গুলি কেন ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ জানুয়ারি, ২০১৫, ০৬:৩৩:৩২ সন্ধ্যা
গুলি নামের এই ভয়ঙ্কর শব্দ কয়েকদিন থেকে আওয়ামীলীগ ও প্রশাসন ব্যবহার করতেছে। নিজেদের সার্থে ভয়ঙ্কর মনোভাব সৃষ্টি করেছে আওয়ামী সরকার সাথে প্রশাসন। গুলি কার বুকে চালাবে প্রশাসন বা কার বুকে চালাচ্ছে ? যাদের টাকায় প্রশাসনের কর্মচারী বেতন পাচ্ছে তাদের বুকে গুলি কেন করা হবে ? তাদের বুকে গুলি না চালিয়ে তাদের কথা শুনলেই হয়।
মন্ত্রী , পুলিশের আইজি, র্যাব এবং বিজিবির ডিজি গুলি করার মাধ্যমে খুন করে দেশের জনগনের গণতন্ত্র রক্ষার আন্দোলনের স্প্রিট থামিয়ে দিতে চাচ্ছে। কিন্তু সেটা কি সম্ভব ? কর্মিহীন নেতা মঈন উদ্দিন খান বাদল বানরের মতো লাফাইয়া সংসদে গুলি করার কথা বলে গুলি করা হলো দেশের কুটনৈতিক রিয়াজকে। খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি ,জামায়াত নেতা নড়াইলের পৌর কাউন্সিলর ইমরুল কায়েস ,ছাত্রদল নেতা মতিউর রহমান সহ অনেকেই গুলি বিদ্ধ হয়ে মৃত্যু বরণ করতেছেন।
মন্ত্রীদের মধ্যে বিড়ি গুন্ডা নামে পরিচিত মহসিন ,কামরুল ,মতিয়া সহ অনেকেই গুলি করে দেশের জনগনের রক্ত দেখার মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন।
দেশের জনগনের মনের ভাষা বুঝার ক্ষমতা নেই আয়ামিলিগের তবে নিজেদের ক্ষমতা আকড়ে রাখার কৌশল জানা আছে।দেশের মানুষকে গুলি করে পরিস্তিতি শান্ত করা যাবে না। দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে দেশের জনগনের অধিকার ফিরিয়ে দিলে পরে শান্ত হবে পরিস্তিতি। দেশের জনগণ যেখানে তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে সেখানে জনগনের টাকার প্রশাসন কেন জনগনকে গুলি করবে বরং জনগনের পাশে এসে দাড়াতে হবে।
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন