইত্যাদি চাপিয়ে দিয়ে আমাদের অবশ করে দিয়েছেন, মাথা কিনে নিয়েছেন, চিন্তা করে সমাধান পাবার সামর্থ্যটিও।
মৃত্যুর পর তাদেরকে আল্লাহ ঠিকই জান্নাতের মেহমান করবেন - ইনশাল্লাহ্।
কিন্তু আমাদের অভিভাবকত্ব থেকে আল্লাহ নিজ নাম উঠিয়ে নিবেন তখন আমরা কোথায় আশ্রয় পাব? - আল্লাহ আমাদের অক্ষমতা ক্ষমা করুন এবং আমাদের আলেম ওলামা ও লিডারদের সেকেন্ড চোখটি খুলে দিন, সেকেন্ড কানটি দিয়ে শুনার শক্তি দিন।
ধন্যবাদ ভাই।
আমিন।
আসসালামুআলাইকুম।
রোহিঙ্গাদের জন্য আপনারা খামাখাই ইহুদী-নাসারার জাতিসংঘ, অং সুচি, আমেরিকা, বৃটেন, নরওয়ে, সুইডেন............ এর হাতে পায়ে ধরে হাউমাউ করে বিলাপ করেন। আপনাদের আল্লা আছেন্না? উনি তো হিন্দুদের মাটির মূর্ত্তি না যে অক্ষম। ওনার কাছে চান, হাত তুলে দোয়া-মোনাজাত করেন। উনি আসমান থেকে ঝাকে ঝাকে আবাবিল পাখি পাঠিয়ে মায়ানমারকে ঠান্ডা করে দিবেন। ঠিক বলেছি কিনা??
রহিঙ্গাদের এ মুহুত্বে করণীয় :
এর ওর দুয়ারে ঘুড়ঘুড় না করে ওদের উচিত হবে সৌদিআরব, দুবাই, কুয়েত, কাতার, পাকিস্তান, আফগানিস্তানে হিজরত করা। সেখানে বিত্ত বৈভবের অভাব নেই। তাছাড়া সব মুমিন ভাই ভাই।
(সুরা মায়েদা - ৫১ এর ইংরেজী থেকে ভাবানুবাদ ইমরান হোসেন এর অনুবাদ ও এক্সপ্লানেশান এর আলোকে)
মন্তব্য করতে লগইন করুন