দুর্বল হয়ে উপকূল অতিক্রম করছে ‘মহাসেন’

লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ১৬ মে, ২০১৩, ০৩:৪২:৩৪ দুপুর



ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বল হয়ে গেছে। এটি এখন মেঘনা মোহনার কাছ দিয়ে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে নোয়াখালী-চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে।

বৃহস্পতিবার দুপুরে আবহাওয়ার ৩৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বল হয়ে মেঘনা মোহনার কাছে দিয়ে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ দুপুর ১২টায় সীতাকুণ্ডের কাছে দিয়ে নোয়াখালী-চট্টগ্রাম উপকূল অতিক্রম করছিল।

ঘূর্ণিঝড়টি স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৩-৫ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ০৭ নম্বর বিপদ সংকেত (পুনঃ) দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

মংলা সমুদ্রবন্দরকে ০৫ নম্বর বিপদ সংকেত (পুনঃ) দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৫ নম্বর বিপদ সংকেত (পুনঃ) আওতায় থাকবে।

বিস্তারিতঃ এখানে

তথ্য সূত্রঃ প্রইম খবর

বিষয়: বিবিধ

৯২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File