১৮ দলের গান

লিখেছেন লিখেছেন ব১কলম ২৫ মে, ২০১৩, ০৮:০৪:৫২ রাত

আমরা ছন্নছাড়ার দল

আমরা লক্ষ্মীছাড়ার দল।

মোদের পায়ের তলায় জাজিম কার্পেট

মাথার’পরে এসি সচল

আমরা ১৮দল।।

মোদের জোত্সনা রাতে চলার পথে

যাত্রা বাঁধা পায়,

আমরা হরতাল ডেকে বাসায় থাকি

র‍্যাব পুলিশের ভয়

যুগে যুগে ব্যর্থ মোরা

হটাতে হায়েনার দল

আমরা ১৮দল।।

মোদের কক্ষচ্যুত- নেতৃত্ব আজ

ভিন্ন ভিন্ন মত

আমরা ভাগ্যদেবীর ভরসায় থাকি

ধরছি ভ্রান্ত পথ।

যখন নেতৃ মোদের মঞ্চে উঠেন

আমরা বিলি ভাগের ফল!

আমরা ১৮দল।।

যখন মিডিয়া মোদের বুদ্ধি যোগায়

আমরা করি ভুল!

রাজার দলে রাজপথ মাঙ্গে,

আমরা ভাঙি টুল।

দারুণ-রাতে আমরা তরুণ

মদে করি পথ পিছল!

আমরা ১৮দল।।

মোদের চক্ষে নাইরে জ্ঞানের মশাল,

বক্ষে নাইরে বাক্,

কন্ঠ মোদের কুন্ঠিত আজ

মিথ্যা বাজায় ঢাক।

আমরা পেছন দ্বারের খিল খুলেছি

করতে সিংহাসন দখল

আমরা ১৮দল।।

ঐ দারুণ উপপ্লবের দিনে

আমরা নতি শির,

মোদের মাঝে ভীরুতা কাঁদে

বিংশ শতাব্দীর!

মোরা ব্যর্থতারি কান্না দিয়ে

ভ’রেছি বাংলার শ্যাম-আঁচল।

আমরা ১৮দল।

আমরা ত্যাগি ভালোবাসার

আশার ভবিষ্যৎ,

মোদের বিলাস বহুল আভাস দেখায়

মারাইনা রাজপথ!

মোদের চোখে বাংলাদেশীর

স্বপ্ন দেখা হবেনা সফল।

আমরা ১৮দল।।

আমরা ছন্নছাড়ার দল

আমরা লক্ষ্মীছাড়ার দল।

মোদের পায়ের তলায় জাজিম কার্পেট

মাথার’পরে এসি সচল

আমরা ১৮দল।।

বিষয়: রাজনীতি

১৭১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File