“গে” পল্লীতে বাংলাদেশ পুলিশ

লিখেছেন লিখেছেন লাগারেকাডিরা ২১ মে, ২০১৩, ০২:০৪:২১ রাত



হেফাজতের একজন কর্মীকে জবাই করার ফটো দেখেছিলাম ফেইসবুকে। তাঁর শরীর থেকে রক্ত ঝরছিল। ধারালো কিছুর আঘাতে রক্ত ঝরে , এটা আমরা সবাই জানি।

কিন্তু হেফাজতের আরেকজন কর্মীর ভিডিও দেখেছি ,তাঁর শরীর থেকে ও রক্ত ঝরেছে, কিন্তু কোন ধারালো অস্ত্র ব্যবহার করা হয়নি , তবুও রক্ত ঝরছে রক্তে রাস্তা সুদ্ধ লাল, ধারালো অস্ত্র ব্যবহার না করেও হাতের লাঠি দিয়ে পেটাতে পেটাতে কোন সাপের নয় , কোন কুকুরের নয় , একজন মানুষের রক্তে রাস্তা লাল করেছেন আমাদের

“বাংলাদেশ পুলিশ”

এর কিছু বীর।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন ৪৬ দিন রিমান্ডে ছিলেন“বাংলাদেশ পুলিশে” এর হেফাজতে । পুলিশ যখন তাঁকে কোর্টে নিয়ে আসে তখন তিনি ছিলেন অজ্ঞান, পঙ্গু, প্রায় বোবা, চোখ দুটি দিয়ে কিছু দখেছেন কিনা জানিনা। একদিনে নয় ৪৬ দিন ধর্যেরসাথে তিল তিল করে তাঁর এই হাল করেছে

“বাংলাদেশ পুলিশ”।

অজ্ঞান, পঙ্গু , প্রায় বোবা, লোককে সম্পুর্ন সুস্থ বলে আরো ১৭ দিনের রিমান্ড চেয়ে নিজের বিকৃত মস্তিস্কের পরিচয় তুলে ধরেছেন রাস্ট্র পক্ষের মাহামান্য এক আইনজীবী ।

তেমনি ভাবে জীবিত যুবকের নাক,মুখ,চোখ,মাথা, দিয়ে লাঠির আঘাতে আঘাতে রক্ত ঝরিয়ে বিকৃত মস্তিস্কের পরিচয় তুলে ধরেছে

“বাংলাদেশ পুলিশ”।

অস্ত্রের নলে অনেক কিছু দমিয়ে রাখা যায় কিন্তু চেতনা দমিয়ে রাখা যায় না।

ইউরোপে দাস প্রথা এখন আর নেই , নির্যাতিত নিগ্রোরাও ফিরে পেয়েছে তাঁদের অধিকার, আমেরিকার রাস্ট্র পতিও তাদের একজন।

নবী করীম (সঃ) একদিন উসমান বিন সাইবির কাছে কাবার চাবি চেয়েছিলেন দুরাকাত নামাজ পড়ার জন্য সে চাবি দেয়নি , নবী করীম (সঃ) বলেছিলেন, এমনও তো হতে পারে এই চাবি একদিন আমাদের হাতে থাকবে। এতিহাস সাক্ষী সেই চাবি মুসলমানদের হাতেই এসেছে।

আজ না হোক কাল বাংলার মাযলুমরা মুক্ত হবে, পতপত করে উড়বে সত্যের পতাকা। সেই দিন এই বিকৃত মস্তিস্কের

“বাংলাদেশ পুলিশ ও রাস্ট্রীয় আইনজীবী”

দেরকে পালাতে হবে আফ্রিকার কোন “গে” পল্লীতে, কারণ সেটাই বিকৃত মস্তিস্কের লোকদের উত্তম আবাসস্থল।

লাগারেকাডিরার অনেক কেছুই লাগাইতে ভুল হয় ক্ষমার দৃস্টেতে দেখবেন।

বিষয়: বিবিধ

৩৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File