জাতিসংঘকে কবরস্থ করা হোক।

লিখেছেন লিখেছেন সাদাচোখে ১০ জুলাই, ২০১৪, ০৭:৩২:১৬ সকাল

জাতিসংঘ মূলতঃ 'ভেজাল' ও 'প্রতারনা'র যৌথ প্রযোজনায় অবৈধ বা বাস্টার্ড হিসাবে জন্মেছিল, পৃথিবীর মুখ দেখেছিল। যৌবনে বেশ কর্মক্ষম বা এ্যাক্টিভ ছিল, বিশেষ করে তথাকথিত স্বঘোষিত বিশ্বমোড়লদের ম্যাসেল পাওয়ার প্রদর্শন ও সংরক্ষনের নিমিত্তে।

১৯৯০ এ বার্লিন প্রাচীর ভাংগার পর এ সংগঠন তার প্রয়োজনীয়তা হারিয়েছিল, আর ৯/১১ এর পর - স্যুট টাই পরা এই সংগঠনটিকে বিশ্ব কসাই কিংবা বলা যায় ম্যাড ম্যান জর্জ ডব্লিও বুশ সরকার সরাসরি 'আই সি ইউ'তে পাঠিয়ে দিয়েছিল। পরবর্তিতে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে একে বাঁচিয়ে রাখা হয়েছিল। উছিলা একটাই - যদি প্রয়োজন হয়, তখন বুড়ো বলদের মত লাংগল জোয়াল পরিয়ে কাজে লাগানো যাবে।

এ সংগঠনের প্রভু - ২০১২ সালে প্যালেস্টাইনের গণহত্যার মধ্যে, ব্লেয়ারকে মধ্যপ্রাচ্যের এ্যাম্বাসেডার নিয়োগ করে - এ সংগঠনটির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। আর মৃত এ সংগঠনটিকে তারপর খুনী, অপরাধী ও পাপীদের জাদুঘরের মর্যাদা দিয়ে বিশ্বের শোভা বর্ধনের কাজে লাগানো হয়েছে। যা পুরোপুরি দিগম্বর বাদঁরের ভেংচীর মত পৃথিবীকে ভেংচী কেটে চলছিল, আর মাথা মোটা মানুষেরা বিনোদিত হচ্ছিল।

প্যালেস্টাইনে আবার গণহত্যা শুরু হয়েছে। দাব্বাতুল আরদ তথা ভুপৃষ্ঠের পশু ইজরাইল আবারও প্যালেস্টাইনী নারী পুরুষ ও শিশুর রক্ত নিংড়ে খাচ্ছে। বিশ্ব বিবেক দিগম্বর বাদঁরের ডাস্টবিন এর অনুপযোগীতা নতুন করে অনুভব করছে। এমনি অবস্থায় অকেজো, অপ্রয়োজনীয়, বন্দী, দিগম্বর এই বাঁদরকে ডাস্টবিন হিসাবে ব্যবহার না করে - আসুন ক্রিমেশান করতে কিংবা কবরস্থ করতে কাজ করি, আহ্বান জানাই। তাতে পৃথিবীর সচেতন বিবেকবান মানুষ স্বস্তি পাবে এবং নতুন কিছু সৃষ্টি করতে উদ্যম পাবে।

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243325
১০ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ওর কফিন নিয়ে অনেক আগেই মিছিল হয়েছে।
১১ জুলাই ২০১৪ রাত ১২:৪০
189240
সাদাচোখে লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌। সমাধিস্থ না করতে পারলে - দূর্বল চিত্ত ধারীরা আশায় আশায় থেকে কোন কিছু করতে মাঠে নামবে না।
243330
১০ জুলাই ২০১৪ সকাল ০৯:০৩
হতভাগা লিখেছেন : জাতিসংঘ আছে বলেই গত ৬৯ বছরেও ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয় নি । তবে জাতিসংঘ পরাশক্তি ও তার দোসরদের সারাবিশ্বে খন্ড খন্ড যুদ্ধ বাঁধিয়ে লুটপাটের মহা সুযোগ করে দিয়েছে ।
১১ জুলাই ২০১৪ রাত ০১:৪৪
189265
সাদাচোখে লিখেছেন : হতভাগা ভাই, তথাকথিত বিশ্বযুদ্ধ বলে আমাদেরকে যা শেখানো হয়েছে - সত্যিকার ফ্যাক্টস বলে তা ছিল ১ম ও ২য় ইউরোপিয়ান (ইয়াজুজ ও মাজুজের) যুদ্ধ। (আপনি ঐ যুদ্ধ দুটির ইনিশিয়েটর, এ্যক্টর, ব্যানিফিশিয়ারী, জয়ী ও পরাজয়ী এমনকি ইতিহাস সবই পাবেন ইউরোপীয় ককেশীয় মানুষদের মধ্যে)। আর তারা আশে পাশের মানুষদের ইন্সট্রুমেন্ট স্বরূপ ব্যবহার করেছিল, ঠিক যেমনটা তারা আর সব অস্ত্র ও গোলাবারুদকে ব্যবহার করেছিল।

তবে বিশ্বযুদ্ধ (মাল হামা) আগামীতে হবে, ইনশাল্লাহ্‌। এটা আল্লাহর নবীর স্টেইটমেন্ট। এবং সে যুদ্ধ শেষে মুসলিমরা ইহুদীদের নিধন করবে। এমনকি গাছ ও পাথর মুসলিমদের ডেকে ডেকে ইহুদি মারতে বলবে। ইনশাল্লাহ্‌। (সহি মুসলিম বই - ৪১, হাদিস - ৬৯৮৫)

ইতোমধ্যে জাতিসংঘ যা করেছেঃ ১) ইয়াজুজ ও মাজুজের মধ্যে যুদ্ধের পরিবর্তে আলোচনা ও নেগোশিয়েশানের মাধ্যমে পৃথিবীতে ফ্যাসাদ, জুলুম ও নির্যাতন বিস্তারের কাজ কর্মকে বৈধতা দিয়েছে, কাভার আপ করেছে। ২) পৃথিবীতে প্যারালাল রব (সাসটেইনেন্স গিভার) বা বিকল্প রব তৈরীতে কনটিনিউ কাজ করেছে।

জাতিসংঘের কবর রচনা করা মানে লিটারেলী প্যারালাল রব এর অন্যতম ইন্সট্রুমেন্টকে ধ্বংশ করা।

পড়ার ও অভিমতের জন্য ধন্যবাদ।
243337
১০ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৬
গ্রামের পথে পথে লিখেছেন : হুম!! আপনার মতলব বুঝতে কারো বাকি নেই।
ইসলামের জিজিরা কর আর নারীগনিমত ধর্ষনের ধান্ধা জাতিসংঘ বানচাল করে দিয়েছে।
১১ জুলাই ২০১৪ রাত ০২:৩৩
189271
সাদাচোখে লিখেছেন : জাতিসংঘ তা ধ্বংশ করেনি। বরং জাতিসংঘ ডিভাইন ভারডিক্টকে গ্রামীন ফোনের কাস্টমার সেবাকেন্দ্রের ন্যায় দুনিয়াব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দুনিয়াবী ব্যবসা করছে।

ইসলামের জিজিয়া কর 'আল্লাহদ্রোহীদের জান, ব্যবসা বানিজ্য, স্বাধীনতার নিরাপত্তা ইত্যাদির' বিপরীতে মুসলিম মানুষদেরকে ঐ কাজে নিয়োজিত করার বিপরীতে প্রতিদান হিসাবে কাজ করছিল। কন্ট্রারী জাতিসংঘ ও তার নায়কেরা পৃথিবীর দরিদ্র দেশ ও জনগোষ্ঠির সম্পদ কোন রকম প্রতিদান, নিরাপত্তা না দিয়ে জোর পূর্বক ও ক্ষেত্রবিশেষে প্রতারনার মারফতে শুষে নিচ্ছে।

ইসলামে যুদ্ধে বন্দী নারী গনিমত মর্যাদা সম্পন্ন সমাজের একটি সন্মানিত অংশ হিসাবে ছিল, কন্ট্রারী জাতিসংঘ দায় দায়িত্ব ছাড়া সারা পৃথিবীতে দুর্বল রাষ্ট্রের নারীদের দাসীর ন্যায়, দায়-দায়িত্ব ছাড়া গণহারে ধর্ষনের লাইসেন্স দেয় এবং পরিশেষে ঐ সমস্ত মহিলাকে নাম পরিচয়হীন পতিতা শ্রেনীতে পরিনত করে।

সত্যের ধারক হলে, মাথায় গিলু থাকলে, ইসলামের জিজিয়া কর আর গনিমত মাল - জাতিসংঘের চুরি বাটপারি ও লুটতরাজ এবং ধর্ষিতা ও পতিতা সৃষ্টির মেকানিজম হতে কোটি গুন ভাল ও কাম্য বলে সাক্ষ্য দেবে।

১১ জুলাই ২০১৪ রাত ০৩:৩৬
189279
গ্রামের পথে পথে লিখেছেন : হুমম, বল্লেই হবে! সবাই কি আপনার মত মাদ্রাসা পাশ গন্ডমূর্খ নাকি?

