আমার ব্লগে বিচরন

লিখেছেন লিখেছেন অমিত ২৩ মার্চ, ২০১৩, ১০:২৬:৫৮ সকাল

এই ব্লগটি সম্পর্কে আমি তেমন কিছু জানি না। অনেক ব্লগে টু মারা হয়। দুটি ছাড়া কোনটাতেই "নিক" নেই। ব্লগে বিচরন করলেও লেখা লেখি তেমন নেই বললেই চলে। ফেসবুকের লিঙ্কে ক্লিক করে এই ব্লগ দেখলাম। দু একটা লেখা পড়ে নিক করলাম। তবে আমার খুব আফসুস হয় ব্লগের এডমিন রা সাধারন ব্লগারেরর চাইতে অনেক বেশি প্রতিক্রিয়াশীল বলে মনে হয়। তাদের নিজস্ব মতবাদের বাইরে গেলে, যুক্তিতে অকাট্য হলে ব্লগে "ব্লক" করে দেয়া হয়।

আমার এক শুভাকাঙ্খি বলেছিল সবসময় দুইটা নিক করবি, যাতে একতা তে ব্লক করলে অন্যটা দিয়ে প্রতিবাদ করতে পারবি। কিন্তু আমার তা হয়ে উঠে না।

যাই হোক টুডে বলোগে আজ আসলাম। কোয়েকডিন চওখ রাখি।

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File