ষোল আনাই মিছে

লিখেছেন লিখেছেন ব১কলম ১৮ এপ্রিল, ২০১৩, ১০:৩৭:৩৯ সকাল

ষোল আনাই মিছে

ডিগ্রীবোঝাই হাবু-মশাই চড়ি ফুটা বোটে,

ইনুরে কন, ”বলতে পারিস ‘পাওয়ার’ (power) কেন জোটে?

‘অপজিশন’ (Opposition) কেমনে দমায়? ‘ডিগ্রী’ (Degree) কেমনে আসে?”

বৃদ্ধ ইনু অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে।

হাবু বলেন, ”সারা জীবন মরলিরে তুই খাটি,

‘ডিগ্রী’ (Degree) বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।”

খানিক বাদে কহেন হাবু, ”বলতো দেখি ভেবে

‘ডাইলের’ ধারা কেমনে আসে ‘বর্ডার’ (boarder) থেকে নেবে?

বলতো কেন লবণপোরা মিঠা নদীর পানি?”

ইনু সে কয়, ”আরে মশাই অত কি আর জানি?”

হাবু বলেন, ”এই বয়সে জানিসনেও তা কি

জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি!”

আবার ভেবে কহেন হাবু, ” বলতো ওরে বুড়ো,

কেন এমন লাল দেখা যায় ক্ষমতার ঐ চুড়ো?

বলতো দেখি নির্বাচনে ‘ভোট’ (Vote) লাগে কেন?”

বৃদ্ধ বলে, ”আমায় কেন লজ্জা দেছেন হেন?”

হাবু বলেন, ”বলব কি আর বলব তোরে কি তা,-

দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”

খানিক বাদে ‘হেফাজতের’ ঢেউ উঠেছে ফুলে,

হাবু দেখেন, নৌকোখানি ডুবল বুঝি দুলে !

ইনুরে কন, "একি আপদ ! ওরে ভাই মুখার্জি,

ডুবল নাকি ‘নৌকো’ এবার ? বাঁচাবে না আজি ?"

ইনু শুধায়, "হাতোর জানো ?" --মাথা নাড়েন হাবু,

মূর্খ! হাবু বলে, "মশাই, এখন কেন কাবু ?

বাঁচলে শেষে ‘হেফাজতকে’ হিসেব করো পিছে,

তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।

বিষয়: বিবিধ

১৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File