তো জিজিরা কর এত ভাল জিনিস, তাহলে কোন মুসলিমদেশ তা আদায় করতে ভয় পায় কেন। সৌদি আরব, ফাঁকিস্তানের মত জাতবদমাসের দেশে আল্লাভক্ত গোলামরা জিজিরা করের কথা উচ্চারন করতেও সাহস পায় না। ঐ যে, বল্লাম না? জাতিসংঘ মানবাধিকার কমিশন মোহাম্মদের ধান্ধাবাজি বানচাল করে দিয়েছে।

নবী মোহাম্মদের গনিমতনারী ধর্ষন, দাসীধর্ষন, হিল্লাসহবত, নাবালিকা ধর্ষন, মুতাবিয়ের মৌজফূর্ত্তি, পুত্রবধুর সাথে ফষ্টিনষ্টি............ এসব কি নতুন করে বলতে হবে নাকি?
১১ জুলাই ২০১৪ রাত ০৪:৩১
189287
সাদাচোখে লিখেছেন : মাদ্রাসা পাশ গন্ড মূর্খ?

আমি আপনাকে চালাক চতুর মানুষ ভেবেছিলাম। এখন দেখছি আপনি রীতিমত ছাগলের বাচ্চার চাইতেও অধম এ্যাসেসমেন্ট করার অধিকারী কোন মানুষ।

এ্যানীওয়ে - যেখানে আপনি ২০১৪ সালে সরাসরি যোগাযোগ থাকা স্বত্তেও জলজ্যান্ত মানুষকে চিনতে পারেন না, তার ব্যাকগ্রাউন্ড আন্দাজ করতে পারেন না - সেখানে আপনি ১৪০০ সাল আগের বিষয় নিয়ে কথা বললে - পাগলের প্রলাপ বলে মনে হবে।
আপনি নিক চেইন্জ করে অন্য নিক নিয়ে আবার আসুন - নয়তো অন্যেরা আপনার জানাশোনার বহর দেখে আর মন্তব্য প্রতিমন্তব্য করবে না।
১১ জুলাই ২০১৪ সকাল ০৫:০৩
189289
গ্রামের পথে পথে লিখেছেন : হ ভাইজান। আপনি একখান আইনস্টাইন?

শিয়ালের গর্তে আল্লার ওহি, মোহাম্মদের পাংখ্যাওলা গাধা, জান্নাতের ৭২ বেশ্যা...... যার মাথায় গিজগিজ করে তিনি কোন ইসলামী এতিম খানার স্বর্নপদক বিজয়ী গেলমান তা কি মানুষ বুঝে না?
243375
১০ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : আর ওহ আই সি ?
১১ জুলাই ২০১৪ রাত ০২:৪১
189272
সাদাচোখে লিখেছেন : ওটা তো জাতিসংঘের পিতার অবৈধ সন্তান (তথাকথিত মডারেট মুসলিম, মুসলিম নামধারী নাস্তিক, স্যেকুলারিস্ট আর মুনাফেকদের নিমক হারামী মেইনটেইন করার জন্য তাদের দেবতা ও ঈশ্বর ঐ সন্তান জন্ম দিয়েছিল) - ইতোমধ্যে সন্তানটি বস্তিতে অভাব অনটনে পড়ে নেশাগ্রস্থ হয়ে ধুঁকছে।

ওটাকে দাফণ না করে পুড়িয়ে দেওয়া যেতে পারে।

ধন্যবাদ।
243437
১০ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪২
সন্ধাতারা লিখেছেন : I do agree with you. Commonwealth is maintaing non Muslims goals.
১১ জুলাই ২০১৪ রাত ০২:৫১
189274
সাদাচোখে লিখেছেন : Commonwealth has nothing to do with Muslims. As per as I know it was created to glorify British Queen and their history to let the others feel that they were the subject of British and the British were their Lord.

Thanks a lot for going through it.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File