পদত্যাগপত্র প্রত্যাহার করলেন নাজমুল হুদা
লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ০২ মে, ২০১৩, ০২:২৯:৪৭ দুপুর
নিজের পদত্যাগপত্র প্রত্যাহার করে বিএনপিতে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বুধবার বিকেলে তার নির্বাচনী এলাকা দোহারের শাইনপুকুরে নিজ বাড়িতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে নাজমুল হুদা বলেন, ‘আমি নেতাকর্মীদের ইচ্ছার প্রাধান্য দিতে চাই। আপনারা চান আমি বিএনপিতে ফিরে আসি। আপনাদের ইচ্ছার প্রাধান্য দিয়ে আমি বিএনপির জন্য কাজ করে যাবো।’
তিনি বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহারের মতো উদারতার পরিচয় দিয়েছেন। দুই নেত্রীর মধ্যে এমন সৌজন্যবোধ দেশের জন্য মঙ্গলজনক। আমার নেত্রীর এই ঘোষণায় আমি খুশি হয়েছি। বিগত দিনে আমি এটাই চেয়েছিলাম।’
নাজমুল হুদা বলেন, ‘আমি নেত্রীকে বলেছিলাম, আপনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানান। তিনি তার কাজ করেছেন। এখন আশা করবো প্রধানমন্ত্রীও আমার নেত্রীর আহ্বানে সাড়া দেবেন। আমি নেত্রীর কাজে খুশি হয়ে আবার দলের জন্য কাজ করতে ফিরে এলাম।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আমার পদত্যাগপত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রহণ করেননি। আমার দোহারের জনগণ যেহেতু চায়, তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারি না। কারণ, আমার রাজনীতি তাদের নিয়েই পরিচালিত। তারা যেমন আমার সুখে দুঃখে পাশে থাকে। আমিও সব সময় তাদের পাশেই আছি। তাদের পাশে থেকেই কাজ করে যাবো। আজ থেকে আমি আমার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলাম। আমি বিএনপির হয়ে কাজ করে যাবো।’
প্রসঙ্গত, বিএনপির রাজনীতিতে প্রভাবশালী একাধিক ব্যক্তির কঠোর সমালোচনা, দুই নেত্রীকে এক টেবিলে বসার আহ্বান জানানো, বঙ্গবন্ধুকে জাতির পিতা সম্বোধনসহ আরও বিভিন্ন বিষয়ে মন্তব্য করায় ২০১০ সালের ২১ নভেম্বর বিএনপির গঠনতন্ত্রের ৫(ঘ) ধারা অনুযায়ী প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে ২০১১ সালের ১৯ মার্চ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর বিগত ২০১২ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানোর জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আলটিমেটাম দেন ব্যারিস্টার নাজমুল হুদা।
তখন তিনি বলেছিলেন, ‘৫ জুন ২০১২ মধ্যে আমার নেত্রী যদি প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ না জানান, তাহলে ৬ জুনের পর বিএনপির সব পদ থেকে পদত্যাগ করবো।’
আল্টিমেটাম অনুযায়ী খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে সংলাপের আমন্ত্রণ না জানানোর কারণে গত ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার নাজমুল হুদা। সূত্র
বিষয়: রাজনীতি
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন