এবার পুলিশ গুলি করে আওয়ামী কর্মীকে মেরে নতুন নাটক সৃষ্টির পাঁয়তারা করছে,ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাও আওয়ামী কোন ষড়যন্ত বাস্তাবায়ন হবেনা….
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ০৫ এপ্রিল, ২০১৩, ০৮:৫৪:০৪ রাত
এবার পুলিশ লীগ সরাসরি বিশ্ব মিডিয়ার সামনে আওয়ামী কর্মীকে গুলি করে মেরে নতুন নাটক সুষ্টির পাঁয়তারা করছে। এছাড়া আওয়ামী কর্মীরা শাহবাগে না গিয়ে মাদ্রাসায় যাবে বা কেণ? তাদের উদ্দেশ্য কি? নিশ্চয় তারা কোন ভাল মতলবে মাদ্রাসায় যায়নি। এখন অহেতুক কামরাঙীচরের মাদ্রাসায় গিয়ে পুলিশ কর্তৃক নিহত হয়ে নতুন মতলব আটছেন। প্রথমে সরকারী সিন্ধান্তে নাস্তিক মুরতাদদের হরতাল,অবরোধ,অবরুদ্ধ সারাদেশ,কার্যত অচলদেশ,বিভিন্ন স্থাপনায় আগুন,আলেমদের হয়রানি,সর্বশেষ আওয়ামী লীগ কর্মী মেরে লংমার্চ-সর্বকালের সেরা মহাসমাবেশ বানচাল করতে পারবেনা। তৌহিদী জনতার মধ্যমে আল্লাহ পাক তার ইসলাম এর সুমহান সুনাম অক্ষুন্ন রাখবেন ইনশাল্লাহ। আর ঈমানী বলে বলিহান হয়ে মুসলমান জাতি বাতিল-নাস্তিক-মুরতাদ-মোনাফেক এবং তাদের সহযোগীদের কঠোর হাতে প্রতিহত করবেন। সর্বশেষ প্রাপ্ত খবর মতে মতিঝিল শাপলা সত্তরে সমাবেশের পুর্ণ প্রস্তুতি চলছে। সারাদেশ থেকে পায়ে হেটে মানুষ ঢাকার উদ্দেশ রওনা হয়েছেন। এছাড়া সকল মহানগরী শহরে মহাসমাবেশ হবে। সবশেষে কামরাঙীচর মাদ্রাসার তিন জন ছাত্রকে পাওয়া যাচ্ছেনা।
বিষয়: বিবিধ
৮৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন