বাংলাদেশের ইতিহাসের একমাসে ২২ দিনের বিশাল ছুটি !!!তাও স্বাধীনতার মাস!!!!!!
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ২৯ মার্চ, ২০১৩, ০৪:২৯:০৫ বিকাল
অবাক করা বিষয়! এই বছরের মার্চ মাস বাংলাদেশের ইতিহাসে একমাসে দীর্ঘ ২২ দিনের ছুটি(সুত্র-বার্ষিক ক্যালেন্ডার)। সরকারি ছুটি,হরতাল,রাষ্ট্রপতি ইন্তেকালের ছুটি,স্বাধীনতা দিবসসহ মিলে মোট ২২ দিনের ছুটি বাংলার স্বাধীন জাতি উপভোগ করেছে। বাংলাদেশের প্রধান বিরোধী দল পাঁচদপা মোট ৯ দিন হরতাল করে। আর কাকতালীয় ভাবে এইমাসে শুক্র ও শনিবার মিলে মোট ১০ দিন সরকারি ছুটি এবং রাষ্ট্রপতি ইন্তেকালের কারনে আরো একটি ছুটির মজা আকস্সিক ভাবে জাতির ভাগ্যে চেপে বসে। এছাড়া রাষ্ট্রীয় ছুটি আরো দুইদিন। সবমিলে এই স্বাধীনতার মার্চ মাসে জাতির ভাগ্যে ছুটির রমরমা হাতছানি।
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন