ঈমান নিয়ে মরতে চাই
লিখেছেন লিখেছেন লাগারেকাডিরা ০৩ জুলাই, ২০১৪, ০৮:৫৭:২৮ সকাল
ইহুদিরা হত্যা করেছে খদিরকে,আবার হামলা করেছে ফিলিস্তিনিদের উপর।
কুখ্যাত বৌদ্ধ ভিক্ষু আসিন ভিরাথু তার দলবল নিয়ে হামলা করেছে মাসজিদে ও মুসলিমদের দোকানে।
মিয়ানমারে মুসলিমাহ দের দুই দিন প্রস্রব ব্যাথায় ছটফট করতে হয়।
ইসলামি ছাত্রি সংস্থা করার কারনে বাংলাদেশে মুসলিমাদের জেলে যেতে হয়।
সুরা বুরুজে পাই, শুধু মাত্র ঈমান আনার কারনে মুসলিম নারী পুরুষদের কে আগুনে পুড়ে ছাই হতে হয়েছিল।
শুধু মাত্র ঈমান আনার কারনে হযরত বেলালকে তপ্ত বালুতে সিদ্ধ হতে হয়েছিল।
আর আমার মাসজিদের খতিব সাহেব মুনাজাত করেন "আল্লাহ রমযান মাসে জুম্মার দিনে মাসজিদের ভিতর রোযা অবস্থায় আমার মৃত্যু দিও"। তিনি চ্যালেঞ্জ করেন তারাবী ৮ রাকাত না ২০ রাকাত। আলোচনা করেন আমিন জোরে হবে না আস্তে, রাফেয়াদাইন করা যাবে কি যাবে না।
তিনি আলোচনা করেন: ড. জাকির নায়েক আলেম না, মাওদুদী ইসলামের ভুল ব্যখ্যা দিছে, নাসিরুদ্দিন আলবানির মাস'আলা ভুল।
আথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন:
তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইয়োনা(আল-ইমরান:১০৩)
আল্লাহ পাক পবিত্র কোরআনে আর বলেন:
আর তোমাদের কি হল যে, তেমারা আল্লাহর রাহে লড়াই করছ না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর; এখানকার অধিবাসীরা যে, অত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। (নিসা:৭৫)
হযরত আবু হুরায়রা (রা) হতে বর্নিত তিনি বলেন, রাসুল (স বলেছেন, যে ব্যাক্তি মৃত্যু বরন করেছে অথচ না সে জিহাদ করেছে, আর না তার মনে জিহাদের কোন চিন্তা, সংকল্প বা ইচ্ছার উদ্রেক হয়েছে তবে সে ব্যাক্তি মুনাফিকের ন্যয় মৃত্যু বরন করল।(মুসলিম)
আমাদের ইমামরা বলেন না, মরতেই হবে যখন শহীদি মরন দিও আম
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন