নারী মুক্তি, সমানাধিকার এবং তারপর

লিখেছেন লিখেছেন সাদাচোখে ৩০ জানুয়ারি, ২০১৫, ০৪:১৮:২৭ রাত

ভাবনা চিন্তা করে ধৈর্য সহকারে আমি লিখতে পারিনা। অমন লিখা লিখতে গেলে - সেই পোষ্ট এর স্থান হয় ড্রাফট পোষ্ট ফোল্ডার এ। বরং চিন্তাভাবনা ছাড়া রিএ্যাকশানারী টাইপ লিখা ব্লগ পাড়ায় স্থান পায়। নিজের মনে উদ্ভুত ভাবনা চিন্তাকে সহজেই বুদ বুদ আকারে বের করে দিয়ে নিজেকে 'হালকা' বলে অনুভূত হয়।

অনেক দিন আগে 'বাংলাদেশে নারীমুক্তি আন্দোলনঃ ডেনিস কেইস স্টাডির আলোকে সতর্কবার্তা' নামে একটা লিখা লিখেছিলাম। ওতে আমি এক প্রফেসরের উপস্থাপনা নিজের মত করে লিখেছিলাম।

Click Here

একটু এক্সট্রা অনুসন্ধিৎসু মনে ডেনমার্কে চলাফেরা করলে - ডেনমার্কের সমাজব্যবস্থায় নারীর অবস্থান, মূল্য, সন্মান ও নিরাপত্তার লেভেল টি যে কোন মানুষ বুঝতে পারবেন। তবে এ জন্য সেই মানুষটিকে কষ্ট করে নারীর সামাজিক অবস্থান, মূল্য, সন্মান ও নিরাপত্তার সংজ্ঞা আগে ঠিক করে নিতে হবে।

উদাহরন স্বরূপ একজন নারী - সমাজে তার অবস্থানটি কোথায় দেখতে চান? তিনি কি একজন পুরুষের সাথে সমাজ ও রাষ্ট্রে নিজেকে প্রতিযোগীতায় লিপ্ত দেখতে চান, না কি নিজের জন্য ভিন্ন ধরনের রুলস ও রেগুলেশানের আওতায় ভিন্ন ধর্মী প্রতিযোগীতার আয়োজন চান?

একই ভাবে একজন নারী - তার মূল্য কি টাকার অংকে নির্নয় করতে চান? নাকি টাকাকে গৌন মনে করে নিজেকে 'অমূল্য' 'এক্সক্লুসিভ' 'আবশ্যকীয়' ইত্যাদি হিসাবে উপস্থাপন করতে চান?

একবার সংজ্ঞা নির্নয় করা হলে - তার আলোকে ডেনিস নারীদেরকে দেখলে মনে হবে - বাহ্‌। ডেনিস নারীরাতো অসাধারন ভাবে স্বাধীন, মুক্ত। ওদের দেখছি পুরুষের সমান অধিকার। রাস্তাঘাট এ, অফিস আদালতে, পার্কে কিংবা শপিং প্লেস এ সর্বত্রই নারী আর নারীর জয় জয়কার।

অনুসন্ধিৎসু মনে ব্যাক্তিগত আলাপ চারিতায় গেলে কিংবা বিচার বিশ্লেষন এর সুযোগ পেলে আপাতঃ দৃশ্যমান নারীমুক্তি, নারীস্বাধীনতা - সবই ফ্যাকাসে হয়ে যায়। বিশেষ করে ২৫/৩০ উর্দ্ধ মহিলাকে যদি আপনি আপনার সার্ভের সেম্পল হিসাবে নেন এবং সাধারন 'কেমন আছ'? এমনতর প্রশ্ন দিয়ে আলাপন শুরু করেন।

কয়েকদিন আগে খবরে দেখলাম বিভিন্ন ক্যাটাগরীর আওতায় ডেনমার্ক বিশ্বের সবচাইতে লজ্জাহীন জাতি হিসাবে স্বীকৃতি পেয়েছে। লজ্জাহীনতা মানে অসভ্যতা যখন শিকড় গাঁড়ে তখন নারীর মূল্য, নারীর স্বাধীনতা, নারীর সমানাধিকার এর কি মূল্য থাকতে পারে?

Click this news

একটু আগে রাশিয়া টুডে র খবরে পড়লাম 'ডেইট এ্যান ইনমেইট' নামে একটা ফেইসবুক পেইজ এ ডেনিস ১০,০০০ নারী নাম লিপিবদ্ধ করেছে। এই সব নারীরা ডেনিস পুরুষ বঞ্চিত। মুক্ত ডেনিস পুরুষরা - স্বাধীন, মুক্ত ও সমানাধিকার সম্পন্ন ডেনিস নারীর পরিবর্তে সত্যিকার নারীর! জন্য প্রতিমাসে ** ট্যুরে থাইল্যান্ড, ফিলিপাইন আর ইন্ডিয়ায় ঘুরে আসে। বাধ্য হয়ে স্বাধীন, মুক্ত ও সমানাধিকার সম্পন্ন ডেনিস নারীরা এখন লাইন ধরছে জেলে আটক থাকা ডেনিস পুরষদের সাথে ডেইট? করার জন্য। আর নিউজপেপার বলছে ইনমেইট এর তুলনায় আগ্রহী নারীর সংখ্যা vastly outnumber।

Click this link

চিন্তাশীল পাঠক, সমাজ সচেতন মানুষ বুঝতেই পারছেন - নারী স্বাধীনতার নামে নারীকে ঠিক কতটা মূল্য দিতে হয়? কত রজনী বিনিদ্র কাটাতে হয়, কতটা দিন ক্রীতদাসের ন্যায় নিজের জীবনটা নিজেকেই চালাতে হয়? কতটা অসহায়, কতটা কাতর হলে নিজেকে অমন করে সঁপে দিতে হয়?

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302139
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৪৯

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : তবে শান্তনা এতটুকু যে ডেনর্কাম পঁচনশীল ইসলাম ধর্ম মুক্ত। নবী মোহাম্মদের মত যৌন পিশাচ নারী লোভি মুমিন'দের আস্কারা আবদার এখানে চলবে না। তবে উন্নত খাওয়া পরার লোভে যেসব মুমিনের ঝাক এদেশে অভিবাসী হয়েছে তাদর প্রতি কড়া নজড় রাখা বাঞ্চনীয়।
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:২৩
244398
sarkar লিখেছেন : তাহলে বাংলা ছেড়ে ডেনমার্কে চলে যান।সেখানে মেয়েরা মেয়ে নয়।এদের কে বাজারের পণ্যের মত মনে করা হয়।তাও ভাল কোন পণ্য নয়।বয়স ভেদে এদের মূল্য ২০ ডলার থেকে ৮০ পর্যন্ত মাত্র।
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৩৩
244399

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মুল্য তাও ২০ ডলার, মন্দ কি? তবে মক্কা- মদীনার মুমিন মুল্লুকে কাজেরবুয়া/যৌনদাসী হালাল, ফ্রী এবং তারচেয়ে বড় কথা নবী মোহাম্মদের সুন্নত।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৪৭
244484
সাদাচোখে লিখেছেন : দূর্ভাগ্য আপনার। গতকালকের ডেনিস পত্রিকা মেট্রো এক্সপ্রেস এ খবর এসেছে - গত বছর ৫০০০ এর বেশী নেটিভ ডেনিস মুসলিম ধর্ম গ্রহন করেছে।

কয়েকজনের সাক্ষাতকার দিয়েছে - যদিও পড়লে মনে হয় - কাটছাট করে দিয়েছে। ডেনিসদের আত্মসন্মান এ লেগেছে - অমন ডিসকভারীতে। গুগল ট্রান্সলেশান ব্যবহার করে অনুবাদ করে পড়ে নিতে পারেন। নিচে একটা লিন্ক দিলাম। ধন্যবাদ।

http://www.mx.dk/nyheder/danmark/story/10704030

৩১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৫
244497

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : @ সাদাচোখে- দুঃভার্গ্য আসলে আপনার। পশ্চিমা বিশ্বের উদারতার ঘাড় মটকে এসব প্রপাগেন্ডা নিউজ/ভিডিও বিক্রি করা ছাড়া আল্যার ইসলামের আর কোন উপায় নেই, প্রপ্তিও নেই। সুদুর জাপান থেকে প্যারিশ, প্যারিশ থেকে উত্তর আমেরিকা, অতপর ওশেনিয়া থেকে অষ্ট্রেলিয়া পর্যন্ত ইসলামের পাখা গজিয়েছে। পত্রিকা অফিসে হামলা, নিরাপরাধ মানুষের গলায় ইসলামী ছুড়ি ধরে অর্থ আদায়, কফি ষ্টোরে কাষ্টোমার জিম্মি করে ইসলাম কায়েম। তো, ইসলামের এই অপরুপ সৌন্দর্য দেখে কাক/পক্ষীর মত ঝাকে ঝাকে ইসলাম কবুল করেবে না তো কি করবে???

