এমন যদি হতো
লিখেছেন লিখেছেন ব১কলম ১৭ এপ্রিল, ২০১৩, ০৯:৫৭:৫৬ রাত
এমন যদি হতো
এমন যদি হতো
ইচ্ছে হলে আমি হতাম
ভীমরূলের মতো
ইসলামের শত্রুর ’পরে
বসে যেতাম চুপটি করে
ইচ্ছা মতো হূল ফুটিয়ে
সাবার করতাম কতো ।
এমন হতো যদি
সাপ হয়ে পেরিয়ে যেতাম
পাহাড়-জঙ্গল নদী
দেশ মাতৃকার নাস্তিক সবই
এক পলকে দংশন করেই
চুপটি করে সরে যেতাম
চলে নিরবধি ।
এমন যদি হয়
আমায় দেখে এই বাংলার
সবাই পেতো ভয়
মন্দটাকে ধ্বংস করে
ভালোয় দিতাম জগৎ ভরে
দ্বীনের জোয়ার বইয়ে দিতাম
এই দুনিয়াময় ।
এমন হবে কি ?
মারা যাওয়ার পরেই আমি
জান্নাত পেয়েছি !
দ্বীন ইসলাম বিজয়ের তরে
খোদার সন্তোষ অর্জন করে
জান-মাল যাহা আছে
বিলিয়ে দিয়েছি ।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন