শুধু ভদ্র লোকের সমাচার

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ২৪ মার্চ, ২০১৩, ০৫:৫৬:২২ বিকাল

আসসালামুআলাইকু বলেনা মুখে

হাউ আর ইউ সাক্ষাতে,

হঠাৎ করে বলে উঠে

আই এম সরি ধাক্কাতে।

গুড মর্নিং গুড আফটার নুন

সাক্ষাত সদা হলে,

আল্লাহ হাফেজ বলে না ওরা

বিদায় সময় এলে।

গুড নাইট হ্যালো ব্রাদার

সবার মুখে মুখে ,

ধূধূ ওদের অন্তর যেনো

নেই প্রভুর কালাম বুকে

শিক্ষিত নয় তবুও ওরা

পকেটে রাখে প্যান,

কতেক লোকে বলে তবু

ওরাই ভাল ম্যান।

বিষয়: সাহিত্য

৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File