যেভাবে ব্রাজিলের পচা গম গুলো কাজে লাগাতে পারে...

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৬ জুলাই, ২০১৫, ০৪:৪৫:২১ বিকাল



গম বাবার আগমনঃ গম বাবা কামরুলী ওরফে গমপুরীর দরবার খোলা হবে।গম বাবা শুধু গম খায় আর সব রোগের জন্য গম পড়া দেয়। মানুষ লাইন ধরবে গম পড়া নিতে।

রুপচর্চায় গমঃ টিভিতে বিজ্ঞাপন হবে "এসে গেছে টিব্বত গমের তেল, চুল হবে আরো মজবুত এবং কহিনূর গম ক্রিমে ত্বক হবে আরো ফর্সা" ।টাক্লা মার্কা দেখে ক্রয় করুন >আপুরা কিনবেই।

গম খাওয়ার প্রতিযোগিতাঃ সবচেয়ে বেশি গম খেলে সঙ্গীকে নিয়ে ফ্রীতে ব্রাজিল থেকে ঘুরে আসার অফার করা হবে।

গম নিয়ে বাংলা ছবিঃ জনগণকে গমমুখী করতে "গম খাবি কিনা বল" নামের ছবিতে দেখা যাবে অনন্ত জলিল গম খেলেই শরীরে শক্তি বাড়ছে, তাই আন্তর্জাতিক গম চক্রের গুন্ডারা তার সাথে ফাইট করে পারবে না। থাকবে গমসং সহ আরো অনেক চমক।

ঈদের নাটক গমখোরঃ এই নাটকে গমখোর মোশারফ করিমের ডায়ালগ হবে "কেউ আমারে গম খাওয়াইয়া মাইরালা।" নায়িকা গম খাওয়া দেখেই তার প্রেমে পড়বে ।

গমের সাথে সেলফীঃ গম পার্টিতে গমের সাথে সেলফী মানে গমফী তুলে ফেসবুকে আপলোড দিয়ে সবচেয়ে বেশি লাইক পেলেই সরকার উপহার দিবে ।

গমপ্রাইজঃ প্রিয়জন কে সব সময় সারপ্রাইজ দিয়েছেন, এবার ঈদে দিন গমপ্রাইজ ।গিপ্ট দিন গমের তেল, গম ক্রিম অথবা এক প্যাকেট গম ।

ইমোশনে হিট দিয়েঃ সারাদেশে প্রচার করা হবে ব্রাজিলের সমর্থকরা ব্রাজিলের গম না খেলে তারা সমর্থক নামের কলঙ্ক । গম না খেয়ে যাবে কই!!

পাঠ্য বইয়ে গম অধ্যায়ঃ দ্রুত সকল ক্লাসের পাঠ্য বইয়ে যুক্ত করা হবে গম অধ্যায় । গমের পুষ্টি গুনাগুন সম্পর্কে আলোচনা সহ লিখা থাকবে গম কখনো পচে না ।আরো থাকবে গম রচনা ।

গম রেসিপিঃ মহিলা গম বিশেষজ্ঞরা আবিষ্কার করবে গমের নানা রেসিপি | যেমন- গমের স্যুপ ,গম ভূনা, গম ভাজা, গম পোড়া বা গম গ্রীল, গমের শরবত, এবং গম ভর্তা সহ আরো আইটেম ।

এভাবেই দেখবেন আমরা সবাই একদিন গমখোর হয়ে যাব । ভাত খেয়েছেন কিনা জানতে না চেয়ে বলবে "দুপুরের গম খেয়েছেন? ভাবী গমটা রান্না করে আসি... !!

বিষয়: বিবিধ

১৮০৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328866
০৬ জুলাই ২০১৫ বিকাল ০৫:১২
নিরবে লিখেছেন : ভালো লাগলো
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
271140
বাংলার দামাল সন্তান লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
328867
০৬ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
271141
বাংলার দামাল সন্তান লিখেছেন : পড়ে মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
328874
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
শেখের পোলা লিখেছেন : ভাতিজা, দারুন হয়েছে বটে! এবারের ঈদে গমের মাধ্যমে ফেতরা আদায়ের রুল জারী হবে৷ ফলে আরও গম আনার প্রয়োজন হয়ে পড়বে৷
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
271142
বাংলার দামাল সন্তান লিখেছেন : জি কাকা আমিও আপনার সাথে সহমত!
328876
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাননীয় স্পিকার কামরুইল্লাকে ‘গম চোর’ বলার অনুমতি দেন ! আমরা সংবিধান বিরুধী কোন কাজ করব না বলেই স্পিকারের অনুমতি চেয়েছি। আমি আবার অনুরুধ জানাচ্ছি মাননীয় স্পিকার কামরুইল্লাকে ‘গম চোর’ বলার অনুমতি দেন।
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
271143
বাংলার দামাল সন্তান লিখেছেন : অনুমতি দিতে হবে না, চোর কে চোর বলতে দ্বিধা কোথায়?
328883
০৬ জুলাই ২০১৫ রাত ০৮:০১
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:১০
271593
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।Applause Applause Applause Applause Applause Applause
328928
০৭ জুলাই ২০১৫ রাত ০১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গম হইয়ে!!! গমের খতা হুনি আঁরতুন গম ন-লাগে।
গম সে ভরি ইয়ে দুনিয়া.....
(চট্টগ্রামি ভাষায় গম মানে ভালো আর উর্দুতে দুঃখ্!!!)
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:১০
271594
বাংলার দামাল সন্তান লিখেছেন : বদ্দা আন্নে গম আছেননি?
328973
০৭ জুলাই ২০১৫ দুপুর ০১:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

যে সব নেতার টাকু তাদের জন্য এই থেরাপি.. অনেক ধন্যবাদ।
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:১১
271595
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঘটনা সত্য, আসামী নির্দোশ
328984
০৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:০১
হতভাগা লিখেছেন : ব্রাজিলের গম খেলে ব্রাজিলিয়ানদের মত ফুটবল খেলা যাবে - এই ধোঁয়া তুলে দেশের প্রিমিয়ার লীগের সব খেলোয়ারদের এটা খাওয়ানো যেতে পারে।
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:১১
271596
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর প্রস্তাবনা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File