"আপনি যতদিন ইসলাম থেকে দূরে থাকবেন ততদিন জামাত-শিবির ধর্ম নিয়ে ব্যবসা করবে"
লিখেছেন লিখেছেন কানামাছি ২৩ মার্চ, ২০১৩, ১০:২৩:৫১ সকাল
জামাতিরা ধর্মব্যবসায়ী,এরা ধর্মের নামে ইসলাম নিয়ে তামাসা করে,তাই এই জংগি জামাত-শিবিরকে আর ধর্ম নিয়ে তামাসা করতে দেয়া যায়না।এরা দেশের শত্রু,ইসলাম এর শত্রু,এরা সাধারন মানুষ কে ধর্ম নিয়ে ধোকা দিচ্ছে,এরা দেশপ্রেমিক নয়।তাই আসুন জামাত-শিবির কে আর ধর্ম নিয়ে ব্যবসা করার সুযোগ না দিই।নিজেরা নিজ নিজ ধর্ম মেনে চলি।মুসলমান হলে,ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরতে যাই,আল্লাহর কোরান এবং রাসুলের জীবনী মনোযোগ দিয়ে পড়ি।রাসুল যে পদ্ধতিতে রাজনিতি করেছেন আমরাও সেই রাজনিতি শুরু করি। এই আওমিলিগ, বি,ন,পি আর বামদের রাজনিতি বর্জন করি।আর আমরা ইসলাম সম্মত উপায়ে দুনিয়ার সার্বিক জীবন পরিচালনা করার নিয়ত করি।পর্দা মেনে চলি।নিজের দেশকে ভালোবাসি, অন্যায়ের প্রতিবাদ করি-সামর্থ থাকলে হাত দিয়ে,মুখ দিয়ে কিম্বা অন্তর থেকে ।নিজেরা ইসলাম মেনে চলি।কারন আমরা যতদিন ইসলাম থেকে দূরে থা্কব ততদিন ধর্মব্যবসায়িরা ধর্ম নিয়ে ব্যবসা করবে।নিজেরা ইসলাম না জানলে ওরা আপনাকে,আমাকেও ধোকা দিবে।তাই নাম্ মাত্র সমালোচনা না করে নিজেরা সৎ হই।কারন শেষ বিচারের দিন আমার হিসেব আমাকেই দিতে হবে আল্লাহর কাছে।তাই জেগে উঠার এখনি সময়।।
বিষয়: বিবিধ
১৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন