শিবির তুমি কিসের তৈরী?
লিখেছেন লিখেছেন গনঅভ্যুত্থানের ডাক ২৩ জুন, ২০১৩, ১০:৩৪:৩১ রাত
শিবির তুমি কিসের তৈরী?
তুমি ভাঙ্গো না !মচকাও না !
বিগত
সাড়ে ৪বছর ধরে আওয়ামী সরকার
শিবির নির্মূলের জন্য কি না করেছে!
নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে!
শিবিরের জায়গায় যদি
অন্য কোন দল হত
তাহলে এতো দিনে ঐ দলের অস্তিত্ব
বিলীন হয়ে যেত
হিজবুত তাহীরের মত!
এই শিবিরকে শত নির্যাতনে ও
দমানো গেলনা!
গত ৫ফেব্রুয়ারী থেকে শুরু
হয় গুলি করে শিবির নিধন কর্মসূচি!
চট্টগ্রামের
চকবাজারে আন্তর্জাতিক
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের
ছাত্র সাব্বির
আহম্মেদকে গুলি করার মাধ্যমে এই
কর্মসূচি শুরু হয়।
ঐদিন সন্ধ্যায় চট্টগ্রামের
বাদামতলীতে তানজীমের
মাথায় গুলি করে হত্যার
মাধ্যমে এই
কর্মসূচী আরো জোরালো করে
তার ধারাবাহিকতা
চলতেই থাকে।
প্রত্যেক দিন বাংলাদেশের কোন
না কোনস্থানে শহীদ
হতে থাকে শিবির নেতাকর্মীরা!
তারি ধারাবাহিকতায় ২৮
ফেব্রুয়ারী ২শত জনেরও
বেশী জামায়ত-শিবির
নেতাকর্মীকে পাখির
মত গুলি করে হত্যা করা হয়।
এভাবে চলতেই থাকে শিবিরের
উপর অত্যাচারের স্টীম রোলার।
তবে শিবিরকে এখনো দমাতে পারেনি এই
সরকার!
কত কৌশল করা হল
শিবিরকে দমানোর জন্য কিন্তু পারল
না।
শিবির যেন আগুনের
মত জ্বলছে তো জ্বলছেই।
সরকার
এখনো তাদেরকে ভাঙ্গতেও
পারেনি মচকাতেও পারেনি!
এ যেন শিবিরের কাছে লোহার পরাজয় ।।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন