ফেনী ও নারায়ণগঞ্জের ঘটনার বিষয়ভিত্তিক সম্পর্ক!!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৪ মে, ২০১৪, ১০:৪৭:২৫ সকাল
ফেনী ও নারায়ণগঞ্জের ঘটনার বিষয়ভিত্তিক সম্পর্ক!!!
বিষয়-ফেনী-নারায়ণগঞ্জ
#গডফাদার-নিজাম হাজারী-শামীম ওসমান
#প্রতিপক্ষ-জয়নাল হাজারী-আইভি রহমান
#ভিকটিম-একরাম-নজরুল
#দল-নিজ দলের-নিজ দলের
#কারণ-ভাগ+ভাটোয়ারা-ভাগ+ভাটোয়ারা
#হত্যার_ধরণ- অমানবিক-অমানবিক
#দোষ_চাপানো-মিনার-নুর হোসেন
#একশন-বাড়ি পোড়ানো-বাড়ি পোড়ানো
#খুনি -BAL বাহিনী-RAB বাহিনী
#কমন উক্তি- বিরোধীদলের কাজ
#জনগনের প্রতিক্রিয়া- আতংকিত
খুনির অবস্থান- চোখের সামনে, #ধরা ছোঁয়ার বাইরে
খুনি --BAL বাহিনী-RAB বাহিনী
আরো আছে,
দুই ঘটনাই ভয়ানক, রোমহর্ষক!
দুই ভিকটিম নিজেরাও খুনি ছিলেন!
এটা আল্লাহ'র বিচার, আর আওমী বিচার ব্যবস্থার ধরণ উন্মোচন করা।
এখানে দলীয় বিবেচনায় নিজাম হাজারী আর শামীম ওসমানকে বাঁচানো হচ্ছে।
এটাই আওয়মী চরিত্র, সন্ত্রাসীদের বাঁচানো আর নিরপরাধ মানুষদের মিথ্যা অভিযোগে বিচারিক হত্যা করা। মনে হয় আল্লাহ'র গজব পড়া শুরু হয়ে গেছে। এভাবেই মনে হয় বাংলার মানুষদের সামনের আওয়ামীলীগ এর আসল পরিচয় তুলে ধরবেন।
দুই কুকুর খাবার নিয়ে জগড়া করে কিন্তু তারা আবার কাউকে খুন করেনা।
কিন্তু, আওয়ামী কুকুরের চেয়েও খারাপ, তাই এরা খাবার নিয়ে ঝগড়া করে আবার প্রতিপক্ষকে হত্যা করে!
কোন একদিন, একরাম-নজরুলদের হাতে অনেক মানুষ খুন হয়। আজ তারা ইতিহাসের অংশ!
প্রত্যাশা-
আগামী কোন একদিন আবার আসবে নতুন খবরের কাগজ নতুন খবর নিয়ে- "নারায়ণগঞ্জে শামীম ওসমান খুন, টয়লেটের ট্যাংক হতে লাশ উদ্দার" অথবা,
"ফেনীর ছোট হাজারী খুন, আগুনে পুড়ে কাবাব"
(সংগৃহীত)
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লেখেছেন ভাই
মন্তব্য করতে লগইন করুন