একটি শিশু!

লিখেছেন লিখেছেন মেঘে ঢাকা স্বপ্ন ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০২:৫৬ রাত



একটি শিশু!

দিনদুপুরে ঘুরে বেড়াই

রেলবিটে, ফুটপাতে,

হয়তোবা রাস্তার ধারে।

@@

নিচ্ছে না খোঁজ কেউ তো তার

কাটছে সময় হেলায়।

@@

দুমুঠো অন্নের সন্ধানে,

ভিক্ষার তালা হাতে নিয়ে

ঘুরে বেড়ায় ব্যস্ত রাস্তার

পথচারিদের গা ঘেষে,

বাসের ভিতর, দোকানের ধারে।

@@

যদি না জুটে দুটো পয়সা,

ক্ষিধার জ্বালায় ঠাই হয়

ডাস্টবিনে, উচ্ছিষ্ট খাবারের স্তুপে।

@@

কখনো গায়ে ধুলি মেখে

হই হোল্লাড় করে বন্ধুদের সাথে।

বস্তার থলে কাঁধে নিয়ে কুড়ে নেই কাগজের টুকরো,

বাসাবাড়ি থেকে ফেলা দেওয়া

অপ্রয়োজনীয় জিনিসপত্রের খুঁজে

ঘুরে বেড়ায় এই গলি থেকে ঐ গলি।

@@

দিন শেষে অন্ধকার ঘনিয়ে আসে,

অবশেষে মাথা গুজায় ফুটপাতে,

হয়তোবা রাস্তার ধারে খোলা আকাশের নীচে।

@@

হেলায় খেলায় হচ্ছে তারা বড়,

পাচ্ছে না কোন শিক্ষা।

এই পৃথিবীতে জন্ম নেওয়ায়

এই কি তাদের পাওয়া?

@@

একটি শিশু!

আগামীর ভবিষ্যত্‍, জাতির কর্ণদ্বার।

তাদের জন্য চাই শিক্ষা,

চাই পরিবেশ, চাই স্বাধীনতা।

@@

আসুন, অনাহারী শিশুর মুখে অন্ন তুলে দিই,

বস্ত্র, বাসস্থান দিয়ে টেনে নিই বুকে।

@@

শিক্ষার সুযোগ দিয়ে

তাদের করি আলোকিত,

এই হোক মোদের পণ।

______________

বিষয়: সাহিত্য

১৫৪৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260494
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৪৪
204339
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকেও Good Luck

-------------
একটি শিশু!
আগামীর ভবিষ্যত, জাতির কর্ণদ্বার।
তাদের জন্য চাই শিক্ষা,
চাই পরিবেশ, চাই স্বাধীনতা।
260506
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৫

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : শিক্ষার সুযোগ দিয়ে
তাদের করি আলোকিত,
এই হোক মোদের পণ। Thumbs Up Thumbs Up Rose Rose
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৪৬
204340
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : হুম, মতামতের জন্য ধন্যবাদ আপনাকে Good Luck

-------------
একটি শিশু!
আগামীর ভবিষ্যত, জাতির কর্ণদ্বার।
তাদের জন্য চাই শিক্ষা,
চাই পরিবেশ, চাই স্বাধীনতা।
260529
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৯
মাহফুজ আহমেদ লিখেছেন : খুবই দুঃখজনক!
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৫৭
204342
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : দুঃখজনক হওয়ারই কথা! রাস্তাঘাটে যখন ঐসব অবহেলিত রোগাক্রান্ত হেলায় খেলায় মত্ত শিশুগুলোকে দেখি তখন একটা প্রশ্ন নিজের মনের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকে -এই ধরণীতে জন্ম নেওয়ায় এই কি তাদের পাওয়া?

ধন্যবাদ বড় ভাইকে! Good Luck
260530
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন :
ভোগ-বিলাসে মত্ত আছ নিত্যদিনে যারা
অনাহারীর কষ্টগুলো বুঝিবা কিসে তারা ?
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৩৯
204345
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : রাসুল সাঃ বলেছেন সর্বদা আশেপাশের প্রতিবেশীদের খোঁজখবর নিতে ! আর বর্তমান সমাজের বাস্তবতা চিন্তা করলে দেখা যায় পাশের ঘরের মানুষটি দুঃখ দুর্দশায় না খেয়ে দিন কাটাচ্ছে অথচ তার পাশের ঘরের লোকগুলো আনন্দফুর্তিতে দিন কাটাচ্ছে, তার পাশের লোকটি যে দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছে তার খবরও নেওয়ার সময় নেই তাদের।

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ! Good Luck

-------------
একটি শিশু!
আগামীর ভবিষ্যত, জাতির কর্ণদ্বার।
তাদের জন্য চাই শিক্ষা,
চাই পরিবেশ, চাই স্বাধীনতা।
260570
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৫
আজিম বিন মামুন লিখেছেন : অসাধারন ধন্যবাদ দিলাম,অসাধারন লেখার জন্য।
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৮
204356
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ Good Luck
260616
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩২
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর আহবান! খুব ভালো লাগ্লো! শুকরিয়া Good Luck
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১০
204357
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ও সালাম রইল.....
260650
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৯
ভিশু লিখেছেন : সুুন্দর বলেছেন!
Good Luck Good Luck Good Luck
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৩
204362
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ভিশু দাদাকে! :D/ Winking)
261150
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : মা শা আল্লাহ!
খুবই সুন্দর করে তুলে ধরলেন অবহেলিত শিশুদের চাওয়া পাওয়া। অনেক ধন্যবাদ।
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৯
238522
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : অনেক ধন্যবাদ দাদা Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File