যেনে নিন কোন সঙ্কেতের কি অর্থ
লিখেছেন লিখেছেন ব১কলম ১৪ মে, ২০১৩, ০৪:০৪:৩৫ বিকাল
আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া, ঝড়ের সঙ্কেতগুলো হচ্ছে-
১ নম্বর দূরবর্তী সঙ্কেত
২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত
৩ নম্বর সতর্কতা সঙ্কেত ও
৪ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত।
দূরে গভীর সাগরে ঝড় হলে ও চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো মতো বিপজ্জনক সময় না হলে এই চারটি সঙ্কেত ব্যবহার করা হয়। তবে বন্দরত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়ার শঙ্কা থাকে।
৫ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে
৬ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঝড় হবে এবং আবহাওয়া দুযোগপূর্ণ থাকবে৷ ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে৷
৭নং বিপদ সংকেত :- এর অর্থ অল্প অথবা মাঝারী ধরনের ঘূর্ণিঝড় হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷
৮ নং মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে৷ ঝড়টি দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে
৯ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি বন্দরের উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে
১০ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷
১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত :- এর অর্থ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং স্থানীয় অধিকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে৷
৪ থেকে ৭ নম্বর সতর্ক সঙ্কেত মানে বন্দর ছোট ও মাঝারি সামুদ্রিক ঝড়ে কবলিত হতে পারে। ঝড়ে বাতাসের গতিবেগ হতে পারে ৬২-৮৮ কিলোমিটার।
৮-১০ নম্বর মহাবিপদ সঙ্কেতের মানে হলো, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার বেশি হতে পারে। প্রচণ্ড ঝড় বন্দরের ওপর বা কাছ দিয়ে উপকূল অতিক্রম করবে।
১১ নম্বর হলো যোগাযোগ বিচ্ছিন্ন সঙ্কেত। আবহাওয়া বিপদ সঙ্কেত দেয়া কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
বিষয়: বিবিধ
১৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন