রাজনৈতিক অপর্যবেক্ষন ও অবহেলায় বিএনপি ধবংস ।
লিখেছেন লিখেছেন জিসান এন হক ২৮ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৯:০৪ রাত
https://www.youtube.com/watch?v=2R2OOAcIil8
বিএনপি বর্তমানে রাজপথের বিরোধী দল। ৪০ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতালব্ধ বিএনপি এখন রাজনৈতিক ময়দানে অনেকটা নিষ্ক্রিয় এবং নীরব ভূমিকায় রয়েছে বলেই রাজনৈতিক অঙ্গনের অভিযোগ। বিএনপি রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের সমস্যা নিয়ে যেভাবে কথা বলা ও ভূমিকা নেয়ার কথা ছিল, সেভাবে নিচ্ছে না। দলের অঙ্গ সংগঠনগুলোর অনেক শাখায় পূর্ণাঙ্গ কমিটি নেই। জেল-জুলুমের শিকার নেতাকর্মীদের খোঁজখবর নেয়া হয় না। নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা। সবমিলিয়ে বিরোধী দল হিসেবে বিএনপির দল ও দেশের জনগণের জন্য যে ধরনের সক্রিয় থাকার কথা ছিল, তা নেই। কিন্ত তা সিরাজদিখান উপজেলায় কিছু ব্যতিক্রম দেখা যায় ,কারন বিএনপি উপজেলা সভাপ্রতির জনাব আব্দুল কুদ্দস ধীরন সাহেবের নামে কোন মামলা নেই বলেই । ২০০১ সাল হতেই তিনি এ পদে আছেন। ভাল ও মন্দ সমান চোখে দেখেন তিনি , যদি তার ভাগেরটা তাহার পকেটে পান আর সেটা দিয়েই যে কোন কাজ তাহার মাধ্যমে সংগঠিত করানো যায় । তাহার নিজ কুসুম পুর গ্রামে জনাব আলতাফ হোসেন মন্টু (মামলা চলমান), নজরুল ইসলাম নাফিজ এবং কবির ও শাহআলম খুন খারাপি হতে শুরু করে নারী কেলেংকারি ,মদ পানসহ মানুষের জায়গা জমিন জোর দখলসহ এমন কোন কাজ বাকি নেই যা তারা করেনি ,এতে করে জনজীবন প্রায় বিপন্ন ।কিন্ত তাহার কোন ভুমিকা নেই ,তবে শাহআলম ও নজরুল ইসলাম নাফিজে ব্যাপারে নারী কেলেংকারি থাকলেও নজরুল ইসলাম নাফিজ প্রতিষ্ঠান মিটফর ক্যামিক্যাল ব্যবসায় মদের সাথে ইস্প্রিত সংমিশ্রণ বেশি হওয়ার ফলে ৭ জনের প্রাণনাশের অভিযোগ থাকলেও কুদরতি একটি হাতের কারনে বেঁচে গেলে বাঘ এলো, বাঘ এলো ভয়ে পলায়ন করে প্রবাসে পাড়ি জমান ।কিন্ত সেখানে বসে তার সতীর্থ শাহআলমকে নির্দেশ জারি করে্ কখন কার জমিন দখল করবে, কি করলে ও কাকে ক্ষতি করে কোন্ সিঁড়ি বেয়ে মেম্বার হতে পারবে, যাতে করে ভুমি দখল ও নারীর প্রতি প্রেম নিবেদ অব্যাহত রাখতে পারা যায় ।অন্য দিকে বিএনপি উপজেলা সভাপ্রতি জনাব আব্দুল কুদ্দস ধীরন সাহেবসহ ইছাপুরা বিএনপি নেতাদের ভুল সিদ্ধান্তে কুসুম পুরের জনগনের উপর অসৎ চরিত্রের নারী কেলেংকারি , মানুষের জায়গা জমিন জোর দখলবাজ শাহআলমকে মেম্বার হিসেবে চাপিয় দিচ্ছে দলের পক্ষ হতে।অথচ এক ব্যক্তি প্রবাস হতে যেভাবে অসহায়েত্তের কথা সোশ্যাল মিডিয়াতে তোলে ধরেছেন তা হুবাহুব পেশ করলামঃ- আসসালামুআলাইকুম ,আমার প্রান প্রিয় এলাকাবাসী ,আত্বীয় স্বজন প্রতিবেশী , কাছের ও দুরের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আজ ২৪ শে ডিসেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার । এই করোনার/ মহামারীতে গত রাতে ঘটে যাওয়া ঘটনা আমার সেজু ভাই রেজাউল করিম একটি ভিডিও বার্তায় নিরাপত্তারহীন পরিস্থিতিতে আতংক ও ভারাকান্ত পরিবেশে নিজের অবস্থান বর্ননা করেছে তা দেয়া হলো । তবে আমার জমিনের ফসলাদি তছনছ করে দিয়েছে আমার আফসোস নেই কিন্ত ভয় হচ্ছে আল্লাহ যেন হেফাজত করেন কোন্ দিন , না জানি আমার ভাইয়ের মৃত লাশ ওখানে সেখানে পরে আছে সেই সংবাদ শুনতে হয় । কারন ইতিপূর্বে সোসাল মিডিয়া ( গনমাধ্যম) ফেইজ বুকসহ অনলাইন ম্যাগাজিনেও সংবাদ এসেছে । কারা আমার মার উপর দিয়ে ট্র্যাকটার চালিয়ে জমিন জোরপূর্বক দখলের ব্যর্থ চেস্টা করেছে এবং কারা আমার ভাইয়ের প্রান নাশের হুমকি দিয়েছে সেখানে উল্লেখ আছে , কেন আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় ? তার ক্ষুদ্র একটি লিং নিচে দেয়া হলো । অতএব সকল ষরযন্তকারীর চক্রান্তের মোকাবেলায় আমার দয়ময় মহান রব আল্লাহর সাহায্য কামনা করছি এবং সবার সহযোগিতা চাচ্ছি । আর অনাকংক্ষীত কোনো ঘটনার উদ্ভোব ঘটলে ক্র্যাইম ভিশন ২৪(crime vision24 ) এই নান্বারে 01711337000 অথবা 01923846666 ফোন করে সত্যিকারের সকল ঘটনা সবার সামনে উম্মচন করার আহবান জানাচ্ছি । অশেষে করোনার প্রাদুবাব হতে দেশে- বিদেশে অবস্থানরত সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাহার সকল মুসলিম শিশুসহ নর-নারীদেরকে হেফাজত করেন । আমীন । এই ভিডিওটা তার প্রমান বয়ে আনে । এমনি ভাবে কৌশলগত কারনে সাধারন মানুষের ক্ষোভে বিএনপি অনেকাংশে জনবিছিন্ন হয়ে যাচ্ছে । বিএনপি নেত্রীবৃন্দের ভাল মনিটরিং সেল যদি কায্যকর থাকতো তাহলে তা থেকে পরিত্রাণ পাওয়া যেতো ।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন