একটি ছবি ও 'সত্যবাদী ব্লগারের' কাণ্ড
লিখেছেন লিখেছেন ব১কলম ১৯ মে, ২০১৪, ১০:০৭:০৩ রাত
উপরের ছবিটি দিয়ে সত্যবাদী ব্লগার Click this link ভণ্ড ধর্ম ব্যবসায়ী, চিনে রাখুন শিরোনামে একটি লেখা প্রকাশ করে । ছবির নিচে সে লেখে ' জামাাতে ইসলামী হিন্দের নেতারা হবু প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে ছালাম করেছ ।
গত ১৮-০৫-১৪ লেখাটি অত্র ব্লগারের দৃষ্টিতে এলে প্রকৃত ঘটনা লিংক সহ তুলে ধরা হয় । ঘটনাটি ঘটে ২০১১ সালে । স্থানীয় এটি মাজারের কয়েকজন ভক্ত গুজরাটের ততকালীন মূখ্য মন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করে তাকে একটি টুপি উপহার দেয় এবং তা পরতে অনুরোধ করে । কিন্তু মোদী তা পরতে অন্বীকার করে এক পর্যায়ে টুপিটি মাটিতে পড়ে গেলে এক পর্যায়ে একজন ভক্ত তা তুলতে যায় আর সে অবস্থার একটি ছবি ছাপে The Times of India Click this link
প্রকৃত ঘটনা ফাঁস হয়ে যাবার কিছুক্ষনের মধ্যেই 'সত্যবাদী ব্লগার' নামের মিথ্যাবাদী তার লেখাটি সরিয়ৈ ফেলে । Click this link
পরে এ মিথ্যুক তার অপকর্মকে চাপা দেয়ার জন্য 'টুপি পরলেন না মোদী' শিরোনামে আর একটি ব্লগ লেখে । Click this link
এডমিনেরা এ সমস্ত মিথ্যাবাদী ও প্রতারক ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন কি ?
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
=========
একন ঘ্টনা হলো, যেহুতু ঐ ব্লগার ঐ পোস্টটি দেখা যাচ্ছে তাই বলতে পারছি না 'আপনি কতটুকু সত্যবাদী।'
মন্তব্য করতে লগইন করুন