ভিক্ষাবৃত্তি যখন চাকুরী

লিখেছেন লিখেছেন ব১কলম ০৪ জুলাই, ২০১৪, ০৫:০৬:২৭ বিকাল



চরম মানবতা বিরোধী একটি পেশার নাম হচ্ছে ভিক্ষাবৃত্তি । মানুষের কাছে হাত পাতার চেয়ে নিচু কোন কাজ আছে বলে মনে হয়না । কিন্তু এ কাজটি যখন ‘চাকুরী’ হয় তখন কেমন মনে হয়?



মতিঝিলে একটা বেসরকারী অফিসে কাজ করি । প্রতিদিন নিয়ম মাফিক আফিসে আসা যাওয়া করি । একটা দৃশ্য প্রায় প্রতিদিনই নজরে পড়ে । ফুটপাথে কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউবা আছে দাঁড়িয়ে বিভিন্ন ভংগিতে । সকলের উদ্দেশ্য একটাই ভিক্ষা করা । মাঝে মাঝে ওরা আবার লোকেশন পরিবর্তন করে ।

কোন কোন দিন নজরে পড়ত ওদের কাছে টাকা জমা হওয়া মাত্রই কেউ এসে টাকা নিয়ে যাচ্ছে ।

অন্য দিকে মতিঝিলের বিভিন্ন পয়েন্টে দেখি ৪/৫জন মহিলা বসে বসে পান খাচ্ছে আর গল্প করছে । মাঝে মাঝে ভাবি ওদের কি কোন কাজ নেই? থাকলেই বা সেটা কি? এ সম্পর্কে খুব বেশী কিছু ভাবার সুযোগ হয়নি ।

একদিন একটু সকাল সকাল অফিসে আসতে দেখি ঐ মহিলাগুলোই ভিক্ষুকদের বিভিন্ন পয়েন্টে সেট করে দিচ্ছে । সেট করার পরে তারা নিয়ন্ত্রিত দুরত্বে বসে গল্প করছে আর ভিক্ষুকদের অবজার্ভ করছে ।

এতক্ষনে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হল। বুঝলাম, এরা ভিক্ষুক নয়, এরা ভিক্ষাবৃত্তির ‘চাকুরী’ করে ।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241657
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৬
241664
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫০
নূর আল আমিন লিখেছেন : প্রতিটি ধনী মুসলমান ঠিক মতো যাকাত দিলে এই নিকৃষ্ট কাজ করতে হতোনা
241713
০৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File