আওয়ামিলীগ রাস্ট্র ক্ষমতায়।

লিখেছেন লিখেছেন জিসান এন হক ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৫৪:০৬ সকাল



وَكَذَٰلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ আমি এভাবে একদল যালেমকে তাদেরই(অন্যায়) কার্যকলাপের দরুন আরেক দল যালেমের উপর ক্ষমতাবান করে দেই(৬:১২৯ কুরান)। আওয়ামিলীগ মুসলিম তথা আলেমদেরকে শত্রু মনে করে তাই বড় বড় পদে তার নিজের লোক হিন্দুদেরকে নিয়োগ দেয় তা শেখ সাহেবের আমল থেকেই। এখন তারই রাস্ট্র ক্ষমতায়, মুসলমানদেরকে গুম খুন নির্যাতন ও ফাসি দিয়ে বহিরবিশ্বে নিন্দিত ও ঘৃনিত হয়েছে। ষড়যন্ত করে স্হানীয় নির্বাচনে ও জাতীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত আওয়ামিলীগের। লাভ ! জোড়-দখল পুর্বক যেকোনো ভাবই হউক তাদের প্রার্থী বিজয় করবে আর বহিরবিশ্বকে জানাবে যে নৌকা মার্কার জনপ্রিয়তা কমেনি। অথচ এই নৌকা বৈশিস্টই হচ্ছে মুসলমানে রক্তের উপর দিয়ে চলা। সচেতন মুসলমান ও জামায়াতের বক্তব্য আমরা গ্রহন না করে নিজেরাই যালেম হয়েগিয়েছি, তাই আল্লাহ আমাদের মত যালেমদেরকে শাহেস্তা করার জন্যে আওয়ামিলীগের মত যালেম দলকে খমতায় এনেছেন। সুতরাং এখনো সময় আছে ইরাক ও সিরিয়ার মত যেখানে শিয়া-সুন্নির ধাধাঁয় ফেলে মুসলমানদের নিধনের নামে বড় ধরনের অর্থাৎ ভারতের হাতে সেকুলারীদের দ্বারা মুসলমান নিধনের মত খতি হওয়ার আগেই ণৌকাকে না বলি।তাহা না হলে সিরিয়ার ভাগ্য আমাদেরকে বরন করতে হবে।

বিষয়: বিবিধ

২২৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364324
০১ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : জোর করে ক্ষমতায় থাকা যায় কিন্তু দিন দিন মানুষের ক্ষোভ বেড়ে যায় এবং এক সময় তা মহাপ্লাবনে রুপ নেয়
০২ মে ২০১৬ রাত ১০:২৬
305196
জিসান এন হক লিখেছেন : ইন শা আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File