যাঝা (جزا), আযর( اجر ) ও সওয়াব (ثواب) ২য় পর্ব

লিখেছেন লিখেছেন ব১কলম ১৭ নভেম্বর, ২০১৪, ১০:৩০:৩৬ রাত

আযর -اجر

আযর শব্দের অর্থ পারিশ্রমিক বা মজুরী বা প্রতিদান।

যখন কোন ব্যক্তি অপর কারো কর্তৃক আদিষ্ট বা নির্দেশিত হয়ে বা স্বপ্রনোদিত হয়ে কোন কাজ করে তখন সে আদেষ্টার বা যার কাজ সম্পাদন করা হয়েছে তার থেকে পারিশ্রমিক বা মজুরী পাওয়ার হকদার বা অধিকারী হন ।

যেমন, মুসা আ. খিজিরের সাথে ভ্রমন কালীন ঘটনা প্রসংগে আল্লাহ বলেন-

فَانطَلَقَا حَتَّىٰ إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُ قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا ﴿الكهف: ٧٧﴾

অতঃপর তারা চলতে লাগল, অবশেষে যখন একটি জনপদের অধিবাসীদের কাছে পৌছে তাদের কাছে খাবার চাইল, তখন তারা তাদের অতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি পতনোম্মুখ প্রাচীর দেখতে পেলেন, সেটি তিনি সোজা করে দাঁড় করিয়ে দিলেন। মূসা বললেনঃ আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন।

فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ ﴿القصص: ٢٥﴾

অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তাঁর কাছে আগমন করল। বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন, তার বিনিময়ে পারিশ্রমিক প্রদান করেন। অতঃপর মূসা যখন তাঁর কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন, তখন তিনি বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ ।

উপরোক্ত দুটো আয়াতে হযরত খিজির. স্বপ্রনোদিত হয়ে দেয়াল মেরামত ও হজরত মুসা আ. পশুকে পানি পান করিয়েছেন এবং তাদের এ কাজের বিনিময় স্বরূপ পারিশ্রমিকের (اجر) প্রসংগ চলে এসেছে ।

. فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ ﴿الشعراء: ٤١﴾

যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?

উপরোক্ত আয়াতে যাদুকরেরা ফেরাউনের নির্দেশে যাদু প্রদর্শনীর মাধ্যমে মুসা আ,কে পরাজিত করেতে এসেছিল এবং তাদের এ কাজের বিনিময় স্বরূপ পারিশ্রমিকের (اجر) প্রসংগ চলে এসেছে ।

এভাবে কুরআন মজীদে শতাধিক আয়াতে اجر বা পারিশ্রমিক বিষয়ে আলোচনা করা হয়েছে । তন্মধ্যে স্বল্প সংখ্যক স্থানে দুনিয়ার পারিশ্রমিক বিষয়ে এবং অধিকাংশ স্থানে আখেরাতের পারিশ্রমিক বিষয়ে আলোচনা করা হয়েছে । কোথাও ওয়াদাকৃত পারিশ্রমিকের নাম উহ্য রাখা হয়েছে যেমনঃ

. وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ ﴿الشعراء: ١٠٩

আমি তোমাদের কাছে এর জন্য কোন পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো বিশ্ব-পালনকর্তাই দেবেন। (সূরা নেসা-১০৯)

আবার কোথাও ওয়াদাকৃত পারিশ্রমিক বলতে আল্লাহর ক্ষমাকে বলা হয়েছে যেমনঃ

. أُولَـٰئِكَ جَزَاؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَأَجْرُ الْعَامِلِينَ ﴿آل عمران: ١٣٦﴾

তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান।(সূরা আলে ইমরান ১৩৬)

আবার কোথাও ওয়াদাকৃত পারিশ্রমিক বলতে জান্নাতকে বলা হয়েছে যেমনঃ

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَىٰ وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّـهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿البقرة: ٦٢﴾

নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদী, নাসারা ও সাবেঈন, (তাদের মধ্য থেকে) যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তার প্রতিদান তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না।

আযর বা পারিশ্রমিকের ধরণ উল্লেখ করতে আল্লাহ তায়ালা যে বিশেষন গুলো ব্যবহার করেছেন তা বড়ই চমকপ্রদ । নিম্নে তার কিছু উল্লেখ করা হলঃ

أَجْرٌ كَرِيمٌ ﴿الحديد: ١١﴾

أَجْرٌ كَبِيرٌ ﴿الحديد: ٧﴾

وَأَجْرٌ عَظِيمٌ ﴿الحجرات: ٣﴾

أَجْرًا حَسَنًا﴿الفتح: ١٦﴾

أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ ﴿الزمر: ١٠﴾

أَجْرًا كَرِيمًا ﴿الأحزاب: ٤٤﴾

أَجْرًا كَبِيرًا ﴿الإسراء: ٩﴾

أَجْرًا عَظِيمًا ﴿النساء: ١٤٦﴾

أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ﴿الإنشقاق: ٢٥﴾

ইত্যাদি ।

লক্ষ্যনীয়, যারা খারাপ কাজ করে তাদের প্রতিদান বা বদলা হিসাবে আল কুরআনের কোথাও أَجْرٌ শব্দটি ব্যবহৃত হয়নি যেমন খারাপ কাজের প্রতিফল হিসাবে যাঝা (اجز) শব্দটি ব্যবহার করা হয়েছে । এর কারণ হল পারিশ্রমিক বা প্রতিদান বা বদলা তো ভাল কাজেরই হয় । কাজ না করলে বা খারাপ কাজ করলে তার কোন পারিশ্রমিক পাওয়ার প্রশ্ন অবান্তর ।

চলবে...

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285307
১৭ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৯
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো। চালাতে থাকুন সাথেই আছি Thinking? Thinking? Thinking?
285379
১৮ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৩
ব১কলম লিখেছেন : ধন্যবাদ, সাথেই থাকুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File