জমজম পানির অজানা তথ্য ২য় পর্ব
লিখেছেন লিখেছেন ব১কলম ১২ অক্টোবর, ২০১৬, ০১:১১:২৮ দুপুর
জমজম কুপ: নামকরণ
হযরত ইব্রাহীম (আ্ঃ) যখন আল্লাহন নির্দেশে হাজেরা (আঃ) এবং দুগ্ধপোষ্য শিশু হযরত ইসমাঈলকে (আঃ) মক্কার মরুভূমিতে রেখে এক মশক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে সিরিয়া চলে গেলেন। হযরত হাজেরা কয়েকদিন পর্যন্ত সে পানি ও খেজুর খেলেন কিন্তু মশকের পানি ও খেজুর ফুরিয়ে গেলে তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে পতিত হলেন এবং দুগ্ধপোষ্য শিশু হযরত ইসমাঈলকে (আঃ) ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগলো। বিবি হাজেরা তখন পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ে দ্রুতবেগে দৌঁড়াতে লাগলেন, সাতবার দৌড়ানোর পরও কোনো পানির সন্ধান না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রাববুল আলামীন বিবি হাজেরার দোয়া কবুল করেন, তিনি পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ের নিচ থেকে পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ বিস্তৃত হচ্ছে । বিবি হাজেরা অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পাথরের পাড় দিয়ে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন ‘জমজম' অর্থাৎ থেমে যাও। হযরত বিবি হাজেরার উচ্চারিত সে ‘জমজম' শব্দ থেকেই পৃথিবীর সবচাইতে পবিত্র এ কূপের নাম হয়ে যায় ‘জমজম'।
(চলবে)
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো / ধন্যবাদ/
মন্তব্য করতে লগইন করুন