কিলার আব্বাস ও পিচ্চি হেলাল দেশ ছাড়তে পারেন
লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ১১ মে, ২০১৩, ১২:১৯:৩৪ দুপুর
শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ও পিচ্চি হেলাল যেকোনো সময় কারাগার থেকে বেরিয়ে যেতে পারেন। পিচ্চি হেলাল সব মামলায় জামিনে আছেন। আর কিলার আব্বাস মাত্র একটি মামলায় জামিনে নেই। এই দুই শীর্ষ সন্ত্রাসী বর্তমানে গাজীপুরে কাশীমপুর কারাগারে রয়েছেন।
কিলার আব্বাস যেকোনো সময় জামিনে না থাকা মামলাতে জামিন পাবেন বলে একটি সূত্র জানিয়েছে। আব্বাস ও হেলাল বিকাশের মত কারাগার থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন।
তাদের বিরুদ্ধে আদালতে কেউ সাক্ষ্য দিতে আসে না। যে কারণে তারা আদালতে আসেন রাজার হালে আর যান রাজার হালে। যে দিন আদালতে আসেন সেদিন আদালতের লোকজনের একটু বেশি আয়-রোজগার হয়। আদালতের উমেদার থেকে শুরু করে সবাই সেদিন ভাল বকশিস পান
বিস্তারিতঃ এখানে
তথ্য সূত্রঃ প্রইম খবর
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন