দেওবন্দী মাদ্রাসায় কিছুদিন- পর্ব-১ হালুয়া-রুটি আর ফতোয়া পরিবর্তন
লিখেছেন লিখেছেন ব১কলম ২২ মে, ২০১৪, ১১:৫৪:২৩ রাত
১৯৭৩ সালে SSCপাশ করে জেলা শহরের সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে HSC তে ভর্তি হই । ১৯৭৪ সাল দুর্ভিক্ষের বছর হওয়ার কারণে শহরে লজিং পাওয়া ছিল দুষ্কর । আর্থিক অবস্থাও এমন ছিলনা যে হোষ্টেলে থাকব । আমার এক চাচাত ভাই কলেজের পাশের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন । তার সহযোগীতায় কলেজের পাশের একটি দেওবন্দী মাদরাসা সংলগ্ন মকতবে পার্টটাইম চাকুরী হল । থাকা খাওয়া ফ্রি, বেতন মাসে ২৫ টাকা ।
কিছুদিন পরেই রমজান । ১৫ই সাবান বিকেলে পাশের এক বাড়ি থেকে ইফতার করার জন্য হালুয়া রুটি পাঠাল । মাদরাসার এক দায়িত্বশীল হুজুর ( বোর্ডিং হুজুর) বললেন 'যেহেতু আমরা কেহই আজ রোজা রাখি নাই, তাই ইফতার করার জন্য হালুয়া রুটি রাখা ও খাওয়া জায়েজ হবে না । ওটা ফিরিয়ে দেয়া হোক । কিন্তু কেউই এ কাজটা করল না । কিছুক্ষণ পরে তিনি নিজে হালুয়া রুটির বোলের কাছে এসে কিছুটা হালুয়া ও রুটি মুখে দিয়ে বললেন ভক্তি সহকারে যখন পাঠিয়েছে তখন ফেরত দেয়া ঠিক হবে না । তো খেয়ে ফেলি ।
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাগের হালুয়া ও রুটি কই।
মন্তব্য করতে লগইন করুন