রাতে শেখ হাসিনার ভাষণ নিয়ে আসিফ নজরুলের ভবিষ্যত বাণী

লিখেছেন লিখেছেন ব১কলম ০২ জুলাই, ২০১৬, ০৬:৩৪:৪৬ সন্ধ্যা

গুলশান ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। গণমাধ্যম বলছে সন্ধ্যার পরেই তিনি এ ভাষণ দিবেন। কি থাকতে পারে হাসিনার ভাষণে, এনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট কলামিস্ট আসিফ নজরুল ভবিষ্যত বাণী করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন,

প্রধানমন্ত্রীর ভাষণ

রাতে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। কি থাকবে উনার ভাষণে? আমার ধারনা এসবঃ

* গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় জন্য একাত্তরের পরাজিত শক্তি তথা বিএনপি-জামাত দায়ী! সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য আইএস-এর নামে তারা এসব করছে।

* সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সরকার বাপক সাফল্য অর্জন করেছে। গুলশানের অভিযানও সফল হয়েছে।

*সন্ত্রাস বিরোধী অভিযানে আন্তজাতিক মহলের সঙ্গে আরো দৃঢ় ঐক্য-এর ভিত্তিতে সরকার কাজ করবে। বাংলাদেশের মানুষকেও সজাগ থাকতে হবে।

এছাড়া সাম্প্রতিক ঘটনাগুলির উল্লেখ সহ সন্ত্রাস যে একটি বৈশ্বিক সমস্যা তার বিবরন থাকতে পারে এতে।গলশান ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। গণমাধ্যম বলছে সন্ধ্যার পরেই তিনি এ ভাষণ দিবেন। কি থাকতে পারে হাসিনার ভাষণে, এনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট কলামিস্ট আসিফ নজরুল ভবিষ্যত বাণী করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন,

প্রধানমন্ত্রীর ভাষণ

রাতে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। কি থাকবে উনার ভাষণে? আমার ধারনা এসবঃ

* গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় জন্য একাত্তরের পরাজিত শক্তি তথা বিএনপি-জামাত দায়ী! সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য আইএস-এর নামে তারা এসব করছে।

* সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সরকার বাপক সাফল্য অর্জন করেছে। গুলশানের অভিযানও সফল হয়েছে।

*সন্ত্রাস বিরোধী অভিযানে আন্তজাতিক মহলের সঙ্গে আরো দৃঢ় ঐক্য-এর ভিত্তিতে সরকার কাজ করবে। বাংলাদেশের মানুষকেও সজাগ থাকতে হবে।

এছাড়া সাম্প্রতিক ঘটনাগুলির উল্লেখ সহ সন্ত্রাস যে একটি বৈশ্বিক সমস্যা তার বিবরন থাকতে পারে এতে।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373778
০২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
নাবিক লিখেছেন : হুম নজরুল সাহেব ঠিকই বলেছেন
373779
০২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
ব১কলম লিখেছেন : শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ
373797
০৩ জুলাই ২০১৬ রাত ০৩:০৮
কুয়েত থেকে লিখেছেন : বাংলাদেশের মানুষকে সজাগ থাকতেই হবে তবে আমরা কবে সজাগ হবো..? ধন্যবাদ
373817
০৩ জুলাই ২০১৬ সকাল ১০:৩৯
হতভাগা লিখেছেন : প্যারা কমান্ডোর মাত্র ১২-১৩ মিনিটের এই অপারেশন সারা বিশ্বে প্রশংসিত হয়েছে । নাঈম আশরাফ সফলভাবে এ অভিযান শেষ হবার জন্য হাসুবুকে ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File