বাকশালকে দিল বরাক বাশ...........................

লিখেছেন লিখেছেন লাকসামের তাইফুন ১৬ জুন, ২০১৩, ১০:৩৬:৫৮ সকাল

আলহামদুলিল্লাহ। স্যালুট জানাই সেই চার সিটির ভোটারদের যারা গতকাল বাকশালকে বরাক ওরফে আইক্ক্যা ওলা বাঁশ দেওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে। ভোটাররা গতকাল দেখিয়ে দিল, বাশঁ কাকে বলে, কত প্রকার ও কি কি তা দেখাবে সামনের তত্বাবধায়ক সরকারের অধিনের জাতিয় নির্বাচনে। এই নির্বাচন সম্পর্কে আমাদের জাতিয় বুবু বলেছেন এই সরকারের অধিনে নাকি নির্বাচন সম্ভব তাই নাকি বি.এন.পি ও জামায়াত অংশগ্রহন করেছে। আমি বাংলার জনগনের পক্ষ থেকে বুবুকে বলতেছি, বুবু আপনি দয়া করে তত্বাবধায়ক সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে দেখেন, জনগন আপনাদেরকে কত প্রকারের বাঁশ দেয়। যেই বাশ ইতোমধ্যে বাঁশেরকেল্লায় মজুত রাখা হয়েছে। সেই বাঁশেরকেল্লা থেকে জনগন গতকাল মাত্র চারটি বাশ ধার করেছ। বাকি তিনশটি বাঁশ খুব সুন্দরভাবে আইক্ক্যা সহ সাজিয়ে রাখা হয়েছে।

হে বাংলার তৌহিদি জনগন, আপনারা রেডি থাকুন, যে কোন দিন, যে কোন সময় আপনাদের দরজার সামনে এসে বলবো বাঁশ দেওয়ার জন্য তৈরী আছেন তো।

বিষয়: রাজনীতি

১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File