তোমরা কথা দাও.... (এক দুঃখিনি মায়ের করুন আর্তনাদ)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২১ জানুয়ারি, ২০১৫, ০৭:৫৪:৩৮ সন্ধ্যা
জনি...... বাবা কথা শোন, আর দুষ্টামি করে না। বোতলের সবটুকু দুধ খেয়ে নে বাবা। না খেলে বড় হবি কিভাবে? একটা গান শোনাব? তাহলে খাবি আচ্ছা দাড়া......... আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। চাদের কপালে চাঁদ টিপ দিয়ে যা...... জনি......এই তো বাবা, আর এক পা, আর এক পা......সাব্বাশ। দেখো দেখো আমার ছোট্ট জনি আজ হাটতে শিখেছে। আহা আস্তে, দৌড়ায় না, পড়ে গিয়ে ব্যাথা পাবি বাবা। উফ......জনি। পাড়ার সবাই খালি নালিশ করছে তোর নামে। খালি দুরন্তপনা। গতকাল গাছ থেকে পড়ে হাতটাও ভেঙে ফেললি। কি যে করি তোকে নিয়ে? একটু মনোযোগ দিয়ে লেখাপড়া কর বাবা। আর কটা দিন পাস করলেই বিয়ে দিয়ে দিব। লক্ষি একটা টুকটুকে বউ ঘিরে নিয়ে আসব সাবধানে থাকিস বাবা। ডিবি পুলিশ নাকি তোকে খুজচ্ছে? তোর বউটা ৭ মাসের অন্তঃসত্ত্বা। তাড়াতাড়ি ঘরে ফিরিস আজ। তোমরা সবাই কি বলছ এসব, আমার ছেলে আর ফিরে আসবে না? জনিইইইইইইই। একবার ওঠ বাবা, কথা বল। ওঠ বাবা, চোখ মেলে তাকা একটি বার। সেকি চারিদিকে এত রক্ত কেন তোর কপাল এত ঠাণ্ডা কেন? জনিইইইইইইই......।
আহ কি নিষ্ঠুর পুলিশ! কি করে পারলে ১৬ টা গুলি দিয়ে আমার ছেলের দেহটাকে এভাবে ঝাঁজরা করে দিতে? কি করে পারলে এমন একটা তাজা প্রাণ নিমেষের মধ্যে কেড়ে নিতে? তোমাদের বুকে কোন মায়াদয়া নেই? তোমাদের হাত কি একবারও কাপলোনা? হে আল্লাহ তুমি এর বিচার করো। বিচার করো সেই সব পাশানদের যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত। যারা এই হত্যার আদেশ দিয়েছে, যারা এই গুলি করেছে। আজ আমি অভিশাপ দিলাম, আমার মতন এই জালিমদের মায়ের বুকও যেন খালি হয়ে যায়। ওদের মাও যেন ওদের ঠাণ্ডা কপালে হাত রেখে আর্তনাদ করে কাঁদে। আমি অভিশাপ দিলাম ওদের স্ত্রীরাও যেন শিশিরের মতন বিধবা হয়ে যায়। আমি মা হয়ে তোমাদের আজ এই কঠিন অভিশাপ দিলাম। তোমরা কেউ কি পারবে না আমার জনির হত্যার মতন সব হত্যার বদলা নিতে? তোমরা কি পারবে না এই জালিম অবৈধ সরকারের পতন করতে যাতে আমার মতন আর কোন মাকে এভাবে অকালে তার সন্তান হারাতে না হয়। কথা দাও আমার ছেলের রক্ত তোমরা বৃথা যেতে দেবে না। কথা দাও.........
(ফেসবুক থেকে সংগৃহিত)
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন