হাসিনা পিতার মুল হিন্দু ধর্মের প্রবক্তাই আবারো প্রমান করলো।
লিখেছেন লিখেছেন জিসান এন হক ২৯ জুন, ২০১৬, ০৫:৩৭:৫০ সকাল
।।
। রাজধানীর গেন্ডারিয়ায় মসজিদ নির্মাণে হিন্দুদের বাধা এবং হাসিনা সরকারের সব ধরনের সাহায্যে ভারতকে খুশী করার জন্য, হাসিনাই মুসলমানের সাথে যুদ্ধ করে নিজেকে পিতার মুল হিন্দু ধর্মের প্রবক্তাই আবার প্রমান করল ।তবে ইহা দ্বারা বাংলার মুসলমানের ঐক্য পরীক্ষা করলো এবং ভবিষ্যতের একটা সিদ্ধান্ত চেয়েছিল ।তাই আমি আল্লাহর কালাম বলেদিচ্ছি হে আওয়ামীলীগাররাঃ- إِن تَسۡتَفۡتِحُواْ فَقَدۡ جَآءَڪُمُ ٱلۡفَتۡحُۖ وَإِن تَنتَہُواْ فَهُوَ خَيۡرٌ۬ لَّكُمۡۖ وَإِن تَعُودُواْ نَعُدۡ وَلَن تُغۡنِىَ عَنكُمۡ فِئَتُكُمۡ شَيۡـًٔ۬ا وَلَوۡ كَثُرَتۡ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَ তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলা , হ্যা সে সিদ্ধান্ত তোমাদের সামনে এসে গেছে , যদি এখনও তোমরা (ভবিষ্যতের জন্যে যুদ্ধ থেকে) বিরত থাকতে চাও ,তাহলে তা তোমাদের জন্যে কল্যাণকর হবে ,তোমরা যদি (আবার যুদ্ধের জন্যে ) ফিরে আসো , তাহলে আমরাও (ময়দানে) ফিরে আসবো ,আর তোমাদের বাহিনী সংখ্যায় যতো বেশীই হোক না কেন তা তোমাদের কোনই উপকারে আসবে না, (কারন)আল্লাহ ইমানদারদের সাথেই রয়েছে।(আনফাল-২০)
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিন কয়েক আগে ওমরাহ্ করে আসা উনি মনে হয় গেন্ডারিয়ার খবর জানেন না ।
ওখানকার ওসি মনে হয় সরকারের গুডবুকে আসতে অতিউৎসাহি হয়েই হিন্দুদের পক্ষে সো-অফ করেছে । তাছাড়া মাসজিদ নির্মানের জন্য বাজেটে বরাদ্দ না থাকলেও মন্দির নির্মাণ ও তার সংরক্ষণের জন্য ২০০ কোটি টাকা রাখা হয়েছে।
পুলিসকে অনেক কিছু চিন্তা করে চলতে হয় ।
আমরা কি এ দলে পড়ি বলে আপনার মনে হয়? (আমার বলার সাহস নেই)জানি অন্যায় করা আর তা সহ্য করা দুটোই সমান। প্রতিবাদ ককরার সাহস টুকুও আমরা হারিয়ে ফেলেছি।
Click this link
মন্তব্য করতে লগইন করুন