গুলি কেন ?

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ জানুয়ারি, ২০১৫, ০৬:৩৩:৩২ সন্ধ্যা



গুলি নামের এই ভয়ঙ্কর শব্দ কয়েকদিন থেকে আওয়ামীলীগ ও প্রশাসন ব্যবহার করতেছে। নিজেদের সার্থে ভয়ঙ্কর মনোভাব সৃষ্টি করেছে আওয়ামী সরকার সাথে প্রশাসন। গুলি কার বুকে চালাবে প্রশাসন বা কার বুকে চালাচ্ছে ? যাদের টাকায় প্রশাসনের কর্মচারী বেতন পাচ্ছে তাদের বুকে গুলি কেন করা হবে ? তাদের বুকে গুলি না চালিয়ে তাদের কথা শুনলেই হয়।

মন্ত্রী , পুলিশের আইজি, র‌্যাব এবং বিজিবির ডিজি গুলি করার মাধ্যমে খুন করে দেশের জনগনের গণতন্ত্র রক্ষার আন্দোলনের স্প্রিট থামিয়ে দিতে চাচ্ছে। কিন্তু সেটা কি সম্ভব ? কর্মিহীন নেতা মঈন উদ্দিন খান বাদল বানরের মতো লাফাইয়া সংসদে গুলি করার কথা বলে গুলি করা হলো দেশের কুটনৈতিক রিয়াজকে। খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি ,জামায়াত নেতা নড়াইলের পৌর কাউন্সিলর ইমরুল কায়েস ,ছাত্রদল নেতা মতিউর রহমান সহ অনেকেই গুলি বিদ্ধ হয়ে মৃত্যু বরণ করতেছেন।

মন্ত্রীদের মধ্যে বিড়ি গুন্ডা নামে পরিচিত মহসিন ,কামরুল ,মতিয়া সহ অনেকেই গুলি করে দেশের জনগনের রক্ত দেখার মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন।

দেশের জনগনের মনের ভাষা বুঝার ক্ষমতা নেই আয়ামিলিগের তবে নিজেদের ক্ষমতা আকড়ে রাখার কৌশল জানা আছে।দেশের মানুষকে গুলি করে পরিস্তিতি শান্ত করা যাবে না। দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে দেশের জনগনের অধিকার ফিরিয়ে দিলে পরে শান্ত হবে পরিস্তিতি। দেশের জনগণ যেখানে তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে সেখানে জনগনের টাকার প্রশাসন কেন জনগনকে গুলি করবে বরং জনগনের পাশে এসে দাড়াতে হবে।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301128
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
shaidur rahman siddik লিখেছেন : প্রতিদিনেই জোরপূর্বক নতুন আইন
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
243588
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই আইনে দেশের জনগণ চাপা পড়তেছে
301132
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাংলার জনগণ একদিন এই অবিচারের বিচার করবে, সেইদিন পালানো পথ খুঁজে পাওয়া যাবে না।
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
243589
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই দিনের অপেক্ষায় আছি ভাই
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৩৩
243640
রক্তলাল লিখেছেন : আজকে কতে প্রবলেম কি। তাদেরকেও সমান শাস্তি এখনি দেয়া উচিত
301138
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১০
সজল আহমেদ লিখেছেন : বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পুলিশপ্রধান রাজনৈতিকদের মত কর্মকাণ্ড করছে ।এর চেয়ে বড় কথা হচ্ছে, পুলিশপ্রধান সরকারি দলের মুখপাত্রের ভূমিকায় নেমেছে। এটা অবশ্যই জনগণের জন্য একটি নেতিবাচক ঘটনা। এর বিরোধিতা করা দরকার।
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
243590
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেহ্সেন ভাই সবাই বিরোধিতা করা দরকার Good Luck
301139
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গদি রক্ষায় গুলি চালান ছাড়া আর কোন কিছু করার সুযোগ আর নাই।
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
243591
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,,কিন্তু গুলি করে কি ওরা গদি ঠিকিয়ে রাখতে পারবে ?
301140
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : দেশে এখন গৃহ যুদ্ধ পুর্বাবস্থা বিরাজ করছে। একে সিরিয়া সিন্ড্রোম বলা যায়।
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
243592
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ৭১ থেকে ও ভয়ঙ্কর পরিস্তিতি বিরাজ করতেছে বলে মুক্তিযোদ্ধারা বলতেছেন Surprised
301161
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৪
আফরা লিখেছেন : সময় আর বেশি নাই এটাই শেষ কামড় ---।
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫২
243708
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মৃত্যুর আগে শেষ কামর দেয়
301170
২১ জানুয়ারি ২০১৫ রাত ১১:২০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ শাহীন ভাইয়া। বাতি নিভার আগে ধপ করে জ্বলে উঠে। বর্তমান অবৈধ সরকারের অবস্থাও তদ্রূপ। সময়োপযোগী গুরুত্বপূর্ণ লিখাটির জাজাকাল্লাহু খাইর।
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫২
243709
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
301215
২২ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৮
হতভাগা লিখেছেন : সোমবারের মধ্যেই দেশে শান্তি ফিরিয়ে আনা হবে , তার আগে অশান্তি বেগমকে খোয়াড়ে ঢোকাতে হবে।
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৩
243710
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হিটলার ভাই সব জানে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File