তোমরা কথা দাও.... (এক দুঃখিনি মায়ের করুন আর্তনাদ)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২১ জানুয়ারি, ২০১৫, ০৭:৫৪:৩৮ সন্ধ্যা



জনি...... বাবা কথা শোন, আর দুষ্টামি করে না। বোতলের সবটুকু দুধ খেয়ে নে বাবা। না খেলে বড় হবি কিভাবে? একটা গান শোনাব? তাহলে খাবি আচ্ছা দাড়া......... আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। চাদের কপালে চাঁদ টিপ দিয়ে যা...... জনি......এই তো বাবা, আর এক পা, আর এক পা......সাব্বাশ। দেখো দেখো আমার ছোট্ট জনি আজ হাটতে শিখেছে। আহা আস্তে, দৌড়ায় না, পড়ে গিয়ে ব্যাথা পাবি বাবা। উফ......জনি। পাড়ার সবাই খালি নালিশ করছে তোর নামে। খালি দুরন্তপনা। গতকাল গাছ থেকে পড়ে হাতটাও ভেঙে ফেললি। কি যে করি তোকে নিয়ে? একটু মনোযোগ দিয়ে লেখাপড়া কর বাবা। আর কটা দিন পাস করলেই বিয়ে দিয়ে দিব। লক্ষি একটা টুকটুকে বউ ঘিরে নিয়ে আসব সাবধানে থাকিস বাবা। ডিবি পুলিশ নাকি তোকে খুজচ্ছে? তোর বউটা ৭ মাসের অন্তঃসত্ত্বা। তাড়াতাড়ি ঘরে ফিরিস আজ। তোমরা সবাই কি বলছ এসব, আমার ছেলে আর ফিরে আসবে না? জনিইইইইইইই। একবার ওঠ বাবা, কথা বল। ওঠ বাবা, চোখ মেলে তাকা একটি বার। সেকি চারিদিকে এত রক্ত কেন তোর কপাল এত ঠাণ্ডা কেন? জনিইইইইইইই......।

আহ কি নিষ্ঠুর পুলিশ! কি করে পারলে ১৬ টা গুলি দিয়ে আমার ছেলের দেহটাকে এভাবে ঝাঁজরা করে দিতে? কি করে পারলে এমন একটা তাজা প্রাণ নিমেষের মধ্যে কেড়ে নিতে? তোমাদের বুকে কোন মায়াদয়া নেই? তোমাদের হাত কি একবারও কাপলোনা? হে আল্লাহ তুমি এর বিচার করো। বিচার করো সেই সব পাশানদের যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত। যারা এই হত্যার আদেশ দিয়েছে, যারা এই গুলি করেছে। আজ আমি অভিশাপ দিলাম, আমার মতন এই জালিমদের মায়ের বুকও যেন খালি হয়ে যায়। ওদের মাও যেন ওদের ঠাণ্ডা কপালে হাত রেখে আর্তনাদ করে কাঁদে। আমি অভিশাপ দিলাম ওদের স্ত্রীরাও যেন শিশিরের মতন বিধবা হয়ে যায়। আমি মা হয়ে তোমাদের আজ এই কঠিন অভিশাপ দিলাম। তোমরা কেউ কি পারবে না আমার জনির হত্যার মতন সব হত্যার বদলা নিতে? তোমরা কি পারবে না এই জালিম অবৈধ সরকারের পতন করতে যাতে আমার মতন আর কোন মাকে এভাবে অকালে তার সন্তান হারাতে না হয়। কথা দাও আমার ছেলের রক্ত তোমরা বৃথা যেতে দেবে না। কথা দাও.........

(ফেসবুক থেকে সংগৃহিত)

বিষয়: বিবিধ

১৫৬৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301146
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মায়ের দোয়া, আর মায়ের কান্না বৃথা যাবেনা ইনশা-আল্লাহ!
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:০৪
243593
বাংলার দামাল সন্তান লিখেছেন : ইনশাআল্লাহ্ সেই সময়ের অপেক্ষায় রইলাম।
301148
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২৭
বাকপ্রবাস লিখেছেন : ভাষা নেই, নিশ্চয় এর পুরষ্কার আল্লাহ দিবেন, যিনি এসব করাচ্ছেন তাকে
২১ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৫
243603
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহর কাছে ফরিয়াদ, তিনি যেন এর বিচার করেন।
301149
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৪৭
অনেক পথ বাকি লিখেছেন : এসব কান্না দেখতে দেখতে বুকটা আমার পাথর হয়ে গেছে। Sad
২১ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৬
243604
বাংলার দামাল সন্তান লিখেছেন : আর কত এইসব অবিচার দেখতে হবে ভাই?
301154
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৩
মোতাহারুল ইসলাম লিখেছেন : ঈষান কোলে কালো মেঘ, অশনী সংকেত।
২১ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৬
243607
বাংলার দামাল সন্তান লিখেছেন : মেঘের পর রোদ আসবেই ইনশাআল্লাহ
301164
২১ জানুয়ারি ২০১৫ রাত ১০:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বলার কোন শেষ নাই সব কিছু বৃথা তাই!
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২২
243649
বাংলার দামাল সন্তান লিখেছেন : আর কত এইসব অবিচার দেখতে হবে ভাই?
301174
২১ জানুয়ারি ২০১৫ রাত ১১:২৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। হৃদয় বিদারক লিখাটি শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর। বর্তমান সরকারের পতন এখন সময়ের দাবী। হক্বের হাকীম নিশ্চয়ই এসব পাশবিক উল্লাসের বিচার করবেন।
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২২
243650
বাংলার দামাল সন্তান লিখেছেন : আর কত এইসব অবিচার দেখতে হবে ভাই?
301190
২২ জানুয়ারি ২০১৫ রাত ০১:২২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২২
243651
বাংলার দামাল সন্তান লিখেছেন : আর কত এইসব অবিচার দেখতে হবে ভাই?
301197
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৪২
তহুরা লিখেছেন :
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২২
243652
বাংলার দামাল সন্তান লিখেছেন : আর কত এইসব অবিচার দেখতে হবে ভাই?
301199
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৪:১৬
তায়িফ লিখেছেন : ঢাকা শহরের ১০ ভাগ মানুষ যদি একসাথে রাস্তায় নামত তবে খুনি হাসিনা পালিয়ে রক্ষা পেত না। কিন্তু তারা বিরোধীদলকে দোষারূপ করতেছে। কিন্তু নিজের বাপ বা ভাইকে যখন কাল ডিবি তুলে নিয়ে যাবে তখন আশে পাশে কাউকে পাবে না।
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৩
243653
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার সাথে সহমত।
১০
301281
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অসহায় মায়েদের কান্নার আওয়াজ বাংলার আকাশে বাতাসে কম্পন করতেছে
১১
303551
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৭
আবরণ লিখেছেন : আওয়ামী পুলিশরা মানুষ নয়। ওরা শুধুই পুলিশ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File