প্রতিশোধ

লিখেছেন লিখেছেন ব১কলম ০৮ মে, ২০১৩, ১১:১৬:৪৩ রাত



বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে প্রত্যাবর্তন করে দলের দায়িত্ব নিয়ে বলেছিলেন তিনি প্রতিশোধ নিতে রাজনীতিতে এসেছেন। চলুন দেখি কারা তার নিশানা এবং কিভাবে তিনি তা নিয়েছেন বা নিচ্ছেন-

(১) দেশের সামরিক অফিসারগণ তার পিতামাতা ও আপনজনদের হত্যা করেছিল।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন- এক দিনে দেশের প্রায় ৬০জন আর্মি অফিসারকে হত্যা করে তার প্রতিশোধ নিয়েছেন।

(২) ২০০১ সালের ১৮ এপ্রিল ভোরে বিএসএফ নগ্ন হামলা চালিয়েছিল বড়াইবাড়ি গ্রামে। হামলার দাঁতভাঙ্গা জবাব দিয়েছিল বিডিআর আর বীর জনতা। ১৬ জনের লাশ ফেলে পালিয়ে গিয়েছিল বিএসএফ। বন্ধু রাষ্ট্রের সৈন্য হত্যা হাসিনার মেনে নিতে পারেনি।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন- বিডিআর ভেঙ্গে দিয়ে বর্ডার গার্ড বানিয়ে তার প্রতিশোধ নিয়েছেন।

(৩) শেখ হাসিনার ক্ষোভ আওয়ামী লীগের সেসব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বিরুদ্ধেও যারা তাঁর পিতার রক্তঝরা লাশকে সিঁড়ির উপর ফেলে খোন্দকার মোশতাকের মন্ত্রীসভায় যোগ দিয়ে শপথ বাক্য পাঠ করেছিলেন।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন - আওয়ামী লীগ নেতৃবৃন্দকে কোনঠাসা করে বামদের নিয়ে সরকার গঠন করে তার প্রতিশোধ নিচ্ছেন।

(৪) প্রফেসর ইউনুস নোবেল পুরস্কার পেলেন যা হাসিনার প্রাপ্য(!) ছিল ।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন- ড: ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে বিতাড়ন এবং দলীয় ভাবে তার বিরুদ্ধে বিষোদগার।

(৫) তার পিতার হত্যাদিবস ১৫ই আগষ্টের দিনে বহুমানুষ বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্ম দিবস রূপে উৎসব করে।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন- খালেদা জিয়াকে তার মইনুল রোডের বাসস্থান থেকে উচ্ছেদ করে।

(৬) ১৯৯৬ সালের নির্বাচনে জামায়াতের কাছে ধর্না দিয়েও সরকার গঠন করতে সহযোগীতা না করে ২০০১ সালে বিএপির সাথে সরকার গঠন করা।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন- জামায়াতের শীর্ষ ৯ নেতাকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত করে ফাসির পায়তারা ।

(৭) দৈনিক আমার দেশ প্রধান মন্ত্রীর পরিবারের দুর্নীতি প্রকাশ করে সত্যকে উন্মোচন করে।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন- দৈনিক আমার দেশ বন্ধ করে নির্ভিক দেশপ্রেমিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে চরম নির্যাতন।

(৮) দৈনিক আমার দেশ ‘স্কাইপি সংলাপ’ প্রকাশ করে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের ‘নাটকের রহস্য উন্মোচন ।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন- ২য়বারের দৈনিক আমার দেশ বন্ধ করে নির্ভিক দেশপ্রেমিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে চরম নির্যাতন। ।

(৯) ১৫ আগষ্ট তার পরিবারবর্গকে হত্যার জন্য এ দেশের মানুষ মিষ্টি বিতরন করেছিল ।

শেখ হাসিনার কাছে এসব কি সহ্য করার মতো? এতে প্রচণ্ড ক্রোধ জেগেছে জনগণের বিরুদ্ধেও। ইচ্ছাকুত ভাবে লোড শেডিং, গ্যাসের অনুমোদন না দেয়া, ভারতের সাথে গোপন চুক্তি, করিডোর, ট্রানজিট, ফলে প্রতিশোধ নিচ্ছেন তাদের থেকেও।

(১০) সরকারী সহযোগীতা ছাড়াই গার্মেন্টস মালিকগন বিশ্ব বাজারে উল্লেখযোগ্য ভুমিকা রেখে বৈদেশিক মূদ্রা আয় করতেছিল আর তাতে শুরু হয়েছিল ভারতের পাত্রদাহ ।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন- বিশ্ব বাজার হারানোর মাধ্যমে ভারতকে খুশী করতে পরিকল্পতিভাবে তাজরিনে অগ্নকান্ড ও সাভার ট্রাজেডির মাধ্যমে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করা হ্চ্ছে ।

(১১) হেফাজত ফটিকছড়িতে আওয়ামী দুবৃত্তদের প্রতিরোধ করেছিল ।

যেভাবে প্রতিশোধ নিয়েছেন- মতিছিলে অপারেশন শাপলা দিয়ে ৩০০০ হেফাজতকে নির্মমভাবে পৈশাচিক কায়দায় হত্যা করেছে ।

সামনে আরা আসছে----------------

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File