১.৫ বিলিয়ন পরজীবি, পরগাছা, বিজ্ঞানবিমুখ মুমিন মুসলমানের কোন সুস্থ আবাসন নেই। আছে তালেবানতন্ত্র, খেলাফততন্ত্র, স্বৈরতন্ত্র এবং আরো আছে রাজা/বাদশা, খলিফা, শেখ, আমীরের তালুক। তো, কি করার! সুযোগ পেলেই এরা ইহুদী-নাসারার দেশে সাগর সাঁতরে আস্তানা পাতে। পশ্চিমা সুবাতাস, খাওয়া খাদ্য এবং মুক্তজীবনের ছত্র ছায়ায় প্রথমেই এরা বাচ্চা পয়দা শুরু করে। চিন্তা কিসের? রিজিকের মালিক আমেরিকা, জাপান, ইউরোপ। তারপর মসজিদে মাথাগুজে আকাজ, কুকাজ, সন্ত্রাস শুরু করে।

পশ্চাত্যের উদার নৈতিক স্বাধীনতার সুযোগে ইসলামের উৎপাত বড় বেশি বেড়ে গেছে। আর কত! এখন সময় হায়েছে ক্ষতিকর ইসলামী ছাড়পোকা নিধন করার।
302146
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৫৩
শেখের পোলা লিখেছেন : আমাদের নারী বাদীরা নিেরা লেজ কাটা তাই সব নারীদের লেজ কেটে সমতা করতে চায়৷ লেজ কাটা পরিত্যাক্তা একজন উপরেই পাবেন৷ এদের থেকে সাবধান৷
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৫৩
244485
সাদাচোখে লিখেছেন : অদ্ভুত এক রোগে ভুগছে নারীবাদীরা। এরা নিজেদের জীবনটাকে শুধু অভিশপ্ত করছে না - সে সাথে হ্যাপীর মত বাচ্চামেয়েদের জীবনকে অভিশপ্ত করে ছাড়ছে।
ধন্যবাদ।
302176
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৫৪
244486
সাদাচোখে লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ।
302178
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২২
এইচ এম শফিক লিখেছেন : মুক্তিযুদ্ধের কন্যা ওনি মূলত মালু, সামহোয়ার ব্লগে ওর নাম শুধু খেলাঘর, ওনার আরো অনেক নিক আছে ওনার, একটা নিক ব্যান করলে অন্য নিক দিয়ে ব্লগে আসে। বেশীরভাগ সময় বিভিন্ন ব্লগেই থাকে আর ইসলামের বিরুদ্ধে নানারকম বিভ্রান্তীমূলক অপপ্রোচার চালায়। ওনাকে বিভিন্নভাবে ফিজিক্যালী ধরার চেষ্টা করা হচ্ছে। ওনার নামে বিটিসিএলও অনেক ক্লেইম আছে। আপনারা যারা পুরাতন আছেন তারাতো ওনাকে চিনেনই। আর নতুনরা ওনার কোন লেখা বা কথার প্রতিউত্তর দিবেন না এবং কোন পোষ্ট পড়বেন না সে যত খারাপ কিছুই লিখুক।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৫৮
244487
সাদাচোখে লিখেছেন : আমরা ওনার ব্যাপারে সচেতন। আপনি আমি যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া আর ভাইরাসকে এড়াতে পারিনা - তেমনি ওনার মত কিছু পরজীবি ব্লগ পাড়ায় থাকতে পারে।

ভদ্রলোক যেভাবে নিজের স্রষ্টাকে নিয়ে খেলছে - তাতে মনে হয় ওনার মাথার তৈরী হওয়া এ পরজীবি ব্যামোর আর কোন সমাধান নেই।

তারপর ও আসুন আমরা লোকটার জন্য দোয়া করি - যাতে আল্লাহ ওনাকে দোযখ থেকে যেমন রক্ষা করে তেমনি আমাদের ও।

ধন্যবাদ সচেতন করার জন্য।
৩১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৫
244496

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : @ সাদাচোখে- দুঃভার্গ্য আসলে আপনার। পশ্চিমা বিশ্বের উদারতার ঘাড় মটকে এসব প্রপাগেন্ডা নিউজ/ভিডিও বিক্রি করা ছাড়া আল্যার ইসলামের আর কোন উপায় নেই, প্রপ্তিও নেই। সুদুর জাপান থেকে প্যারিশ, প্যারিশ থেকে উত্তর আমেরিকা, অতপর ওশেনিয়া থেকে অষ্ট্রেলিয়া পর্যন্ত ইসলামের পাখা গজিয়েছে। পত্রিকা অফিসে হামলা, নিরাপরাধ মানুষের গলায় ইসলামী ছুড়ি ধরে অর্থ আদায়, কফি ষ্টোরে কাষ্টোমার জিম্মি করে ইসলাম কায়েম। তো, ইসলামের এই অপরুপ সৌন্দর্য দেখে কাক/পক্ষীর মত ঝাকে ঝাকে ইসলাম কবুল করেবে না তো কি করবে???

১.৫ বিলিয়ন পরজীবি, পরগাছা, বিজ্ঞানবিমুখ মুমিন মুসলমানের কোন সুস্থ আবাসন নেই। আছে তালেবানতন্ত্র, খেলাফততন্ত্র, স্বৈরতন্ত্র এবং আরো আছে রাজা/বাদশা, খলিফা, শেখ, আমীরের তালুক। তো, কি করার! সুযোগ পেলেই এরা ইহুদী-নাসারার দেশে সাগর সাঁতরে আস্তানা পাতে। পশ্চিমা সুবাতাস, খাওয়া খাদ্য এবং মুক্তজীবনের ছত্র ছায়ায় প্রথমেই এরা বাচ্চা পয়দা শুরু করে। চিন্তা কিসের? রিজিকের মালিক আমেরিকা, জাপান, ইউরোপ। তারপর মসজিদে মাথাগুজে আকাজ, কুকাজ, সন্ত্রাস শুরু করে।

পশ্চাত্যের উদার নৈতিক স্বাধীনতার সুযোগে ইসলামের উৎপাত বড় বেশি বেড়ে গেছে। আর কত! এখন সময় হায়েছে ক্ষতিকর ইসলামী ছাড়পোকা নিধন করার।
302204
৩০ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২১
মোতাহারুল ইসলাম লিখেছেন : নারী স্বাধীনতা শয়তানের দেখানো একটা অলীক স্বপ্ন। প্রকৃত নারী মুক্তি ইসলামেই বিদ্যমান।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৪:০৭
244490
সাদাচোখে লিখেছেন : আমি আপনার সাথে পুরোপুরি একমত। তবে আমার কাছে মনে হয় এটা শয়তানের দেখানো না - বরং এটা দজ্জালের দেখানো একটা অলীক স্বপ্ন।

কয়েকদিন আগে এক বাসায় কথা বলতে গিয়ে আমরা শয়তান ও দজ্জালের কারেক্টারস্টিক্স এর মধ্যে পার্থক্য নির্নয় করার চেষ্টা করছিলাম। সেখানে আমরা এ ভাবে উপসংহার টানতে বাধ্য হয়েছিলাম যে - শয়তান মানুষকে কোন কিছু করাতে বাধ্য করতে পারে না, সে শুধু পারে মনে ওয়াসা ওয়াসা তৈরী করতে এবং তার সর্বোচ্চ ক্ষমতা ভাল কাজে দেরী করানো, আলসেমী তৈরী করা, এটেনশান সরিয়ে নেওয়া ইত্যাদি পয্যন্ত - কারন তার সর্বোচ্চ জ্ঞান একটা দশ বছরের বাচ্চার সমান। অন্যদিকে দজ্জাল ওয়াসা ওয়াসা তৈরী করেনা বরং সে মানুষকে বাধ্য করে - স্রষ্টার আদেশ না মেনে তার আদেশ মানতে। সে মানুষের হাতকে কন্ট্রোল করে, চোখ কে কন্ট্রোল করে, চিন্তাকে কন্ট্রোল করে নানা রকমের ডিসিপটিভ স্মার্ট বুদ্ধির ব্যবহার করে। উদাহরন স্বরূপ, আপনি টিভি দেখছেন। হঠাৎ করে প্রায় নগ্ন একটা মেয়ে পর্দায় হাজির। আল্লাহর আদেশানুযায়ী আপনি সাথে সাথে চোখ সরিয়ে নেবার কথা। কিন্তু দজ্জাল আপনার চোখ সরাতে দেবে না। যদি কোন কারনে আপনি সরান ও - দজ্জাল আপনার মধ্যে এই জাতীয় সেন্স আনবে যে - আপনাকে তো দেখতে হবে - যদি আপনি মানুষকে সচেতন করতে চান। সো বেশীর ভাগ মুসলিম এভাবে দজ্জালের দাস এ পরিনত হয়েছে।

ভাল থাকবেন এবং ধন্যবাদ।

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File