প্রধানমন্ত্রী,আপনি আর কত মিথ্যা বলবেন....................
লিখেছেন লিখেছেন লাকসামের তাইফুন ২৪ এপ্রিল, ২০১৩, ০২:২৫:৩৭ দুপুর
আজকের সাভারের ঘটনা কারই বা না জানা আছে। গতকাল এই ভবনে ফাটল ধরায় শ্রমিকেরা বিল্ডিং থেকে বের হয়ে যায়। গতকাল ও তাদের আবার পুনরায় কাজে যোগদান করার জন্য ভয়ভীতি দেখায়। আজ যখন শ্রমিকেরা আবার কাজে না যোগদেওয়ার কথা বলে তখন তাদের লাঠি দিয়ে ভয় দেখিয়ে কাজে যোগদান করতে বাধ্য করে। ব্যাস,ঠিক তখনই দুর্ঘটনা।
আমার অসহায় ভাই-বোন দের লাস আর লাস। আর সেটিকে আমাদের দেশের জগন্য মিথ্যাবাদি সরকার বলে তারা নাকি শ্রমিকদের আগে সরিয়ে নিয়ে গিয়েছে। তাহলে এখন পর্যন্ত যে ৯০ জনের লাস এবং ৯৫০ জনের মত আহত হয়েছে তারা কোথায় ছিল। যদি আগেই সরিয়ে নিতেন তাহলে এত মানুষ মারা গেল কিভাবে?
ছিঃ প্রধানমন্ত্রি ছিঃ।
আপনার চাপাবাজি,মিথ্যা গলাবাজি জনগন আর দেখতে চায়না। তাদের নিয়ে আপনার এই মন্তব্য নিঃসন্দেহে প্রতারনার সামিল।
লিংক http://www.amadershomoy2.com/content/2013/04/24/middle0455.htm
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন