রঙ্গ মঞ্চ
লিখেছেন লিখেছেন ব১কলম ০৪ মে, ২০১৪, ১০:৪৪:১৮ রাত
এ দুনিয়াটা একটা রঙ্গ মঞ্চ । আমরা প্রত্যেকেই এ রঙ্গমঞ্চের অভিনেতা । আর মহান রাব্বুল আলামিন তার পরিচালক ।
এ পৃথিবীতে বাদশাহের আসনে বসে তার মর্যাদা আসলে নাট্যমঞ্চের সেই কৃত্রিম বাদশাহার চাইতে মোটেই ভিন্নতর নয়, যে, সোনার মুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে এবং এমনভাবে হুকুম চালাতে থাকে সে সত্যিকারের একজন বাদশাহ৷ অথচ প্রকৃত বাদশাহীর সামান্যতম নামগন্ধও তার মধ্যে নেই৷ পরিচালকের সামান্য ইংগিতেই তার বরখাস্ত, বন্দী ও হত্যার সিদ্ধান্তও হয়ে যেতে পারে৷ এ দুনিয়ার সর্বত্র এ ধরনের অভিনয়ই চলছে৷ কোথাও কোন পীর-অলী বা দেব-দেবীর দরবারে মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করা হচ্ছে৷ অথচ সেখানে মনস্কামনা পূর্ণ করার ক্ষমতার লেশ মাত্রও নেই৷ কোথাও অদৃশ্য জ্ঞানের কৃতিত্বের প্রকাশ ঘটানো হচ্ছে৷ অথচ সেখানে অদৃশ্য জ্ঞানের বিন্দু বিসর্গও নেই৷ কোথাও কেউ মানুষের জীবিকার মালিক হয়ে বসে আছে৷ অথচ সে বেচারা নিজের জীবিকার জন্য অন্যের মুখাপেক্ষী৷ কোথাও কেউ নিজেকে সম্মান ও অপমানের এবং লাভ ও ক্ষতির সর্বময় কর্তা মনে করে বসে আছে৷ সে এমনভাবে নিজের শ্রেষ্ঠত্বের ডংকা বাজিয়ে চলছে যেন মনে হয়, আশেপাশের সমুদয় সৃষ্টির সে এক মহাপ্রভু৷ অথচ তার ললাটে চিহ্নিত হয়ে আছে দাসত্বের কলংক টীকা৷ ভাগ্যের সামান্য হেরফেরই শ্রেষ্ঠত্বের আসন থেকে নামিয়ে তাকে সেসব লোকের পদতলে নিষ্পিষ্ট করা হতে পারে যাদের ওপর কাল পর্যন্তও সে প্রভুত্ব ও কৃর্তত্ব চালিয়ে আসছিল ৷ দুনিয়ার এই মাত্র কয়েকদিনের জীবনেই এসব অভিনয় চরছে ৷ মৃত্যুর মুহূর্ত আসার সাথে সাথেই এক লহমার মধ্যেই এসব কিছুই বন্ধ হয়ে যাবে৷ এ জীবনের সীমান্ত পার হবার সাথে সাথেই মানুষ এমন এক জগতে পৌছে যাবে যেখানে সবকিছুই হবে প্রকৃত সত্যের অনুরূপ এবং যেখানে এ দুনিয়ার জীবনের সমস্ত বিভ্রান্তির আবরণ খুলে ফেলে দিয়ে মানুষকে দেখিয়ে দেয়া হবে কি পরিমাণ সত্য সে সাথে করে এনেছে৷ সত্যের মীযান তথা ভারসাম্যপূর্ণ তুলাদণ্ডে পরিমাপ করে তার মূল্য ও মান নির্ধারণ করা হবে৷
বিষয়: বিবিধ
১৬৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ সুন্দর পোস্ট এর জন্য।
সুন্দর পোষ্ট। জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন